বৃহস্পতিবার, ০২ মে ২০২৪
ফারুক হাসান কাহার শাহজাদপুর ( সিরাজগঞ্জ) প্রতিনিধি : আজ ২৫ শে বৈশাখ মঙ্গলবার, ঊনবিংশ শতাব্দির বাংলা সাহিত্য গগণে ও বিশ্বের জ্ঞান পরিমন্ডলে বহুমুখী প্রতিভা সম্পন্ন উজ্জ্বল নক্ষত্র রূপে আজও চির দেদিপ্যমান বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৫৭ তম জন্মবার্ষিকী। এ উপলক্ষে সিরাজগঞ্জ জেলা প্রশাসনের আয়োজনে কবিগুরুর স্মৃতি বিজড়িত সিরাজগঞ্জের শাহজাদপুরের রবীন্দ্র কাচারি বাড়িতে ২ দিন ব্যাপী রবীন্দ্র জন্মজয়ন্তী আয়োজন করা হয়েছে। মঙ্গলবার সকাল ১০ টায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ২ দিনব্যাপী অনুষ্ঠানমালার উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব হাসিবুর রহমান স্বপন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মিরাজ উদ্দিন আহম্মেদ পুলিশ সুপার সিরাজগঞ্জ, প্রফেসর আজাদ রহমান উপজেলা চেয়ারম্যান, শেখ আব্দুল হামিদ লাভলু পিপি নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল সিরাজগঞ্জ । উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিরাজগঞ্জ জেলা প্রশাসক কামরুন নাহার সিদ্দীকা। কবির স্মৃতিধন্য শাহজাদপুরের কাছারি বাড়িসহ বিভিন্ন স্থাপনা রঙিন সাজে সাজানো হয়েছে। অনুষ্ঠান ঘিরে ঢল নেমেছে রবীন্দ্র ভক্তদের। দেশের বিভিন্ন এলাকা তথা ভারত থেকেও পর্যটক কবির এই কাছারি বাড়িতে এসেছে অনুষ্ঠান দেখতে । রবীন্দ্র কাছারিবাড়ি অডিটোরিয়ামে সাংস্কৃতিক অনুষ্ঠানে আবৃত্তি, নৃত্য ও সংগীত পরিবেশন করবে সিরাজগঞ্জ ও শাহজাদপুরের বিভিন্ন সাংস্কৃতিক গোষ্ঠির শিল্পীবৃন্দ। এছাড়া, রবীন্দ্র স্মারক প্রবন্ধ পাঠ ও আলোচনা সভায় মূল প্রবন্ধ পাঠ করেন ড. অধ্যক্ষ আব্দুস ছাত্তার। এদিকে, রবীন্দ্র জন্মজয়ন্তীকে ঘিরে কাচারি বাড়িকে বর্ণিল সাজে সাজানো হয়েছে। শহরের গুরুত্বপূর্ণ সড়কে দৃষ্টিনন্দন তোরণ নির্মাণ করা হয়েছে। পাশাপাশি স্থানীয় মডেল পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজন করা হয়েছে সপ্তাহব্যাপী রবীন্দ্র মেলা। সুষ্ঠু, নির্বিঘ্নে উৎসব মূখর পরিবেশে রবীন্দ্র জন্মজয়ন্তী অনুষ্ঠান সম্পন্ন করতে কাচারি বাড়ি চত্বরে ক্লোজ সার্কিট ক্যামেরা স্থাপনসহ সার্বিক নিরাপত্তা ব্যবস্থা জোড়দার করা হয়েছে। রবীন্দ্র জন্মজয়ন্তীকে ঘিরে কাচারি বাড়ি রবীন্দ্র ভক্ত অনুরাগীদের পদচারণায় মুখরিত ও প্রাঞ্জলিত হয়ে উঠেছে। রবীন্দ্র জীবনে ও সাহিত্যের ভূবণে সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর এক অবিস্মরণীয় নাম। শাহজাদপুরের উন্মুক্ত উদার দ্বারে এসে নিখিল বিশ্বের সামনে কবি প্রাণের গভীর বন্ধন সূচিত হয়। তাঁর চিত্তে ও কর্মবোধের সর্বোচ্চ সমন্বয় ঘটেছিলো শাহজাদপুরের অঙ্গণে এসে। শাহজাদপুরের কাচারিবাড়ি রবীন্দ্র নাথের স্মৃতিবিজড়িত একটি ঐতিহাসিক স্থান ও পর্যটন কেন্দ্র।

সম্পর্কিত সংবাদ

মারা গেছেন অভিনেতা মাহমুদ সাজ্জাদ

বিনোদন

মারা গেছেন অভিনেতা মাহমুদ সাজ্জাদ

প্রথম দিকে করোনা হয়েছিল। সেটা ভালোও হয়েছিল। কিন্তু শারীরিক কিছু জটিলতা থাকায় গত সেপ্টেম্বরের প্রথম দিকে তাঁকে হাসপাতালে...

বিগ ডাটা কি এবং কেন! ( What is Big Data and Why? )

ফটোগ্যালারী

বিগ ডাটা কি এবং কেন! ( What is Big Data and Why? )

একটা সময় ছিলো যখন আমরা আমাদের সবকিছুই কাগজে লিখে রাখতাম। কখন খেতে যাবো, কবে মিটিং, কখন শপিং এ যাবো এসব টু ডু লিস্টগ...

শাহজাদপুরে পহেলা বৈশাখ উপলক্ষে সাংস্কৃতিক কর্মীদের সাথে এমপি স্বপনের মতবিনিময়

জাতীয়

শাহজাদপুরে পহেলা বৈশাখ উপলক্ষে সাংস্কৃতিক কর্মীদের সাথে এমপি স্বপনের মতবিনিময়

শামছুর রহমান শিশির : চিয়ায়ত ‘মাছে ভাতে বাঙালি’ ও আবহমান গ্রাম বাংলার ঐতিহ্যের ধারক-বাহক ‘পান্তা-ইলিশ’ খাওয়াসহ উৎসবমূখর প...

আপাতত গরম কমছে না

জাতীয়

আপাতত গরম কমছে না

বুধবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা ৪১ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস ছিল মোংলায়। দেশের মোট ১৬ জেলার ওপর দিয়ে তীব্র তা প্রবাহ বয...

শাহজাদপুরে শিক্ষার্থীদের সাথে মত বিনিময় করলেন বিভাগীয় কমিশনার

শাহজাদপুর

শাহজাদপুরে শিক্ষার্থীদের সাথে মত বিনিময় করলেন বিভাগীয় কমিশনার

সিরাজগঞ্জ শাহজাদপুরে বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থীদের সাথে ইন্টারনেট ও সোশ্যাল মিডিয়ার ব্যবহার, সুস্থ সংস্কৃতি চর্চা ও ম...

এনডিপি’র মামলায় বিনাদোষে নিরীহ ব্যবসায়ীর ২ দিন হাজতবাস!

অপরাধ

এনডিপি’র মামলায় বিনাদোষে নিরীহ ব্যবসায়ীর ২ দিন হাজতবাস!

শামছুর রহমান শিশির, বিশেষ প্রতিবেদক : ন্যাশনাল ডেভেলপমেন্ট প্রোগ্রাম (এনডিপি) এর সিরাজগঞ্জের শাহজাদপুর শাখা-০৮ থেকে ঋণ...