শনিবার, ১৮ মে ২০২৪

ডেস্ক রিপোর্ট : অবশেষে বৃহত্তর পাবনা জেলা পিস কমিটির চেয়ারম্যান সাইফুদ্দিনের নামে সিরাজগঞ্জের শাহজাদপুরে প্রতিষ্ঠিত সাইফুদ্দিন ইয়াহিয়া স্কুল অ্যান্ড কলেজের নাম করন পরিবর্তনের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। নব্বই দশকে সরকারি জায়গায় বে-আইনিভাবে স্বাধীনতা বিরোধী পাবনা জেলা পিস কমিটির চেয়ারম্যান সাইফউদ্দিনের নামে কলেজটি প্রতিষ্ঠা করেন তারই পুত্র বিএনপি থেকে নির্বাচিত সাংসদ কামরুউদ্দিন এহিয়া। ৭১’র মহান মুক্তিযুদ্ধকালীন সময়ে তিনি রাজাকার ছিলেন। সে সময়ে স্বাধীনতা বিরোধীর নামে কলেজ প্রতিষ্ঠার বিরুদ্ধে প্রতিবাদ এবং প্রচারপত্র বিলি করার কারণে স্থানীয় ঘাতক দালাল নির্মুল কমিটির আহব্বায়ক বীর মুক্তিযোদ্ধা আবুল বাশারকে হত্যার জন্য আক্রমন করা হয়। গভীর রাতে রাজাকার গংদের হামলায় তিনি মারাত্মক আহত হয়ে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে উন্নত চিকিৎসায় অবশেষে বেঁচে যান। কিন্তু সাংসদের নির্দেশে সে সময়ে এই নির্মম আক্রমনের ঘটনায় থানা মামলা পর্যন্ত গ্রহন করেনি। অবশেষে দেশের শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন স্থাপনা থেকে স্বাধীনতা বিরোধীদের নাম মুছে ফেলতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। আগামী ৬০ দিনের মধ্যে সব স্থাপনার নাম পরিবর্তন করে হাইকোর্টে প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে। শিক্ষা সচিব ও স্থানীয় সরকার সচিবকে এ নির্দেশ বাস্তবায়ন করতে বলা হয়েছে। মঙ্গলবার (০৬ ডিসেম্বর) বিচারপতি কাজী রেজা-উল হক ও বিচারপতি মোহাম্মদ উল্লাহর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দিয়েছেন। স্বাধীনতা বিরোধীদের নাম রাস্তাঘাট, সড়ক ও স্থাপনা থেকে মুছে ফেলতে চেয়ে সম্পূরক এক আবেদনের শুনানি নিয়ে আদালত এ আদেশ দিয়েছেন। আগামী ১ মার্চ পরবর্তী আদেশের জন্য মামলাটি তালিকায় আসবে। একইসঙ্গে খান এ সবুরের নামে খুলনায় যেসব স্থাপনা আছে সেগুলো মুছে ফেলার নির্দেশ দেওয়া হয়েছে। আদালতে আবেদনকারী ড. মুনতাসির মামুন ও শাহরিয়ার কবিরের পক্ষে শুনানি করেন ব্যরিস্টার এ কে রাশিদুল হক। আর রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল তাপস কুমার বিশ্বাস। আইনজীবী এ কে রাশেদুল হক বলেছেন, ‘২০ জন স্বাধীনতা বিরোধীর নাম সংবলিত একটি তালিকা যুক্ত করে সম্পূরক এক আবেদন করা হলে আদালত ওই আদেশ দিয়েছেন।’ এই ২০ জনের নামে থাকা স্থাপনাগুলো হলো-আমৃত্যু কারাদন্ডপ্রাপ্ত এমএ আলীমের নামে বগুড়ায় জিলা পরিষদ অডিটোরিয়াম, ফাঁসির দন্ডপ্রাপ্ত সৈয়দ মোহাম্মদ কায়সারের নামে হবিগঞ্জে বাস স্টপেজ ও একটি এলাকার নাম, পাবনার পিস কমিটির চেয়ারম্যান সাইফুদ্দিনের নামে সিরাজগঞ্জে সাইফুদ্দিন ইয়াহিয়া স্কুল অ্যান্ড কলেজ। রাজাকার আব্দুর রাজ্জাক মিয়ার নামে ফরিদপুরে শহীদ আব্দুর রাজ্জাক রোড, রাজাকার এনএম ইউসুফের নামে মৌলভীবাজারের কুলাউড়ায় দুটি কলেজ, একই এলাকায় রাজাকার মাহতাব উল্লাহর নামে মাহতাব সায়েরা হাইস্কুল, গাইবান্ধায় রাজাকার আব্দুল আজিজের নামে একটি স্কুল ও একটি ইউনিয়ন কমপ্লেক্স এর নামফলক, একই জেলায় স্বাধীনতা বিরোধী আব্দুল জব্বারের নামে ডিগ্রি কলেজ। নোয়াখালীতে রাজাকার তরিকুল্লার নামে রোড, ঝিনাইদহরে কোর্টচাঁদপুরে রাজাকার মিয়া মনসুর আলীর নামে একাডেমি, কুমিল্লার রেজাউর রহমানের নামে রেজাউর রহমান রোড, নাটোরে রাজাকার আব্দুস সাত্তার খানের নামে মধু মিয়া রোড, একই এলাকার রাজাকার কাউসার উদ্দিনের নামে কাউসার উদ্দিন রোড, পুরান ঢাকায় মোহাম্মদ তামিমুল ইহসানের নামে রোড, একই এলাকায় মোহাম্মদ উল্লাহ হাফেজ্জী হুজুরের নামে রোড। নেত্রকোনায় রাজাকার মোহাম্মদ আব্দুর রহমানের নামে রোড, মেহেরপুরে রাজাকার মিয়া মনসুর আলীর নামে একাডেমি, একই এলাকায় রাজাকার সবদার আলীর নামে একটি রোড ও মার্কেট, মৃত্যুদন্ডপ্রাপ্ত আলী আহসান মুজাহিদের নামে নরসিংদীর মনোহরদীতে সরকারি শিশু পরিবার নামে একটি নামফলক এবং ঝিনাইদহের শৈলকুপায় রাজাকার শফি আহমদের নামে সফিপুর পোস্ট অফিসের নাম রয়েছে। এর আগে গত বছরের ৩ নভেম্বর স্বাধীনতা খান এ সবুর সড়ক ও কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের শাহ আজিজুর রহমান মিলনায়তনের নাম পরিবর্তনের আদেশ দিয়েছিলেন হাইকোর্ট। এ নির্দেশ ইতিমধ্যেই বাস্তবায়ন করা হয়েছে। স্বাধীনতা বিরোধীদের নামে স্থাপনা নামকরণ প্রত্যাহারের নির্দেশনা চেয়ে ২০১২ সালে হাইকোর্টে একটি রিট করেন ইতিহাসবিদ অধ্যাপক মুনতাসীর মামুন ও শাহরিয়ার কবির।

সম্পর্কিত সংবাদ

কবিগুরুর ছোটনদীতে ভাসবে কী আর ‘সোনার তরী’ - স্থানীয় এমপি’র হস্তক্ষেপ কামনা

সম্পাদকীয়

কবিগুরুর ছোটনদীতে ভাসবে কী আর ‘সোনার তরী’ - স্থানীয় এমপি’র হস্তক্ষেপ কামনা

সিরাজগঞ্জ-৬ (শাহজাদপুর) থেকে নির্বাচিত মাননীয় জাতীয় সংসদ সদস্য অধ্যাপক মেরিনা জাহানের কাছে একজন মুক্তিযোদ্ধা হিসেবে আমার...

বিগ ডাটা কি এবং কেন! ( What is Big Data and Why? )

ফটোগ্যালারী

বিগ ডাটা কি এবং কেন! ( What is Big Data and Why? )

একটা সময় ছিলো যখন আমরা আমাদের সবকিছুই কাগজে লিখে রাখতাম। কখন খেতে যাবো, কবে মিটিং, কখন শপিং এ যাবো এসব টু ডু লিস্টগ...

শাহজাদপুরে ইউনিয়ন আ’লীগকে শক্তিশালী ও সুসংগঠিত করতে মতবিনিময় সভা অনুষ্ঠিত

রাজনীতি

শাহজাদপুরে ইউনিয়ন আ’লীগকে শক্তিশালী ও সুসংগঠিত করতে মতবিনিময় সভা অনুষ্ঠিত

শাহজাদপুরের ইউনিয়ন আওয়ামী লীগকে শক্তিশালী ও সুসংগঠিত করার লক্ষে জালালপুর ইউনিয়নের সকল ওয়ার্ডের নেতৃবৃন্দ ও ইউনিয়ন বাসীর...

বগুড়ায় ৬ টাকায় এক কেজি কাঁচা মরিচ

বাংলাদেশ

বগুড়ায় ৬ টাকায় এক কেজি কাঁচা মরিচ

চাষিরা বলছেন, খেত থেকে হাটে নেওয়া পর্যন্ত প্রতি কেজি কাঁচামরিচে গড়ে তিন টাকা খরচ হয়। এ ছাড়া রয়েছে খাজনা ও অন্যান্য খরচ,...

শাওয়াল মাসে বিয়ের কোনো ফজিলত আছে কি?

ধর্ম

শাওয়াল মাসে বিয়ের কোনো ফজিলত আছে কি?

সুতরাং শাওয়াল মাসে বিয়ে করাকে যেমন অশুভ মনে করা যাবে না, এ মাসে বিয়ে করাকে বিশেষ ফজিলতপূর্ণ মনে করারও কোনো ভিত্তি নেই। ত...

আপাতত গরম কমছে না

জাতীয়

আপাতত গরম কমছে না

বুধবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা ৪১ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস ছিল মোংলায়। দেশের মোট ১৬ জেলার ওপর দিয়ে তীব্র তা প্রবাহ বয...