

নিজস্ব প্রতিনিধিঃ মহা ধুমধামের সাথে ব্যাপক আয়োজনের মধ্য দিয়ে শুক্রবার মধ্যে রাতে শেষ হয়েছে শাহজাদপুরের বাংলা লোকনাট্য উৎসব ১৪২২ বঙ্গাব্দ। ‘হাতের মুঠোয় হাজার বছর আমরা চলেছি সামনে, এসো প্রাণের আলোয় করি দূর কালের অন্ধকার’ এই শ্লোগান নিয়ে গত শুক্রবার বিকেল থেকে শুরু হয় বাঙালির প্রাণের এ উৎসব। যুগান্তর স্বজন সমাবেশ ও পূরবী থিয়েটার যৌথভাবে এ বাংলা লোকনাট্য উৎসবের আয়োজন করে। উৎসব অনুষ্ঠানের মধ্য ছিল আলোচনা সভা, জারি গান,বাউল গান, ধুয়া গান, শাস্ত্র গান, শ্রীরূপ খ্যাপার গান, দেশের গান, কবিতা আবৃত্তি, কৌতুক, লোকনৃত্য ও ফারুক প্রধানের ভাবনায়,ম.জাহান রচিত ও নির্দেশিত ‘জেগেছে এবার জনতা’ নাটক। ঢাকঢোল, কর্তাল, বাঁশি ও একতারা দোতারার সূর মূর্চ্ছনায় মঙ্গল প্রদীপ প্রজ্জলন করে অতিথিবৃন্দ এ উৎসবের উদ্বোধন করেন। শাহজাদপুর হাইস্কুল শহীদ মিনার চত্তরে অনুষ্ঠিত এ উৎসবে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শাহজাদপুর উপজেলা নির্বাহী অফিসার শামীম আহমেদ। উদ্বোধন পর্ব শেষে প্রধান শিক্ষক এস এম সাইফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, বিশিষ্ট শিক্ষাবিদ প্রফেসর নাছিমউদ্দিন মালিথা, শাহজাদপুর থানার অফিসার ইনচার্জ রেজাউল হক, ইন্সপেক্টর (তদন্ত) মনিরুল ইসলাম, এএসপি (শিক্ষনবিশ) কল্লোল দত্ত, শাহজাদপুর রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক আতিক সিদ্দিকী, শাহজাদপুর সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক নাট্য ব্যাক্তিত্ব কাজী শওকত। এ অনুষ্ঠানে মূল প্রবন্ধ পাঠ করেন, যুগান্তর স্বজন সমাবেশ কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা মন্ডলীর সদস্য কবি ও নাট্যকার মুমীদুজ্জামান জাহান। এ উৎসবে বাউল গান পরিবেশন করবেন, নাজমুল হোসেন,সাইদ হোসেন,মোলাম হোসেন গোলজার হোসেন, আব্দুল আজিজ, আব্দুল আলিম, নুর ইসলাম, হোসেন আলী, আলতাব হোসেন, বাবু ইসলাম,রিয়া। জারি গান পরিবেশন করেন খোরশেদ আলম বয়াতী, ধুয়া গান পরিবেশন করেন, আব্দুল মতিন, শ্রীরূপ খ্যাপার গান পরিবেশন করেন, সধীর সরকার, সুনীল সরকার মাধব সরকার, অষ্টলাল সরকার, আবৃত্তি করেন, নাহিন খাঁন, ইমন,রনজয়,অঙ্কিতা সাহা তুরা,লোকনৃত্য পরিবেশন করেন, বর্ষা ও শুভ, শাস্ত্র গান পরিবেশন করেন, আব্দুর রশিদ মাস্টার,কৌতুক পরিবেশন করেন সুজন। ফারুক প্রধানের ভাবনায় ম.জাহান রচিত ও নির্দেশিত জেগেছে এবার জনতা নাটকে অভিনয় করেন, নিহাল খান,নাহিন খান,মজনু আলম,আল মামুন,সজল শেখ,রঞ্জু আহমেদ,এস এম মানিক,রনজয় চক্রবর্তী, মেহেদী হাসান হিমু প্রমুখ। এ অনুষ্ঠানে স্বজন সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন আলহাজ্ব নজরুল ইসলাম,মাহবুবুর রহমান মিলন,আব্দুর রাজ্জাক, প্রিন্স,তাকিবুন্নাহার, রুমকি,আল মুবিন জন, রুবেল আহমেদ,চঞ্চল,বিমল দে প্রমুখ।
সম্পর্কিত সংবাদ

জাতীয়
আজ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৫৫ তম জন্মবার্ষিকী
মোঃ মুমীদুজ্জামান জাহান, নিজস্ব প্রতিনিধিঃ উল্লাপাড়ায় ২২ দিন বয়সের একটি বকন বাছুর প্রতিদিন আধা কেজি করে দুধ দিচ্ছে। অবিশ... কোরবানী ঈদকে সামনে রেখে নিউজিল্যান্ডখ্যাত জনপদ শাহজাদপুর পৌরসদরসহ ১৩ টি ইউনিয়নের শত শত গ...
ফটোগ্যালারী
অলৌকিক ঘটনা!!! উল্লাপাড়ায় দুধ দিচ্ছে ২২ দিনের বকন বাছুর
অর্থ-বাণিজ্য
ঈদ ফ্যাশানে শাহজাদপুরের তাঁতের শাড়ী দেশে ব্যাপক সাড়া জাগিয়েছে!
অর্থ-বাণিজ্য
ঈদকে সামনে রেখে শাহজাদপুরে বৈজ্ঞানিক পদ্ধতিতে চলছে পশু মোটাতাজাকরণ