শুক্রবার, ১৭ মে ২০২৪

শাহজাদপুর সংবাদদাতাঃ শাহজাদপুর উপজেলা এলাকার বন্যা পরিস্থিতির ক্রমাগত অবনোতি ঘটছে। গত কয়েক দিনের অবিরাম বৃষ্টিপাত, উজান থেকে নেমে আসা পানিতে যমুনা, করতোয়া,বড়াল ও ইছামতি নদীর পানি বৃদ্ধি পাওয়ায় জেলার নিন্মাঞ্চল হিসেবে পরিচিত শাহজাদপুর উপজেলার ১৩ টি ইউনিয়রে ৪ শতাধিক গ্রামের চারিদিকে বন্যার পানি থৈ থৈ করছে। গ্রামের দরিদ্র পরিবারগুলোর নীচু ভিটে বাড়ীগুলো বন্যার পানিতে ডুবে যাওয়ায় ইতিমধ্যেই গ্রামগুলোতে বসবাসকারী ৮৫ হাজার পরিবারের মধ্যে প্রায় ১০ হাজার পরিবার পানি বন্দী হয়ে পড়েছে। পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ বিভাগ সূত্রে জানা গেছে, যমুনা নদীর পানি বিপদ সীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। আগামি কয়েক দিন ব্রক্ষপুত্র ও গঙ্গা অববাহিকার নদী গুলোতে পানি আরও বৃদ্ধি পেতে পারে বলে আশংকা করা হচ্ছে। সিরাজগঞ্জে যমুনা নদীর পানি বৃদ্ধি পেয়ে বিপদ সীমার অনেক উপর দিয়ে প্রবাহিত হওয়ায়, শাহজাদপুর উপজেলার সোনাতনী, জালালপুর, কৈজুুরী ও গালা ইউনিয়নে চরাঞ্চলের অনেক গ্রাম পানিতে ডুবে গেছে। চরাঞ্চলে বসবাসকারী সিংহভাগ পরিবারগুলোর বাড়িঘড় পানিতে ডুবে যাওয়ায় ওইসব বন্যাদুর্গত এলাকায় দূর্যোগাবস্থা বিরাজ করছে। বাড়ীঘড় ডুবে যাওয়া পরিবাগুলোর অনেকেই তাদের গৃহপালিত পশুপাখী নিয়ে নিরাপদ আশ্রয়ের খোঁজে অন্যত্র উঁচু স্থান অথবা বন্যানিয়ন্ত্রন বাঁধে আশ্রয় নিতে শুরু করেছে। এর মধ্যে সোনাতনী ইউ’পি ৯ টি গ্রামে বন্যা পরিস্থিতির চরমাবনতি ঘটেছে। সোনাতনি চর এলাকার বানতিয়ার গ্রামের বয়জ্যাষ্ঠ ৮৫ বছর বয়স্ক কৃষক আব্বাছ আলী জানান, এ বছর অস্বাভাবিক হারে প্রতিদিন ৪/৫ ইঞ্চি করে পানি বৃদ্ধি পাওয়ায় এলাকার বন্যা পরিস্থিতির অবনতি হওয়ার পাশাপাশি মানুষের মনে শংকার সৃষ্টি হয়েছে। চলতি বছরেও বিগত ৯৮ এর মত ভয়াবহ বন্যা হতে পারে বলে এলাকাবাসী মনে করছে। এ ব্যাপারে একমত পোষন করেন, চর এলাকার ধীতপুর গ্রামের ময়দান আলী (৬৫), অখিল মন্ডল (৫৫),সোনাতনী গ্রামের ঝামু বেগম (৭১), ইউপি সদস্য জাহানারা ইসলাম (৪০) ও সোনাতনী উচ্চ বিদ্যালযের প্রবীণ শিক্ষক আমিনুল ইসলাম ভুলু। এলাকার কালিবাড়ী গ্রামের তাঁতী বোরহান আলী জানান, লাগাতার বৃষ্টির কারনে অনেক স্থানে তাঁতের তেনা নরম হয়ে যাওয়ায় বিগত সপ্তাহ ধরে এমনিতেই তাঁত বন্ধ ছিল। এর পরে দ্রুত পানি বৃদ্ধিতে তাঁতঘর ডুবে গেলে স্থায়ীভাবে তাঁত বন্ধ হয়ে যাওয়ায় আশংকা করা হচ্ছে। আর ২ ফুট পানি বৃদ্ধি পেলে শাহজাদপুরের সার্বিক বন্যা পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করবে বলে তারা জানান। উল্লেখ্য, প্রায় ৫ লক্ষাধিক বসবাসকারী জনগোষ্ঠির এ উপজেলায় তাঁত সমৃদ্ধ এলাকা এলাকা হিসেবে প্রায় ৪৫ হাজার কৃষি পরিবারের একাধিক সদস্য তাঁতের কাজের সাথে জড়িত। অধিক বন্যায় এলাকার কৃষক তাঁতী পরিবারগুলোর সদস্যরা বেকার হয়ে পড়ে। মাত্র ১শ ২৩ বর্গ মাইল আয়তনের এ উপজেলায় ৫ লক্ষাধিক বৃহত এ জনগোষ্ঠির জন্য চাষ যোগ্য জমি মাত্র ২৩ হাজার ৫ শ ৪৫ হেক্টর। খাদ্য ঘাটতি এলাকা হিসেবে বিবেচিত উপজেলা এলাকায় বসবাসকারী জনসংখ্যার ঘনত্ব প্রতি বর্গ মাইলে ৩ হাজার ৪ শ ১৮ জন। এলাকার অর্থনৈতিক চালিকা শক্তি তাঁত ও গরু। তাঁতীদের তাঁতে সারা বছর তৈরী হয় লক্ষ লক্ষ পিছ শাড়ী, লুঙ্গি ও গামছা। গো-চাষীরা গবাদীপশু পালনের মাধ্যমে সারা বছর উৎপাদন করে লক্ষ লক্ষ লিটার দুধ। এ দুটো শিল্প হলো এলাকার অর্থনীতির প্রাণ। যে কোন ধরনের বন্যা দূর্যোগ আকারে এ দুটো শিল্প কাজে প্রতিবন্ধকতা সৃষ্টি করে। এলাকার জনগোষ্টি বিপদাপন্ন হয়ে পড়ে। এমতবস্থায় শাহজাদপুর উপজেলা নির্বাহী অফিসার শামীম আহমেদ ও কৈজুরী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইফুল ইসলাম গত শুক্রবার যমুনা নদী তীরবর্তী এলাকাগুলো সরেজমিন পরিদর্শণ করেন এবং বন্যা কবলিত দুস্থ অসহায় পরিবারের মধ্যে ব্যাপক ত্রাণ সামগ্রী বিতরণ করেন।

সম্পর্কিত সংবাদ

দিনাজপুরে বাঁশের ফুল থেকে চাল, হচ্ছে ভাত-পোলাও

কৃষি

দিনাজপুরে বাঁশের ফুল থেকে চাল, হচ্ছে ভাত-পোলাও

ধান থেকে উৎপাদিত চালের মতো হুবহু এই বাঁশ ফুলের চাল। ভাত, পোলাও, আটা কিংবা পায়েস সব কিছু তৈরি হচ্ছে বাঁশ ফুলের চাল থেকে।...

চৌহালীতে জাটকা বিক্রির দায়ে ২ হাজার টাকা জরিমানা

আইন-আদালত

চৌহালীতে জাটকা বিক্রির দায়ে ২ হাজার টাকা জরিমানা

সিরাজগঞ্জ প্রতিনিধি :সিরাজগঞ্জ জেলার চৌহালী উপজেলার জোতপাড়া বাজারে জাটকা মাছ বিক্রয় করায় চরধীতপুর গ্রামের মো: শহিদ নামে...

‘বিএনপি’র আন্দোলন এদেশে আর বাস্তবায়িত হবে না’ - শাহজাদপুরে সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এমপি

জাতীয়

‘বিএনপি’র আন্দোলন এদেশে আর বাস্তবায়িত হবে না’ - শাহজাদপুরে সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এমপি

শামছুর রহমান শিশির, রাজীব রাসেল, ফারুক হাসান কাহার, শাহজাদপুর থেকে : ‘বিএনপি বাংলাদেশকে খুনের দরিয়া ও কান্নার নদী বানিয়ে...

শাহজাদপুরে হেরোইন ব্যবসায়ী রাজু গ্রেফতার

অপরাধ

শাহজাদপুরে হেরোইন ব্যবসায়ী রাজু গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক : শাহজাদপুরে হেরোইনসহ রাজু আহম্মেদ (২৫) নামে এক মাদক ব্যবসায়ী গ্রেফতার করেছে থানা পুলিশ। সোমবার (২৪ জ...

আগামী নির্বাচনে নৌকার প্রার্থীর বিরুদ্ধচারণকারীদের পরিস্থিতি হবে ভয়াবহ:  ডা. হাবিবে মিল্লাত মুন্না এমপি

রাজনীতি

আগামী নির্বাচনে নৌকার প্রার্থীর বিরুদ্ধচারণকারীদের পরিস্থিতি হবে ভয়াবহ: ডা. হাবিবে মিল্লাত মুন্না এমপি

শামছুর রহমান শিশির, শাহজাদপুর থেকে : সিরাজগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডা. হাবিবে মিল্লাত মুন্না এমপি বলেছেন,‘আ...

শাহজাদপুর আ’লীগের যৌথ সভা অনুষ্ঠিত : স্বপন, চয়নের ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয়

রাজনীতি

শাহজাদপুর আ’লীগের যৌথ সভা অনুষ্ঠিত : স্বপন, চয়নের ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয়

শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি : আজ শনিবার শাহজাদপুর উপজেলা আওয়ামী লীগের যৌথ সভা অনুষ্ঠিত হয়েছে। সকালে স্থানীয় দলীয় কার...