বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর ২০২৫
করোনা ভাইরাসের ক্রান্তিকালে দেশের তাঁতশিল্পের কেন্দ্রবিন্দু শাহজাদপুরের তাঁতীরা পহেলা বৈশাখ ও ঈদুল ফিতরের বাজারে চরমভাবে মার খেয়েছে। সারা বছরের পুঁজি হারিয়ে ধার-দেনা, ব্যাংক ঋণ ও দাদন নিয়ে কোন মতে ঊদুল আযাহার বাজার ধরার জন্য শাড়ি লুঙ্গি তৈরিতে সাধ্যমতো চেষ্টা করেছে তাঁতীরা। এরই মধ্যে ‘মড়ার উপর খাড়ার ঘা’ হয়ে দেখা দিয়েছে সর্বনাশা চলমান বন্যা। একের পর এক দূর্যোগে সর্বস্বান্ত হওয়ার উপক্রম হয়েছে তাঁতীদের। শাহজাদপুরে যমুনা নদীর পানি বিপদ সীমার অনেক উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। তাঁত কারখানায় বন্যার পানি ঢুকে পড়ায় তাঁতীদের কারখানায় হ্যান্ডলুম ও পাওয়ারলুমই শুধু নষ্ট হয়নি, ব্যাংক ঋণ ও দাদনের টাকায় কেনা তাঁতের তেঁনার সুতাও নষ্ঠ হয়ে হয়েছে। অনেক তাঁত কারখানায় বন্যার পানি ঢুকে পড়ায় হাজার হাজার তাঁত কারখানা বন্ধ হয়ে গেছে। বেকার হয়ে পড়েছে লক্ষাধিক তাঁতী ও শ্রমিক। এসব বানভাসি পরিবারে নেই ঈদের আনন্দ ও আমেজ। ফলে সার্বিকভাবে ঐতিহ্যবাহী তাঁতশিল্পে নেমে এসেছে ভয়াবহ বিপর্যয়! গতকাল মঙ্গলবার ও বুধবার (২৮ ও ২৯ জুলাই) দুই দিন সরেজমিন উপজেলার বিভিন্ন তাঁতপল্লী পরিদর্শনকালে তাঁতীরা জানায়, প্রতি বছর ঈদ উল আযহাকে ঘিরে এ সময় বাহারি নানা ডিজাইনের কাপড় বুনতে নির্ঘুম সময় পার করত তাঁতী ও শ্রমিকরা। এ সময় খট খট শব্দের মুখরিত ও প্রাঞ্জলিত হয়ে থাকতো। কিন্তু এবছর করোনাভাইরাসের প্রকোপে লকডাঊনের কারণে হাত ছাড়া হয়ে গেছে নববর্ষ ও ঈদুল ফিতরের বাজার। মজুত হয়ে আছে শত শত কোটি টাকার কাপড়। ঈদুল আযহার বাজার ধরার জন্য অনেক কারখানা মালিক ধারদেনা, দাদন ও ব্যাংক ঋণ নিয়ে ফের কারখানা চালু করলেও ভয়াবহ বন্যার কারণে কয়েক হাজার তাঁত কারখানা বন্ধ হয়ে গেছে। শাহজাদপুর উপজেলার পোতাজিয়া, নগরডালা, হাসাকোলা, রতনকান্দি, বেলতৈল, ডায়া, কৈজুরী, জামিরতা, ভাটপাড়া, জগতলা, রুপনাই, জালালপুর, প্রাণনাথপুর, রুপপুর, রুপপুর নতুনপাড়া, উরিরচর, নগরডালা, বাদলবাড়ী, হামলাকোলা, ডায়া নতুনপাড়া, চর পোরজোনা, খুকনীসহ উপজেলার বিভিন্ন স্থানে রয়েছে অসংখ্য তাঁতপল্লী। করোনার কারণে পাওয়ার লুম, হস্তচালিত তাঁত, প্রক্রিয়াজাত রং এবং ডিজাইনের সাথে জড়িত প্রায় ৫০ হাজার তাঁত শ্রমিক এমনিতেই বিপর্যস্থ অবস্থায় দিনযাপন করছিলো। বন্যা তাঁদের পথে বসিয়েছে। বসবাসের অনুপযোগী হয়ে পড়েছে বসতঘরগুলো। পানিতে ডুবে থাকায় তাঁতযন্ত্রগুলো অকেজো হয়ে পড়েছে। এখন তাঁরা জীবন জীবীকা নিয়ে উদ্বেগ-উৎক›ঠায় রয়েছেন। তাঁতঘর, বসতঘর ও অকেজো তাঁত অন্য কোথাও সরিয়ে নেয়া ও মেরামতের দুঃশ্চিন্তায় রয়েছেন তারা। এর সঙ্গে খাবার যোগাড়ের চিন্তা তাদের দুঃশ্চিন্তায় নতুন মাত্রা যোগ করেছে। শাহজাদপুর উপজেলার চরপোরজনা গ্রামের হাতেগোনা ৮-১০টি তাঁত কারখানা ছাড়া প্রায় সবকটি কারখানায় বন্যার পানি ঢুকেছে। কারখানায় হাটু পানির মধ্যে কেউ কেউ শাড়ি তৈরীর বৃথা চেষ্টা করছেন। তবে বন্যা যেভাবে ভয়াবহ রূপ নিয়েছে তাতে আগামী ২-৩ দিনের মধ্যেই এসব কারখানার টানা ডুবে যাবে বলে তাঁত শ্রমিকেরা শংকা প্রকাশ করেছেন। ওই গ্রামের তাঁত কারখানা মালিক আব্দুল্লাহ বললেন, ‘করোনার জননো এ্যবাই আমাদের কামাই-কাজি বন্ধ হয়্যা গেছিল। শেষ সম্বল দুই হ্যান তাঁত দাদনে টেহা নিয়্যা চালু কইরা বাইচতে চাইচিল্যাম। কিন্তু বইনন্যায় হেই আশাও শেষ ওয়্যা গেলো।’ বেশ কয়েকজন তাঁতী আরও জানায়, গত বছর বাংলা নববর্ষ ও ঈদ উপলক্ষে তৈরি কাপড় বিক্রি করে ঋণ ও ধারদেনা শোধ করেছিলো তাঁতীরা। কিন্তু এবছর ঈদুল-আযহায় ছেলেমেয়েদের নতুন জামাকাপড় কেনা তো দুরের কথা; পেটের ক্ষুধা কিভাবে মিটবে তা নিয়ে চরম দুশ্চিন্তায় আছেন তাঁতী ও শ্রমিকেরা। প্রতি বছরের এ সময়ের অতিরিক্ত আয় দিয়েই সংসারের বাড়তি খরচ মেটাতেন তাঁতী ও শ্রমিকেরা। কিন্তু এ বছর সবকিছু ওলট-পালট করে দিয়েছে এই করোনা আর বন্যা। এ বিষয়ে বাংলাদেশ স্পেশালাইজ টেক্সটাইল মিলস এন্ড হ্যান্ডলুম ওনার্স এসোসিয়েশনের পরিচালক ও সিরাজগঞ্জ জেলা তাঁত মালিক সমিতির সভাপতি মুক্তিযোদ্ধা আলহাজ্ব হায়দার আলী বলেন, ‘ করোনা ভাইরাসের ক্রান্তিকালের মধ্যে ভয়াবহ বন্যায় এলাকার অসংখ্য তাঁতকারখানা বন্ধ থাকায় তাঁতীরা তীব্র পুঁজি সংকটে পড়ে। লকডাউন উঠে গেলেন পুঁজির যোগান দিতে না পারায় শাহজাদপুরের শতকরা ৭০ ভাগ তাঁত পুরোপুরি বন্ধ হয়ে যায়। ফলে দেড় লাখ তাঁত মালিক ও শ্রমিকদের জীবনে অন্ধকার নেমে এসেছে। অবিলম্বে তাদের মাঝে সরকারিভাবে পুঁজির যোগান দেয়া না হলে ঐতিহ্যবাহী তাঁতশিল্পের ভয়াবহ বিপর্যয় কোন ভাবেই রোধ করা সম্ভব হবে না।’

সম্পর্কিত সংবাদ

সিরাজগঞ্জে মসজিদ ই নওয়াজিশ হয়ে উঠছে দর্শনীয় স্থান

ইতিহাস ও ঐতিহ্য

সিরাজগঞ্জে মসজিদ ই নওয়াজিশ হয়ে উঠছে দর্শনীয় স্থান

সিরাজগঞ্জ সদর উপজেলায় মসজিদ ই নওয়াজিশ হয়ে উঠছে দর্শনীয় স্থান। ভবিষ্যতে ঐতিহাসিক মসজিদ হতে পারে কালিয়া হরিপুর ইউনিয়নে অবস...

শাহজাদপুরে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ৩ দিনব্যাপী ১৬৪তম জন্মোৎসব শুরু

দিনের বিশেষ নিউজ

শাহজাদপুরে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ৩ দিনব্যাপী ১৬৪তম জন্মোৎসব শুরু

বাংলার সাহিত্যাকাশে ও বিশ্বের জ্ঞান পরিমন্ডলে বহুমুখী প্রতিভাসম্পন্ন নোবেলজয়ী, বিশ্বকবি, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের

বিয়ের সময় পাত্রীর নাম ভুল বললে বিয়ে হবে

ধর্ম

বিয়ের সময় পাত্রীর নাম ভুল বললে বিয়ে হবে

‘অভিভাবক ও দুইজন সাক্ষী ছাড়া কোন বিবাহ নেই।’- (আহমাদ, বুলূগুল মারাম- হা/৯৭৬, বিয়ে অধ্যায়)

পাবনা-সিরাজগঞ্জে ভেজাল দুধ প্রস্তুতকারি অসাধু চক্র ফের সক্রিয়

অপরাধ

পাবনা-সিরাজগঞ্জে ভেজাল দুধ প্রস্তুতকারি অসাধু চক্র ফের সক্রিয়

শামছুর রহমান শিশির, সিরাজগঞ্জ প্রতিনিধি : দেশের নিউজিল্যান্ড খ্যাত জনপদ শাহজাদপুরসহ পাবনা-সিরাজগঞ্জের বিভিন্ন দুগ্ধসমৃদ্...

ডিএসসিসির মেয়র ইশরাক, ইসির গেজেট জারি

বাংলাদেশ

ডিএসসিসির মেয়র ইশরাক, ইসির গেজেট জারি

আজ সেখান থেকে ইতিবাচক সম্মতি পেয়ে সিইসি তার কক্ষে অন্য কমিশনার ও কর্মকর্তাদের নিয়ে সভা করে রাতেই গেজেট জারির সিদ্ধান্ত ন...

সিলেট টেস্টের আত্মবিশ্বাস কাজে লাগাতে চায় জিম্বাবুয়ে

খেলাধুলা

সিলেট টেস্টের আত্মবিশ্বাস কাজে লাগাতে চায় জিম্বাবুয়ে

নিজেদের পরিকল্পনা জানাতে গিয়ে আরভিন বলেন, ‘আমাদের উচিত হবে পুরো বিষয়টিকে ছোট ছোট ভাগে ভাগ করে নেওয়া। এরপর নিজেদের প্রক্র...