শুক্রবার, ০২ মে ২০২৫
শুক্রবার ভোররাতে বগুড়া-নগরবাড়ী মহাসড়কের সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার হালুয়াঘাট ব্রিজ সংলগ্ন স্থানে ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে সিএনজি চালকসহ ৩ জন নিহত হয়েছে। নিহতরা হলেন, শাহজাদপুর পৌর এলাকার শক্তিপুর মহল্লার আমজাদ হোসেনের ছেলে সিএনজি চালক আশিক (২৫), দ্বারিয়াপুর মহল্লার আজগার আলীর ছেলে সাকিব (২২) ও আজাদের ছেলে রাশেদুল ইসলাম (৩০)। শাহজাদপুর ফায়ার স্টেশনের স্টেশন অফিসার মঞ্জুরুল আলম বলেন, এদিন ভোররাত সোয়া ২ টার দিকে নিহত ৩ বন্ধু তাড়াশের নওগা শাহ শরীফ জিন্দানী (রহ.) এর বাৎসরিক ওরশ শরীফে যোগদানের জন্য দিলরুবা বাসস্ট্যান্ড এলাকার আব্দুল হামিদ সিএনজি গ্যাস স্টেশন থেকে সিএনজি টেম্পুযোগে রওয়ানা দেয়। সিএনজি টেম্পুটি উপজেলার হালুয়াঘাট ব্রিজ এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আগত একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে সিএনজি টেম্পুকে চাপা দেয়। এতে সিএনজি টেম্পু দুমড়ে মুচড়ে যায় ও এর চালকসহ ৩ জন ঘটনাস্থলেই নিহত হয়। এ সময় ট্রাকটি উল্টে পাশের খাদে পড়ে যায়। খবর পেয়ে হাটিকুমরুল হাইওয়ে পুলিশ ফাঁড়ির সদস্য, শাহজাদপুর থানা পুলিশ ও শাহজাদপুর দমকল বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে ছুটে গিয়ে নিহত ৩ জনের লাশ উদ্ধার করে। পরে হাটিকুমরুল হাইওয়ে থানার রেকার এসে ট্রাকটি উদ্ধার করে থানায় নিয়ে যায়। এ বিষয়ে হাটিকুমরুল হাইওয়ে থানার ওসি শাহজাহান আলী বলেন, দূর্ঘটনার খবর পেয়ে রাতেই উদ্ধার অভিযান শুরু করা হয়। নিহত ৩ জন সিএনজি চালক ও ২ আরোহী। এ ঘটনায় হাটিকুমরুল হাইওয়ে থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। অপরদিকে, নিহত ৩ জনের আত্মীয় স্বজনের আহাজারিতে এলাকার বাতাস ভারি হয়ে উঠেছে।

সম্পর্কিত সংবাদ

শাহজাদপুরে পরকীয়ার জেরে স্ত্রীকে হত্যার অভিযোগ!

অপরাধ

শাহজাদপুরে পরকীয়ার জেরে স্ত্রীকে হত্যার অভিযোগ!

শাহজাদপুরে হাসি খাতুন (২৩) নামের এক গৃহবধূকে শ্বাসরোধ করে হত্যার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। রবিবার বেলা ১১টার দিকে ন...

শাহজাদপুরে সরকারি গাছ বিক্রি করে ঋণের দায় শোধ স্কুল দপ্তরির!

অপরাধ

শাহজাদপুরে সরকারি গাছ বিক্রি করে ঋণের দায় শোধ স্কুল দপ্তরির!

শাহজাদপুরে ঋণের টাকা পরিশোধে ব্যর্থ হয়ে পাওয়ানাদারকে সরকারি ক্যানেলের ৫০টি সরকারি গাছ বিক্রি করে টাকা নিতে বলেছেন

রবীন্দ্র অনুরাগী ভক্তের মিলনকেন্দ্র কবিগুরুর কাছারিবাড়ি

দিনের বিশেষ নিউজ

রবীন্দ্র অনুরাগী ভক্তের মিলনকেন্দ্র কবিগুরুর কাছারিবাড়ি

সিরাজগঞ্জ জেলার দুগ্ধশিল্প ও তাঁতসমৃদ্ধ শাহজাদপুর উপজেলার প্রাণকেন্দ্র দ্বারিয়াপুরে অবস্থিত উত্তরাঞ্চলের সর্ববৃহৎ