শাহজাদপুর প্রতিনিধিঃ শাহজাদপুর উপজেলার কৈজুরি ইউপির হাটপাচিল গ্রামে চাউলের ঝুরি তৈরি করে স্বাবলম্বি হচ্ছে এক হাজার পরিবার। চলছে তাদের সংসার চালাচ্ছে তাদের ছেলে মেয়ের লেখা পড়ার খরচ। ঝুরি ব্যাবসায়ী হারেছ ব্যাপারি জানান, যাদের একসময় কিছুই ছিলোনা দুবেলা দুমুঠো ভাত পেতোনা তারা এখন ঝুরি তৈরি করে শুকিয়ে ভেজে বাজারে বিক্রী করে স্বাবলম্বি হচ্ছে। সে জানায় নদী ভাঙ্গন কবলিত এলাকার দুস্থ মানুষেরা দিশেহারা হয়ে পরেছিলো। কিন্তু এখন গায়ের বধুরা ঝুরি তৈরি করে রোদে শুকিয়ে ভাজে আর পুরুষেরা তা হাটে বিক্রী করে। এতে একজন মহিলা প্রতিদিন ১ মন ঝুরি তৈরি করতে পারে। ১ কেজি আলা চাউলের মুল্য ৩২ টাকা । ১ কেজি চাউলের ঝুরি তৈরি করে বাজারে বিক্রী করে ৬০ টাকা। সব খরচ বাদে কেজি প্রতি ১০ টাকা লাভ হয়। এভাবে এক মন চাউলের ঝুরি তৈরি করলে প্রতিদিন ৪০০ টাকা রোজগার হয়। প্রতিটি বাড়ীর মহিলারা এখন ঝুরি তৈরিতে ব্যাস্ত থাকে। একাজের সাথে জড়িত রোজিনা বেগম, আছমা বেগম, সুফিয়া খাতুন, শেফালি খাতুন, গোলে বেগম জানায় আমাদের দুবেলা ভাত জুটতোনা কিন্তু এখন আমরা ঝুরি তৈরি করার পর থেকে সংসার চালানো সহ ছেল ময়েদের লেকাপড়া খরচ চালিয়েও বাড়তী কিছু আয় হচ্ছে। সবচেয়ে বড় ব্যাপার হলো প্রত্যেকটি পরিবারের মেয়েরা ঝুরি তৈরি করে ২০/৩০ হাজার টাকা আয় করছে। এভাবে প্রত্যেকটি বাাড়ীতে দেখা গেছে সব বধুরা এবং বৃদ্ধারাও ঝুরি তৈরিতে ব্যাস্ত রয়েছে। এদের দেখা দেখি অন্যান্য এলাকাতেও শুরু হয়েছে ঝুরি তৈরির কাজ।
সম্পর্কিত সংবাদ
শাহজাদপুর মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের বার্ষিক পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান
শামছুর রহমান শিশির/ফারুক হাসান কাহার : শাহজাদপুরের গণমানুষের আশা আকাঙ্খা প্রতিফলনের দর্প... ফিলিস্তিনিদের বিরুদ্ধে সাম্প্রতিকতম সহিংসতায় ইসরাইলি প্রতিরক্ষা বাহিনীর (আইডিএফ) প্রথম নিহত হওয়া সৈন্যটি এর আগে সামাজিক... শাহজাদপুর প্রতিনিধিঃ সিরাজগঞ্জের ঐতিহ্যবাহী শাহজাদপুর মহিলা ডিগ্রী কলেজের নবীন বরণ অনুষ্... ইনকিলাব মঞ্চের মুখ্যপাত্র শরিফ ওসমান হাদির মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন সিরাজগঞ্জ-০৬ (শাহজাদপুর) আসনে
মতামত
শাহজাদপুর সংবাদ ডটকমের প্রধান ব্যবস্থাপনা সম্পাদক শরীফ সরকারকে সার্কেল শাহজাদপুরের পক্ষ থেকে জন্মদিনের শুভেচ্ছা
আন্তর্জাতিক
আমি এক ফিলিস্তিনি নারীকে ধর্ষণ করেছি- বলা সেই ইসরায়েলি সৈন্য নিহত
শাহজাদপুর মহিলা ডিগ্রী কলেজে নবীন বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত
আইন-আদালত
গনশুনানির সাফল্য অর্জনের লক্ষ্যে সাংবাদিকদের সাথে দূদকের মত বিনিময়
দিনের বিশেষ নিউজ
ওসমান হাদির মৃত্যুতে ড. এম এ মুহিতের শোক!
