শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
শাহজাদপুর প্রতিনিধি : জাল দলিল তৈরি করে আদালতে মামলা দায়ের করে শাহজাদপুর উপজেলার গালা মৌজার সরকারের দখলে থাকা ১.১৯ একর অর্পিত সম্পত্তি নিজ নামে আত্মসাতের ঘটনা ফাঁস হয়েছে। এ ব্যাপারে অর্পিত সম্পত্তি প্রত্যার্পণ অতিরিক্ত ট্রাইব্যুনাল-৩, সিরাজগঞ্জ এর বিচারক মো: তোফাজ্জল হোসেন জাল দালিল সৃষ্টিকারী মো: এনায়েত হোসেনের বিরুদ্ধে সংশ্লিষ্ট ধারায় ফৌজদারী মামলা দায়ের করার আদেশ দিয়েছেন। সেইসাথে এনায়েত হোসেনকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। ইতিমধ্যেই বিজ্ঞ আদালতের নির্দেশ আনুযায়ী সংশ্লিষ্ট আদালতের সেরেস্তাদার মকবুল হোসেন বাদী হয়ে শাহজাদপুর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট হাসিবুল হকের আদালতে এনায়েত হোসেনকে একমাত্র আসামী করে ফৌজদারী দন্ডবিধি ৪২০/ ৪৬৫/ ৪৬৭/ ৪৭১ ধারায় মামলা দায়ের করেছেন। আদালত এ অভিযোগ আমলে নিয়ে এনায়েত হোসেনের বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা জারি করেছেন। ঘটনার পর থেকে এনায়েত হোসেন পলাতক রয়েছে। আদালত সূত্রে জানা যায়, শাহজাদপুর উপজেলার গালা ইউনিয়নের বর্ণিয়া গ্রামের মৃত বাছের প্রামানিকের ছেলে এনায়েত হোসেন গালা মৌজার এসএ ২৬৪ নং খতিয়ানের সাবেক ২৮৩ দাগের ৪৯ শতক, ১৮১ নং দাগের ৪৫ শতক, ১৭০৭ নং দাগের ২১ শতক. ৪৮১ নং দাগের ২ শতক, ৪৮৩ নং দাগের ২ শতকসহ মোট ১.১৯ একর সম্পত্তি ২ টি জাল দলিল সৃষ্টির মাধ্যমে মালিকানা দাবী করে অর্পিত সম্পত্তি প্রত্যার্পণ অতিরিক্ত ট্রাইব্যুনাল-৩,সিরাজগঞ্জ এ মামলা দায়ের করে (মামলা নং- অর্পিত সম্পত্তি প্রত্যার্পণ-২০৮/২০১২ )। এ মামলায় সিরাজগঞ্জ জেলা প্রশাসক, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) ও সহকারী কমিশনার (ভূমি) শাহজাদপুরকে বিবাদী করা হয়। আদালত সূত্রে জানা গেছে, উক্ত সম্পত্তির মূল মালিক ছিলেন মাতাঙ্গীনি ভৌমিক। ১৯৬৫ সনে তিনি নালিশী সম্পত্তিসহ অন্যান্য সম্পত্তি অবিক্রিত অবস্থায় পরিত্যাগ করে ভারত চলে যান। পরবর্তীতে উক্ত সম্পত্তি ৬৩ (শাহ)/৬৬-৬৭ নং ভিপি মিসকেস রজ্জু করে উক্ত সম্পত্তি শত্রু সম্পত্তি হিসেবে ঘোষণা করে সরকার দখলে নেয়। কিন্তু চতুর ভূমিদস্যু এনায়েত হোসেন নালিশী সম্পত্তি মাতাঙ্গীনি ভৌমিকের নিকট থেকে গত ১৮-০৯-১৯৬৩ তারিখে ৫২৬৮ নং ও ০৫-০৩-১৯৭০ তারিখে ২৫৮ নং এ দুটি জাল দলিল সৃষ্টি করে মালিকানা দাবি করে ট্রাইব্যুনালে মামলা দায়ের করে। নালিশী সম্পত্তি শাহজাদপুর সাব-রেজিষ্ট্রি অফিসের এখতিয়ারধীন হলেও ভূমিদস্যু এনায়েত কৌশলে ৫২৬৮ নং দলিল ময়মনসিংহ জেলার নান্দাইল সাব-রেজিষ্ট্রি অফিস এবং ২৫৮ নং দলিল পাবনা জেলার সাঁথিয়া সাব-রেজিষ্ট্রি অফিসে রেজিষ্ট্রি দেখিয়ে আদালতে দাখিল করে। দাখিলকৃত দলিল দুটি জাল ও সৃজিত মর্মে সন্দেহের সৃষ্টি হলে ২৫৮নং দলিলের যথার্থতা সম্পর্কে নিশ্চিত হবার উদ্দেশ্যে প্রতিবেদন দাখিলের জন্য পাবনা সদর সাব-রেজিষ্ট্রি অফিসকে নির্দেশ দেন। সংশ্লিষ্ট অফিস কর্তৃক প্রেরিত প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, ‘ ০৫-০৩-১৯৭০ সালে ২৫৮ নং দলিলটি সাঁথিয়া সাব-রেজিষ্ট্রি অফিসে রেজিষ্ট্রি দেখালেও উক্ত তারিখে সাঁথিয়া সাব-রেজিষ্ট্রি অফিসই তখন সৃষ্টি হয়নি। নালিশী সম্পত্তি দরখাস্তকারী এনায়েত জেনে ও বুঝে জাল জালিয়াতির মাধ্যমে দলিল তৈরি করে সরকারের দখলে থাকা মূল্যবান অর্পিত সম্পত্তি আত্মসাতের উদ্দেশ্যে প্রত্যারণার মাধ্যমে উক্ত দলিল দুটি আদালতে দাখিল করেছে- মর্মে প্রমানিত হওয়ায় ভূমিদস্যু এনায়েতের বিরুদ্ধে সংশ্লিষ্ট ধারায় ফৌজদারী মামলা দায়েরের নির্দেশ দিলে শাহজাদপুর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট হাসিবুল হকের আদালতে এনায়েতের বিরুদ্ধে ফৌজদারী মামরা দায়ের করা হলে বিজ্ঞ বিচারক ভূমিদস্যু এনায়েতের বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা জারি করে। এছাড়া দীর্ঘ ৪ বছর মামলা চলার কারণে সরকার আর্থিকভাবে ক্ষতিগ্রস্থ হওয়ায় আদালত এনায়েতকে ১ মাসের মধ্যে সরকারের অনুকূলে ট্রেজারি চালানের মাধ্যমে ১০ হাজার টাকা জমা দেয়ার নির্দেশ দেন। এ ব্যাপারে শাহজাদপুর উপজেলা আইনজীবী সমিতির সভাপতি এড. আনোয়ার হোসেন বলেন, ‘ জাল দলিল সৃষ্টিকারীর বিরুদ্ধে বিজ্ঞ আদালত যুগান্তকারী আদেশ দিয়েছেন। ’ তিনি জাল দলিল সৃষ্টিকারী এনায়েতের সর্বোচ্চ শাস্তি দাবি করেন। এড. আব্দুল আজিজ জেলহক এ আদালতের যুগান্তকারী সিদ্ধান্তের ব্যাপারে বলেন, ‘ বিচার ব্যবস্থায় আমূল পরিবর্তন এসেছে। জাল দলিল সৃষ্টিকারী এনায়েতের বিরুদ্ধে বিজ্ঞ আদালতের ওই সিদ্ধান্ত ভবিষ্যতে এ ধরনের অপরাধ হ্রাসে নিঃসন্দেহে বিশেষ ভূমিকা রাখবে। সেইসাথে ভূমি দস্যুরাও জাল দলিল সৃষ্টি করে সম্পত্তি আত্মসাতের জন্য আদালতে মিথ্যা মামলা দায়ের করতে ভয় পাবে। ’

সম্পর্কিত সংবাদ

উল্লাপাড়ায় ষাঁড়ের শিংয়ের আঘাতে গৃহবধুর মৃত্যু

অপরাধ

উল্লাপাড়ায় ষাঁড়ের শিংয়ের আঘাতে গৃহবধুর মৃত্যু

তানিম তূর্যঃ সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ষাঁড়ের শিংয়ের আঘাতে খুশি বেগম (৩২) নামে এক গৃহবধুরর মৃত্যু হয়েছে। বুধবার বিক...

শাহজাদপুরে পৌরসভা ও অগ্নিবীণা সংসদে ইফতার মাহফিল অনুষ্ঠিত

দিনের বিশেষ নিউজ

শাহজাদপুরে পৌরসভা ও অগ্নিবীণা সংসদে ইফতার মাহফিল অনুষ্ঠিত

শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি : আজ শুক্রবার শাহজাদপুর পৌরসভা ও ঐতিহ্যবাহী অরাজনৈতিক সংগঠন অগ্নিবীণা সংসদের উদ্যোগে ইফত...

উল্লাপাড়ায় নিখোঁজের ৫ ঘন্টা পর শিশুর মৃতদেহ উদ্ধার

উল্লাপাড়া

উল্লাপাড়ায় নিখোঁজের ৫ ঘন্টা পর শিশুর মৃতদেহ উদ্ধার

তানিম তূর্যঃ সিরাজগঞ্জের উল্লাপাড়ায় নিখোঁজের ৫ ঘন্টা পর পুকুর থেকে ইয়াম ইসলাম( ৮) নামের এক শিশুর মৃতদেহ উদ্ধার করেছে...

উপজেলা কাপড়ের হাট আড়ৎ মালিক সমিতির পরিচিতি সভা অনুষ্ঠিত

অর্থ-বাণিজ্য

উপজেলা কাপড়ের হাট আড়ৎ মালিক সমিতির পরিচিতি সভা অনুষ্ঠিত

শাহজাদপুর উপজেলা সংবাদদাতাঃ শাহজাদপুর উপজেলার কাপড়ের হাট আড়ৎ মালিক সমিতির নব-নির্বাচিত ক...

তাঁতের দেশে বেহাল দশা- সিরাজগঞ্জ জেলা তাঁত সমৃদ্ধ এলাকা হলেও জনজীবনে দুর্ভোগ

সিরাজগঞ্জ জেলার সংবাদ

তাঁতের দেশে বেহাল দশা- সিরাজগঞ্জ জেলা তাঁত সমৃদ্ধ এলাকা হলেও জনজীবনে দুর্ভোগ

ছোট্ট একটি চায়ের দোকান। গ্রামের মাঝপথ। চায়ের দোকানকে ঘিরে মানুষের জটলা। তাতে মানুষের মুক্ত আলোচনা। সে আলোচনায় নানা প্রসঙ...

যে কোনো মুহুর্তে ধ্বসে পড়ে প্রাণ হানীর আশংকা- জীবনের ঝুকি নিয়ে চলছে শাহজাদপুর থানার কার্যক্রম

যে কোনো মুহুর্তে ধ্বসে পড়ে প্রাণ হানীর আশংকা- জীবনের ঝুকি নিয়ে চলছে শাহজাদপুর থানার কার্যক্রম

মোঃ মুমীদুজ্জামান জাহান, শাহজাদপুর থেকেঃ শাহজাদপুর থানা ভবনটি চরম ঝুকি পূর্ণ হয়ে উঠেছে।...