মঙ্গলবার, ২৩ ডিসেম্বর ২০২৫

মোঃ মুমীদুজ্জামান জাহান, শাহজাদপুর থেকেঃ শাহজাদপুর থানা ভবনটি চরম ঝুকি পূর্ণ হয়ে উঠেছে। প্রায় ৩৪ বছর আগে ১৯৮১ সালে ১৬ কক্ষ বিশিষ্ট দ্বিতল এ ভবনটি নির্মান করা হয়। বাহিরে রংচঙে চকচকে থাকলেও পুরো ভবনটি সংস্কারের অযোগ্য হয়ে পড়েছে। এ ভবনটির নিচতলার এস আই পদ মর্যাদার পুলিশ কর্মকর্তাদের বসার দক্ষিণের কক্ষ ও আলামত সংরক্ষণকারী মালখানা কক্ষটির ছাদের একাধিক অংশে পলেস্তারা খুলে পড়ে লোহার রড বের হয়ে পড়েছে। অনেক স্থানে আবার লোহার রডও খসে খসে পড়ছে। এ অবস্থায় শাহজাদপুর থানায় কর্মরত প্রায় ৬০ জন কর্মকর্তা ও কনস্টেবল এ ভবনের ছাদের নিচে জীবনের ঝুকি নিয়ে প্রতিদিন কাজ করছে। গত ২৪ জুলাই শুক্রবার রাতে কর্মরত অবস্থায় থানার মুন্সি কনস্টেবল এনামুল হকের মাথা ও পিঠের উপর হঠাৎ ছাদের পলেস্তারা খসে পড়লে সে গুরুতর আহত হয়। তাকে আশঙ্কা জনক অবস্থায় স্থানীয় হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেয়া হয়। বর্তমানে তিনি শঙ্কা মুক্ত হয়ে ওই ঝুকিপূর্ণ স্থানে বসেই তাকে অফিসের কাজ কর্ম করতে হচ্ছে। এ ব্যাপারে কনস্টেবল এনামুল হক সহ কয়েকজন পুলিশ কর্মকর্তা জানান, বিকল্প কোন উপায় না থাকায় জীবনের ঝুকি নিয়েই এখানে বসে কাজ করতে হচ্ছে। এ ঘটনার সত্যতা স্বীকার করে শাহজদপুর থানার অফিসার ইনচার্জ রেজাউল হক, এসআই রেজাউল করিম ও এসআই শাহজাহান জানান, এ দুর্ঘটনার পর পর বিষয়টি সিরাজগঞ্জ জেলা পুলিশ সুপারকে অবহিত করা হয়েছে। পুলিশ সুপারের পক্ষ থেকে একটি তদন্ত টিম ঘটনা স্থল পরিদর্শন করে উর্ধতন কর্তৃপক্ষ বরাবর রিপোর্ট প্রেরণ করেছে। এছাড়া ঝুকি পূর্ণ এ ভবনটি ভেঙ্গে এর স্থলে নতুন ও আধুনিক মান সম্পন্ন শাহজাদপুর থানা ভবন নির্মানের দাবি জানিয়ে সংস্লিষ্ট কর্তৃপক্ষ বরাবর আবেদন করা হয়েছে। কিন্তু উর্ধ্বতন কর্তৃপক্ষ এখনো পর্যন্ত এ ব্যাপারে কোনো ব্যবস্থা না নেওয়ায় জীবনের ঝুকি নিয়েই কাজ কর্ম করতে হচ্ছে। তারা আরও জানান, একটু বৃষ্টি হলে ভবনের ছাদ ও দেওয়াল চোয়ায়ে পানি পড়ে। এতে বিভিন্ন মামলার গুরুত্বপূর্ণ আলামত ও গুরুত্বপূর্ণ নথিপত্র ভিজে নষ্ট হয়ে যাচ্ছে। ইতি মধ্যেই বহু কাজগপত্র ও আলামত নষ্ট হয়ে গেছে। এতে মামলা পরিচালনায় নানা দুর্ভোগের শিকার হতে হচ্ছে। গতকাল মঙ্গলবার দুপুরে শাহজাদপুর থানা ভবনটি সরেজমিনে পরিদর্শন করে দেখা যায়, এ ভবনের নিচ তলার সামনের প্রথম রুমটি ওয়ারলেস অপারেটর ও ডিউটি অফিসারের রুম হিসেবে ব্যবহার করা হয়। তার পাশের রুমে বসেন শাহজাদপুর থানার অফিসার ইনচার্জ। তার দক্ষিনের বড় হল রুমটির পশ্চিম অংশে বসেন ৮ জন এসআই পদমর্যাদার কর্মকর্তা এবং পূর্ব অংশে বসেন থানার মুন্সি সহ অন্যান্য কর্মচারী বৃন্দ। এর পূর্ব উত্তরের রুমটিতে ৭ জন এএসআই বসেন। এর পর শিরি ঘর পার হয়ে কম্পিউটার রুম দুটি হাজত খানা, ইন্সপেক্টর (তদন্ত) এর কক্ষ এবং তার পশ্চিমে মালখানা ও অস্ত্রাগার রয়েছে। দোতলার দুটি কক্ষ ব্যারাক হিসেবে ও একটি কক্ষ ডাইনিং রুম হিসেবে ব্যবহার করা হয়। এর প্রতিটি কক্ষই ঝুকিপূর্ণ হয়ে পড়েছে। এছাড়া ছাদের বিভিন্ন অংশের পলেস্তারা খসে পড়েছে এবং দেওয়াল ড্যাম হয়ে গেছে। ফলে একটু ঝড় বৃষ্টি হলেই সেখান দিয়ে পানি চোয়ায়ে পড়ে। এতে থানার কাজ কর্ম চরম ভাবে ব্যহত হচ্ছে। এতে থানায় আগত সেবা প্রত্যাশিরা চাহিদা অনুযায়ী থানা থেকে সেবা না পেয়ে চরম দুর্ভোগ ও হয়রানির শিকার হচ্ছে। অপর দিকে শাহজাদপুর উপজেলার পৌরসদর সহ ১৩টি ইউনিয়নের প্রায় ৭ লাখ মানুষ এ কারণে এ থানা থেকে প্রত্যাশা অনুযায়ী যথাযথ সেবা পাচ্ছে না। ফলে ভেঙ্গে পড়েছে এ থানার সেবার মান। অপর দিকে শাহজাদপুর থানায় কর্মরত পুলিশ কর্মকর্তা-কর্মচারীদের যথাযথ জনসেবা প্রদানে হিমসিম খেতে হচ্ছে। এছাড়া এ থানার ৭টি আবাসিক ভবনও বসবাসের অনুপযোগী হয়ে পড়েছে। তারপড়েও জীবনের ঝুকি জেনেও পুলিশ কর্মকর্তারা স্ত্রী, সন্তানদের নিয়ে নিরুপায় হয়ে বসবাস করছে। ফলে শাহজাদপুর থানা ভবন ও থানার কোয়াটার গুলো যে কোন মুহুর্তে ধ্বসে পড়ে বড় ধরণের দুর্ঘটনা ও প্রাণহানীর আশংকায় আতংকিত হয়ে মানবেতর জীবন-যাপন করছে। তারা অবিলম্বে থানা ভবন ও কোয়াটার গুলো ভেঙ্গে নতুন ভবন নির্মানের জোর দাবী জানিয়েছেন।

সম্পর্কিত সংবাদ

শাহজাদপুরে গভীর রাতে বাড়ী থেকে ননদ-ভাবী উধাও।। এলাকায় তোলপাড়।।

শাহজাদপুর

শাহজাদপুরে গভীর রাতে বাড়ী থেকে ননদ-ভাবী উধাও।। এলাকায় তোলপাড়।।

সিরাজগঞ্জের শাহজাদপুরের বেলতৈল ইউনিয়নের সাতবাড়িয়া উত্তরপাড়া গ্রামে গভীররাতে বাড়ী থেকে নন...

গনশুনানির সাফল্য অর্জনের লক্ষ্যে সাংবাদিকদের সাথে দূদকের মত বিনিময়

আইন-আদালত

গনশুনানির সাফল্য অর্জনের লক্ষ্যে সাংবাদিকদের সাথে দূদকের মত বিনিময়

শাহজাদপুরের বাঘাবাড়ী বিদ্যুৎ কেন্দ্রে দীর্ঘদিন ধরে বিদ্যুৎ উৎপাদন বন্ধ!

অর্থ-বাণিজ্য

শাহজাদপুরের বাঘাবাড়ী বিদ্যুৎ কেন্দ্রে দীর্ঘদিন ধরে বিদ্যুৎ উৎপাদন বন্ধ!

এম এ হান্নান শেখঃ সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার বাঘাবাড়ী নৌবন্দরের পূর্ব পাশে অবস্থিত পিডিবির ৩টি ও বেসরকারি ১টি মিলে মো...

উত্তরবঙ্গ ট্যাংকলরি শ্রমিক ইউনিয়নের ১ শ্রমিককে কুপিয়ে হত্যা

অপরাধ

উত্তরবঙ্গ ট্যাংকলরি শ্রমিক ইউনিয়নের ১ শ্রমিককে কুপিয়ে হত্যা

শামছুর রহমান শিশির : সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার পোতাজিয়া ইউনিয়নের আলোকদিয়ার দক্ষিণপাড়া মহল্লায় মঙ্গলবার রাতে তুচ্ছ ঘট...

সাংবাদিক শিমুল হত্যাকারীদের শাস্তির আহ্বানে আন্তর্জাতিক সাংবাদিক সংগঠন সিপিজে ও আইএফজের বিবৃতি

আন্তর্জাতিক

সাংবাদিক শিমুল হত্যাকারীদের শাস্তির আহ্বানে আন্তর্জাতিক সাংবাদিক সংগঠন সিপিজে ও আইএফজের বিবৃতি

বিশেষ প্রতিেবেদক : সিরাজগঞ্জের শাহজাদপুরে পৌর মেয়রের শর্টগানের গুলিতে সমকাল সাংবাদিক আব্দুল হাকিম শিমুল নিহত হওয়ার ঘটনার...

মিষ্টান্ননগরী  সিরাজগঞ্জের শাহজাদপুর

শাহজাদপুর

মিষ্টান্ননগরী সিরাজগঞ্জের শাহজাদপুর

শাহজাদপুরে ছোট-বড় অনেক জমিদার ছিল। বিভিন্ন উৎসব-পূজা-পার্বণে তারা প্রজাদের নিমন্ত্রণ করে পেটপুরে মিষ্টি খাওয়াতেন। তারা ব...