শুক্রবার, ০২ মে ২০২৫
শাহজাদপুর উপজেলার পোতাজিয়া ইউনিয়ন পরিষদের আসন্ন নির্বাচনে শাহজাদপুর উপজেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক আলহাজ্ব শেখ মোঃ রাসেলকে চেয়ারম্যান পদে নৌকা প্রতীকে দলীয় মনোনয়ন দেয়ার দাবীতে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১ এপ্রিল) রাতে উপজেলার দিলরুবা বাসস্ট্যান্ড সংলগ্ন শেখ মোঃ রাসেলের নিজস্ব কার্যালয়ে পোতাজিয়া ইউনিয়নের মাদলা-কাকিলামারী গ্রামবাসীর উদ্যোগে অনুষ্ঠিত মতবিনিময় সভায় বক্তারা এ দাবী জানান। গ্রাম প্রধান ছলিম মেম্বারের (সাবেক) সভাপতিত্বে অনুষ্ঠিত এ মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, চেয়ারম্যানের পদে নৌকা প্রতীকে দলীয় মনোনয়ন প্রত্যাশী উপজেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক আলহাজ্ব শেখ মোঃ রাসেল, উপজেলা আওয়ামী লীগ নেতা মহির উদ্দিন শেখ, সাইফুল ইসলাম, গ্রাম প্রধান রহিম শিকদার, মোকছেদ প্রামানিক, মাওলানা ছাইফুদ্দিন এহিয়া ডিগ্রি কলেজের অধ্যক্ষ (ভারঃ) আব্দুল মতিন, পোতাজিয়া ইউনিয়ন আ.লীগের সহ-সভাপতি চান্নু শিকদার,ইউনিয়ন যুবলীগের সাবেক সাধারন সম্পাদক শাহজাহান আকন্দ, ছোলাই মেম্বার (সাবেক), মোয়াজ্জেম হোসেন তারা, গণি খাঁ, মোক্তার সরদার, মেম্বর প্রার্থী জামাত আলী সরদার প্রমূখ। বক্তারা বলেন, 'আলহাজ্ব হাসিবুর রহমান স্বপন এমপি মহোদয়ের নির্দেশনায় উপজেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক আলহাজ্ব শেখ মো: রাসেল দীর্ঘদিন ধরে দলের ও এলাকাবাসীর খেদমতে আত্মনিবেদিত প্রাণ হিসেবে দক্ষতা ও সফলতার সাথে কাজ করে চলেছেন। আসন্ন পোতাজিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে তাকে নৌকা প্রতীকে দলীয় মনোনয়ন দেয়া হলে বিপুল ভোটে বিজয়ী হয়ে একইভাবে তিনি পোতাজিয়া ইউনিয়নবাসীর কল্যাণে, ভাগ্যোন্নয়নে কাজ করে যাবেন বলে আমরা বিশ্বাস করি। তাই এলাকাবাসীর পক্ষ থেকে সৎ, যোগ্য ও আদর্শবান তরুন মুজিব সৈনিক আলহাজ্ব শেখ মোঃ রাসেলকে নৌকা প্রতীকে দলীয় মনোনয়ন দেবার জোর দাবি জানাচ্ছি।' অপরদিকে, চেয়ারম্যান পদে নৌকা প্রতীকের মনোনয়ন প্রত্যাশী আলহাজ্ব শেখ মোঃ রাসেল জানান, 'আসন্ন পোতাজিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকা প্রতীকে দলীয় মনোনয়ন দেয়া হলে বিপুল ভোটে জয়ী হয়ে তিনি পোতাজিয়া ইউনিয়ন কে একটি আধুনিক, উন্নত ও মডেল ইউনিয়নে রূপ দেবেন এবং ইউনিয়নবাসীর ভাগ্যেন্নয়নে ও কল্যাণে কাজ করে যাবেন। এজন্য দলীয় নেতাকর্মীসহ সকলের দোয়া, ভালোবাসা ও সহযোগীতা তিনি কামনা করেন।' উক্ত মতবিনিময় সভায় উপজেলা ও পোতাজিয়া ইউনিয়ন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী, সমর্থকেরা ছাড়াও মাদলা-কাকিলামারি গ্রামের অসংখ্য সাধারন জনগণ উপস্থিত ছিলেন।

সম্পর্কিত সংবাদ

শাহজাদপুরে পরকীয়ার জেরে স্ত্রীকে হত্যার অভিযোগ!

অপরাধ

শাহজাদপুরে পরকীয়ার জেরে স্ত্রীকে হত্যার অভিযোগ!

শাহজাদপুরে হাসি খাতুন (২৩) নামের এক গৃহবধূকে শ্বাসরোধ করে হত্যার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। রবিবার বেলা ১১টার দিকে ন...

শাহজাদপুরে সরকারি গাছ বিক্রি করে ঋণের দায় শোধ স্কুল দপ্তরির!

অপরাধ

শাহজাদপুরে সরকারি গাছ বিক্রি করে ঋণের দায় শোধ স্কুল দপ্তরির!

শাহজাদপুরে ঋণের টাকা পরিশোধে ব্যর্থ হয়ে পাওয়ানাদারকে সরকারি ক্যানেলের ৫০টি সরকারি গাছ বিক্রি করে টাকা নিতে বলেছেন

রবীন্দ্র অনুরাগী ভক্তের মিলনকেন্দ্র কবিগুরুর কাছারিবাড়ি

দিনের বিশেষ নিউজ

রবীন্দ্র অনুরাগী ভক্তের মিলনকেন্দ্র কবিগুরুর কাছারিবাড়ি

সিরাজগঞ্জ জেলার দুগ্ধশিল্প ও তাঁতসমৃদ্ধ শাহজাদপুর উপজেলার প্রাণকেন্দ্র দ্বারিয়াপুরে অবস্থিত উত্তরাঞ্চলের সর্ববৃহৎ