শুক্রবার, ০২ মে ২০২৫

শাহজাদপুর প্রতিনিধিঃ দিনব্যাপী বর্নাঢ্য আয়োজন ও নানা কর্মসূচীর মধ্য দিয়ে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ৭৪তম মহা প্রয়াণ দিবস শাহজাদপুরের কবিগুরুর রবীন্দ্র কাছারিবাড়ী মিলনায়তনে গতাকাল বৃহস্পতিবার অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, শাহজাদপুর উপজেলা চেয়ারম্যান মো. আজাদ রহমান। সকালে চিত্রাংকণ ও রচনা প্রতিযোগীতার মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা করা হয়। এর পর সকালে অনুষ্ঠিত হয় কবিতা আবৃত্তি, নৃত্য, নাটক ও সঙ্গীতানুষ্ঠানের। এতে অংশগ্রহণ করে শাহজাদপুর উপজেলার প্রায় ৪টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষাথীরা। সন্ধ্যায় অনুষ্ঠিত আলোচনা সভায় শাহজাদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীম আহমেদের সভাপতিত্বে অলোচনায় অংশগ্রহণ করেন, রবীন্দ্র গবেষক নাসিম উদ্দিন মালিথা, উপজেলা ভাইস চেয়ারম্যান মুস্তাক আহম্মেদ, মহিলা ভাইস চেয়ারম্যান এলিজা পারভীন প্রমুখ। আলোচনাসভা ও পুরস্কার বিতরণী শেষে শাহজাদপুর সম্মিলিত সাংস্কৃতিক জোটের শিল্পীদের পরিবেশনায় মনোজ্ঞ রবীন্দ্র সংঙ্গীতানুষ্ঠান পরিবেশন করা হয়।

সম্পর্কিত সংবাদ

আজ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৫৫ তম জন্মবার্ষিকী

জাতীয়

আজ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৫৫ তম জন্মবার্ষিকী

ঈদ ফ্যাশানে শাহজাদপুরের তাঁতের শাড়ী দেশে ব্যাপক সাড়া জাগিয়েছে!

অর্থ-বাণিজ্য

ঈদ ফ্যাশানে শাহজাদপুরের তাঁতের শাড়ী দেশে ব্যাপক সাড়া জাগিয়েছে!