শাহজাদপুর প্রতিনিধি: গত বৃহস্পতিবার রাতে শাহজাদপুর উপজেলার সরকারী কলেজের পশ্চিম গেট সংলগ্ন পৌর মার্কেটের দ্বিতীয় গলির রতন ও মানিকের অবৈধ বাংলা মদের দোকানে বোমা হামলার ঘটনা ঘটেছে। এ সময় বিকট শব্দে বোমাটি বিষ্ফোরিত হলে আশে পাশের দোকানদারেরা আতংকে দোকান বন্ধ করে এলাকা ত্যাগ করে। খবর পেয়ে শাহজাদপুর থানার অফিসার ইনচার্জ হাসান শামীম ইকবাল একদল পুলিশ নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন। ঘটনাস্থল থেকে বোমার স্প্রিন্টার হিসাবে টিনের জর্দার কৌটা সদৃশ বস্তুু উদ্ধার করে। এ ঘটনায় ২৪ ঘন্টা পেড়িয়ে গেলেও পুলিশ কাউকে গ্রেফতার করতে পারেনি। আশে পাশের দোকানদার ও প্রত্যক্ষদর্শীরা জানায় রাত সাড়ে সাতটার দিকে দ্বাড়িয়াপুর মহল্লার জনৈক যুবক রতন ও মানিকের কাছে বাংলামদ কেনার সময় দাম কম দেয়ায় তাদের মধ্যে বাকবিতন্ডা ঘটে। এর কিছুক্ষণ পর ঐ যুবক দ্বিতীয় দফা বাংলামদ কিনতে এল দু’জনের মধ্যে ধস্তাধস্তি হয়। এ ঘটনায় ক্ষুব্ধ হয়ে ঐ যুবক তার দলবল নিয়ে রতন ও মানিকের মদের দোকানে হামলা চালায় এবং বোমা বিস্ফোরণ ঘটায়। এ সময় ঐ এলাকায় ব্যবসায়ীদের মাঝে চরম আতংক ছড়িয়ে পরে। ব্যবসায়ীরা দ্রুত দোকানপাট বন্ধ করে নিরাপদ স্থানে চলে যায়। এ সুযোগে রতন-মানিক তাদের মদের দোকান থেকে দ্রুত বাংলা মদের ড্রাম, গ্যালোন ও প্যাকেটজাতকৃত মদ সড়িয়ে ফেলে। আশেপাশের ব্যবসায়ীরা জানান, ১৯৯৬ সালে এ মার্কেট চালু হওয়ার পর থেকে রতন ও মানিক পিতা-পুত্রদ্বয় এ মার্কেটের পশ্চিম পাশ থেকে ১ নম্বর গলির ৫ টি কক্ষ ও ২ নম্বর গলির শাকিলের চায়ের দোকানের সামনের ৩ টি কক্ষে বাংলামদ মজুদ করে মজো, স্প্রিরিট ও ম্যাটাডোর কলমের এজেন্সির অন্তড়ালে মদ বিক্রি করছে। প্রায় অর্ধ শতাধিক ভ্রাম্যমান প্রতিনিধির মাধ্যমে শাহজাদপুর পৌর এলাকার ১০ টি পয়েন্টসহ উপজেলার প্রত্যন্ত অঞ্চলের হাটবাজার ও গ্রামগুলোতে প্রকাশ্যে বাংলামদ ও ইয়াবা ট্যাবলেট বিক্রি করছে। তারা মদপানের পারমিট নিয়ে স্থানীয় প্রশাসনকে মোটা অংকের অর্থের বিনিময়ে ম্যানেজ করে পাবনা জেলা বিএনপির সাধারন সম্পাদক হাবিবুর রহমান তোতার বেড়া বাজারে অবস্থিত মদের দোকান থেকে এবং তার ভাই শফিকুর রহমানের উল্লাপাড়া এবং লাহিড়ী মোহনপুরের মদের দোকান থেকে এ সব বাংলামদ অবৈধভাবে আমদানি করে বিক্রী করছে। বোমা বিষ্ফোরণের পরপরই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করলেও রহস্য জনক কারনে এ দোকান থেকে অবৈধ বাংলামদ জব্দ ও এ ব্যবসার সাথে জড়িত রতন মানিককে গ্রেফতার না করে ছেড়ে দিয়েছেন। এতে শাহজাদপুরে পুলিশের ভূমিকা নিয়ে নানা প্রশ্ন দেখা দিয়েছে। এ ছাড়া ব্যবসায়ী মহলের মধ্যেও চরম ক্ষোভ ও অসন্তোষ দেখা দিয়েছে। অনুসন্ধানে জানাযায়, রতন মানিক মনিরামপুরের তোফা, দ্বারিয়াপুরের রউফ,মহাদেব কুন্ডু, বিসিক বাস ষ্ঠ্যান্ডের পুরাতন এলএসডি গুদাম এলাকায় মুছা, কান্দাপাড়া ও দিলরুবা বাসষ্ট্যান্ড মোড়ে বদি, খঞ্জন দিয়ার প্রগতি ক্লাব ও বিসিক বাসষ্ঠ্যান্ড এলাকায় রজব ও আনোয়ারকে দিয়ে বাংলামদ ও ইয়াবা ট্যাবলেট বিক্রি করছে। মদ ও ইয়াবা বিক্রির দায়ে মানিক ও রতনের নামে থানায় পূর্বেরএকাধিক মামলা রয়েছে । এ ব্যাপারে শাহজাদপুর থানার অফিসার ইনচার্জ হাসান শামীম ইকবাল জানান, বোমা বিষ্ফোরণস্থল পরিদর্শন করলেও মদ বিক্রির বিষয়টি তাদের জানা নেই।এ ঘটনায় এখন পর্যন্ত কোন মামলা দায়ের হয়নি। ফলে কাউকে গ্রেফতার করা যায়নি। এব্যপারে জিজ্ঞাসা করা হলে শাহজাদপুর উপজেলা মাদক নিয়ন্ত্রন অধিদপ্তরের ইন্সপেক্টর ইলিয়াস আলী জানান, পৌর মার্কেটে মদ বিক্রির বিষয়টি তার জানা নেই। এমনকি মদের দোকানে বোমা হামলার ঘটনাটিও তিনি জানেন না । মদের দোকানে বোমা হামলার ঘটনায় শাহজাদপুরে ব্যপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।
সম্পর্কিত সংবাদ
শাহজাদপুরে যমুনার চরে গমের বাম্পার ফলন
শামছুর রহমান শিশির, শাহজাদপুর থেকে : আজ মঙ্গলবার সিরাজগঞ্জের শাহজাদপুরে সংঘটিত দেশ-বিদেশে বহুল আলোচিত ও চাঞ্চল্যকর দৈনিক... অনলাইন ডেস্কঃ সিরাজগঞ্জের ছয়টি পৌরসভা নির্বাচনে মেয়র পদে বিএনপি দলীয় প্রার্থীদের মনোনয়ন... একই দিনে এক বিয়ে করে দ্বিতীয় বিয়ের করার উদ্দেশ্যে বরযাত্রী নিয়ে খুলনায় গেল যুবক। শুনতে আজব মনে হলেও সোমবার (১৭মে) এ রকমই...
আইন-আদালত
৪২ দিন পর সাংবাদিক শিমুল হত্যা মামলার চার্জশীট আমলে নিলেন আদালত
রাজনীতি
সিরাজগঞ্জে পৌর নির্বাচনে বিএনপি’র ৬ প্রার্থী চূড়ান্ত
জীবনজাপন
কোঁকড়া চুলের সহজ সুন্দর লুক
শাহজাদপুর
একই দিনে প্রেমিকাকে বিয়ে করেই খুলনায় দ্বিতীয় বিয়ে করতে গেল যুবক
জাতীয়
খাদ্য উৎপাদনের ধারা অব্যাহত রাখতে চেষ্টা চলছে: কৃষিমন্ত্রী
