রবিবার, ২৮ এপ্রিল ২০২৪
aa স্থানীয় সংবাদদাতাঃ শাহজাদপুরের দেড় শতাধিক স্বর্ণ ও জুয়েলারীর দোকানে অবৈধভাবে ও প্রকাশ্যে বিক্রি হচ্ছে স্বর্ণের বার ও গোছা গোছা স্বর্ণের চেইন। প্রশাসনের এদিকে নজর না থাকায় জুয়েলারী ব্যবসায়ীরা রাতারাতি কোটি কোটি টাকার মালিক বনে গেছে। এক সময়ে তাদের কিছুই ছিল না। এখন তারা ধনকুবের। গত  ১০ থেকে ১৫ বছরে তারা ১০ থেকে ১৫ কোটি টাকার মালিক হয়েছে। গত বৃহস্পতিবার ঢাকার পুরানা পল্টন থেকে চার বস্তা দেশি-বিদেশি টাকা ও ৬১ কেজি সোনা উদ্ধার ও মোহাম্মদ আলী নামের এক ব্যক্তিকে গ্রেফতার ও সিরাজগঞ্জ সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান রিয়জ উদ্দিনের নাম উঠে আশার পর থেকে শাহজাদপুরের এসব অবৈধ স্বর্ণ ব্যবসায়ীদের মধ্যে এক রকম গেফতার অভিযান আতংক বিরাজ করছে। জানা গেছে, শাহজাদপুরের এ সকল ধর্নাঢ্য স্বর্ণ ব্যবসায়ীদের সাথে ঢাকার মোহাম্মদ আলী ও সিরাজগঞ্জ সদর উপজেলা চেয়ারম্যান রিয়াজ উদ্দিন সহ ঢাকার অনেক অবৈধ স্বর্ণ ব্যবসায়ীর সখ্যতা রয়েছে। এদের কাছ থেকে শাহজাদপুরের স্বর্ণ ব্যবসায়ীরা স্বর্ণের বার ও চেইন কিনে এনে শাহজাদপুরে বিক্রি করে থাকে। এ কারণে শাহজাদপুরের স্বর্ণ ব্যাবসায়ীদের মধ্যে এ গেফতার অভিযান ও আতংক দেখা দিয়েছে। এ আতংকে তারা সাপ্তাহিক ছুটি ও শীতের প্রকপের অজুহাতে দোকান পাট বন্ধ রেখে গাঁ ঢাকা দিয়েছে। জানা গেছে, শাহজাদপুর উপজেলার পৌর সদর সহ ১৩টি ইউনিয়নের গুরুত্বপূর্ণ স্থান ও বাজার এলাকায় দেড় শতাধিক স্বর্ণ ও জুয়েলারী ব্যবসার দোকান রয়েছে। এদের মধ্যে প্রায় ৬০টি জুয়েলারী দোকান পৌর এলাকার মনিরামপুর বাজারে অবস্থিত। এদের মধ্যে ২০ থেকে ২৫ জনের পুরাতন স্বর্ণের গহনা তৈরীর ডিসি অনুমোদন রয়েছে। বাকিদের কারোই ডিসি অনুমোদন নেই। এমনকি উপজেলার কোন স্বর্ণ ও জুয়েলারী ব্যবসায়ীর নতুন স্বর্ণের বার ও চেইন বিক্রির কোন অনুুমোদন নেই। অথচ মনিরামপুর বাজারের অধিকাংশ জুয়েলারী দোকানদার গোছা গোছা সৌদি ও সিঙ্গাপুরী স্বর্ণের চেইন বিক্রি করছে। ক্রেতারা এলে প্রতিটি দোকানদার ২ থেকে ৩ গোছা করে চেইন ক্রেতাকে দেখাচ্ছে। এক এক গোছায় ১৫ থেকে ২০ তোলা করে স্বর্ণ রয়েছে বলে জানা গেছে। এছাড়া নতুন স্বর্ণ, স্বর্ণের বার ও চেইন বিক্রির কোন অনুমোদন না থাকলেও প্রতি মাসে তারা ঢাকা থেকে অবৈধ ভাবে ৫ থেকে ৬ কেজি করে নতুন স্বর্ণের বার ও চেইন এনে অনেকটা প্রকাশ্যেই বিক্রি করছে। ফলে শাহজাদপুরের অর্ধ শতাধিক স্বর্ণ ব্যবসায়ী রাতারাতি ১০ থেকে ১৫ কোটি টাকার সম্পদের মালিক হয়ে গেছে। জানা গেছে এরা সবাই অবৈধ পথে এসব স্বর্ণ আমদানী করে বিক্রি করছে। এদের বাড়ী ঘরে অভিযান চালিয়ে তল্লাশী করা হলে কোটি কোটি টাকা অবৈধ স্বর্ণের বার ও চেইন উদ্ধার করা সম্ভব হবে বলে এলাকাবাসী জানিয়েছে। এলাকাবাসীর আরও ধারণা, শাহজাদপুরের স্বর্ণ ব্যবসায়ীরা  ঢাকার মোহাম্মদ আলীর মতো অবৈধ স্বর্ণ ব্যবসায়ীদের কাছ থেকেই স্বর্ণের বার ও চেইন এনে বিক্রি করে রাতারাতি এতো অঢেল টাকার মালিক হয়েছে। তাই মোহাম্মদ আলী গেফতার হওয়ায় তারা আতংকিত হয়ে হয়ে পড়েছে। একটি সূত্র জানিয়েছে স্থানীয় পুলিশ প্রসাশনকে উৎকোচের বিনিময়ে ম্যানেজ করে তারা প্রকাশ্যেই এ অবৈধ ব্যবসা করে আসছে। তাদের নাটের গুরু ধরা পরায় তারা আতংকিত হয়ে অরেকটাই গাঁ ঢাকা দিয়ে চলছে। এ দিকে গেফতারকৃত মোহাম্মদ আলী ডিবি পুলিশকে স্বর্ণের মালিক সিরাজগঞ্জ সদর উপজেলা চেয়ারম্যান রিয়াজ উদ্দিনের নাম উল্লেখ করায় শাহজাদপুর সহ সিরাজগঞ্জের সর্বত্র নানা গুঞ্জন ও চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। এ ব্যপারে এলাকাবাসী পুলিশের উচ্চ পদস্থ কর্মকর্তাদের হস্তক্ষেপ কামনা করেছে। এ ব্যাপারে শাহজাদপুর উপজেলা নির্বাহী অফিসার শামীম আহমেদের দৃষ্টি আকর্ষণ করা হলে তিনি বলেন অচিরেই শাহজাদপুরের অবৈধ স্বর্ণের বার ও চেইন বিক্রির জুয়েলারী দোকান গুলোতে অভিযান চালিয়ে ভ্রাম্যমান আদলত পরিচালনা করা হবে। এ অভিযানে অবৈধ স্বর্ণের বার ও চেইন বিক্রির প্রমাণ পাওয়া গেলে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে জেল জরিমানা করা হবে।

সম্পর্কিত সংবাদ

বজ্রপাতে চিরতরে ঝরে গেলো এক ক্রিকেট প্রেমির স্বপ্ন ও প্রাণ

জানা-অজানা

বজ্রপাতে চিরতরে ঝরে গেলো এক ক্রিকেট প্রেমির স্বপ্ন ও প্রাণ

শামছুর রহমান শিশির : মৃত্যু বিধাতার অমোঘ এক বিধি। দু'দিন আগে পরে সবাইককে মৃত্যুর তেতো অনিবার্য স্বাদ গ্রহণ করতে হবে। তবে...

উল্লাপাড়ায় অগ্নিকান্ডে গৃহবধুর মৃত্যু

উল্লাপাড়া

উল্লাপাড়ায় অগ্নিকান্ডে গৃহবধুর মৃত্যু

তানিম তূর্যঃ সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ভয়াবহ অগ্নিকান্ডে ফাতেমা বেগম (৫৫) নামে এক গৃহবধুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার ভোর রাতে উ...

দুধের দাম কমানোয় খামারীরা দিশেহারা

মিল্কভিটা

দুধের দাম কমানোয় খামারীরা দিশেহারা

বাংলাদেশ দুগ্ধ উৎপাদন কারী সমবায় ইউনিয়ন (মিল্কভিটা) গত পহেলা ফেব্রুয়ারী থেকে খামারীদের ন...

জোর করে উপবৃত্তির টাকা কেটে নেবার জেরে প্রধান শিক্ষক ও সভাপতির উপর হামলা মারপিট, আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

শিক্ষাঙ্গন

জোর করে উপবৃত্তির টাকা কেটে নেবার জেরে প্রধান শিক্ষক ও সভাপতির উপর হামলা মারপিট, আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

উল্লাপাড়া প্রতিনিধিঃ শিক্ষার্থীদের নিকট থেকে জোর করে উপবৃত্তির টাকা কেটে নেওয়া ও এর প্রত...

নতুন নিয়মে ৩৫তম বিসিএস প্রিলিমিনারি

শিক্ষাঙ্গন

নতুন নিয়মে ৩৫তম বিসিএস প্রিলিমিনারি

চলে গেলেন কিংবদন্তি কার্টুনিস্ট ‘চাচা চৌধুরী’