বুধবার, ০৫ নভেম্বর ২০২৫

অতিরিক্ত ভাড়া আদায় বেপরোয়া চলাচল ও যাত্রী হয়রানীর স্বীকার

04.03.15 শাহজাদপুর প্রতিনিধিঃ শাহজাদপুর উপজেলার থানারঘাট করতোয়া ব্রীজের পূর্বপাড় থেকে পূর্বাঞ্চলের খুকনি, কেজির মোড়, কৈজুরী, পোরজনা ও জামিরতা সড়কে চলাচলকারী সিএনজি চালিত অটোটেম্পুর চালকদের বেপরোয়া চলাচল ও অতিরিক্ত ভাড়া আদায়ে যাত্রীরা তাদের হাতে জিম্মি হয়ে পড়েছে। এ সড়কগুলিতে চলাচলকারী ভুক্তভোগি যাত্রীদের কাছ থেকে জানা গেছে, করতোয়া ব্রীজের পূর্বপাড় থেকে খুকনির দূরত্ব ৬ কিলোমিটারের ভাড়া ৩০ টাকা, কেজিরমোড়ের দূরত্ব ১০ কিলোমিটারের ভাড়া ৪০ টাকা, কৈজুরীর দূরত্ব ৮ কিলোমিটারের ভাড়া ২৫ টাকা, পোরজনার দূরত্ব ৬ কিলোমিটারের ভাড়া ১০ টাকা এবং জামিরতার দূরত্ব ১০ কিলোমিটারের ভাড়া ২০ টাকা আদায় করা হচ্ছে। পোরজনা ও জামিরতার ভাড়া সহনীয় হলেও চালকেরা খুকনি,কেজিরমোড় ও কৈজুরী সড়কের ভাড়া যাত্রীদের কাছ থেকে অস্বাভাবিক হারে আদায় করছে । এছাড়া শাহজাদপুরের কাপড়ের হাটের ২ দিন শনিবার ও বুধবার এবং সন্ধ্যার পরে যাত্রীদের কাছ থেকে অধিকহারে ভাড়া আদায় করা হয়। এতে যাত্রীরা আর্থিক লোকসানের পাশাপাশি চালকদের হাতে নানাভাবে হয়রানির স্বীকার হচ্ছে। ভাড়া নিয়ে কোন যাত্রী কথা বললে চালকেরা জোট বেধে তাকে মারপিট করে হয়রানি করছে। ফলে এর প্রতিবাদ করতে কেউ সাহস পাচ্ছেনা । ২/১ জন যাত্রী সাহস করে এর প্রতিবাদ করলে উল্টো চালকদের হাতে লাঞ্ছিত ও মারপিটের স্বীকার হচ্ছে। অপরদিকে এসব সড়কের অধিকাংশ স্থানে পিচ,পাথর,খোয়া উঠে বড় বড় গর্তের সৃষ্টি হয়ে এ সড়কের অবস্থা অত্যান্ত নাজুক ও ঝুঁকিপূর্ণ হলেও চালকদের উচ্চগতিতে বেপরোয়া চলাচলে এ সব সড়কে ঘটছে অহরহ দূর্ঘটনা। অপরদিকে সিএনজির চাকা স্প্রিরিং পাতি ও খুচরা যন্ত্রাংশ ভেঙ্গে নষ্ট হয়ে ২/১ বছরের মধ্যেই এসব সিএনজি চলাচলের অনুপযোগী হয়ে পরছে। এতে সিএনজি মালিকদেরও চরম লোকসান গুনতে হচ্ছে। খোজ নিয়ে জানা গেছে থানারঘাট করতোয়া ব্রীজ থেকে এ সব সড়কে প্রতিদিন ২৫০ টি সিএনজি চালিত অটোটেম্পু চলাচল করে থাকে। এ সব সিএনজি’র ৬০ ভাগ চালকেরই বৈধ ড্রাইভিং লাইসেন্স নেই। এরা শুধু মাত্র শ্রমিক সমিতির সদস্য হয়ে সম্পূর্ণ অবৈধভাবে এসব টেম্পু চালাচ্ছে। এদের মধ্যে অনেক মালিক নিজেই টেম্পু চালানোর ফলে তারা ড্রাইভিং লাইসেন্স নেওয়ার প্রয়োজনই বোধ করছেন না। ফলে ড্রাইভিং লাইসেন্স ছাড়াই চালকেরা এসব সড়কে অহরহ চলাচল করছে। খোজ নিয়ে জানা গেছে লাইসেন্স বিহীন চালকের অধিকাংশই এক সময় থানারঘাট খেয়া ঘাটের নৌকার মাঝি, ট্রাক্টর, ট্রলি, নছিমন, করিমন চালক ও ভবঘুরে ও বখাটে বেকার যুবক ছিলেন।এসব সড়কে সিএনজি টেম্পু চলাচল শুরু হওয়ার সুবাদে কোনরূপ প্রশিক্ষণ ও ড্রাইভিং লাইসেন্স ছাড়াই এসব সিএনজি টেম্পুর চালক হয়ে গেছেন। ফলে এর বেপরোয়া ও সংঘবদ্ধ ভাবে এরা যাত্রীদের সাথে দুর্ব্যবহার ও হয়রানী করায় শাহজাদপুর উপজেলার পূর্বাঞ্চলের খুকনি,কৈজুরী,সোনাতনী,জালালপুর,পোরজনা ও গালা ইউনিয়ন এবং বেলকুচি ও চৌহলি উপজেলার ২ লাখ মানুষ এ সব লাইসেন্স বিহীন চালকদের হাতে জিম্মি হয়ে পরেছে। তারা এ ব্যাপারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করে অবিলম্বে এর প্রতিকারের জোর দাবি জানিয়েছেন। এছাড়া এসব সিএনজি চালক করতোয়া সেতুর উপর সিএনজি টেম্পু অবৈধভাবে দ্বার করিয়ে রাখায় সেতুটি ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। অপরদিকে সেতুর পূর্বপাড়ের সড়ক জুড়ে টেম্পু এলোমেলো ভাবে রাখায় প্রায়ই যানজোটের সৃষ্টি হয় এবং সড়ক দুর্ঘটনা ঘটে। এর কোন প্রতিকার না থাকায় এলাকাবাসী এ সড়ক দিয়ে চলাচলে দূর্ভোগ পোহাচ্ছে। এ ব্যাপারে শাহজাদপুরের পরিবহন শ্রমিক সংগঠনের সহ সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম জানান,লাইসেন্স বিহীন চালকদের অনেকেরই লাইসেন্সের জন্য আবেদন করা আছে। বাকীরাও অচিরেই আবেদন করবেন। যাত্রী হয়রানির বিষয়ে তিনি বলেন,এ ব্যাপারে চালকদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। অপর দিকে শাহজাদপুর অটোটেম্পুর মালিক সমিতির সভাপতি ইলিমগীর মাসুদ জেম ও সাধারণ সম্পাদক পান্না লোদী এ ব্যাপারে বলেন,যাত্রী হয়রানী ও উচ্চ হারে ভাড়া রোধে তারা অচিরেই পদক্ষেপ নিবেন। এ ব্যাপারে শাহজাদপুর উপজেলা নির্বাহী অফিসার শামীম আহমেদ ও শাহজাদপুর অফিসার ইনচার্জ শাহাবুদ্দিন খলিফা বলেন,অচিরেই ভ্রাম্যমান আদালত পরিচালনা করে লাইসেন্স বিহীন চালকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এ ছাড়া উচ্চ হারে ভাড়া আদায় ও যাত্রী হয়রানী রোধেও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

সম্পর্কিত সংবাদ

সিরাজগঞ্জে পৌর নির্বাচনে বিএনপি’র ৬ প্রার্থী চূড়ান্ত

রাজনীতি

সিরাজগঞ্জে পৌর নির্বাচনে বিএনপি’র ৬ প্রার্থী চূড়ান্ত

অনলাইন ডেস্কঃ সিরাজগঞ্জের ছয়টি পৌরসভা নির্বাচনে মেয়র পদে বিএনপি দলীয় প্রার্থীদের মনোনয়ন...

কাল তৃতীয় বৈঠকে বসছে মস্কো-কিয়েভ

আন্তর্জাতিক

কাল তৃতীয় বৈঠকে বসছে মস্কো-কিয়েভ

রাশিয়া ও ইউক্রেনের প্রতিনিধিদল সোমবার (৭ মার্চ) তৃতীয় দফায় বৈঠকে বসতে যাচ্ছে। ইউক্রেনে রক্তাক্ত সংঘর্ষ অবসানের লক্ষ্যে...

৪২ দিন পর সাংবাদিক শিমুল হত্যা মামলার চার্জশীট আমলে নিলেন আদালত

আইন-আদালত

৪২ দিন পর সাংবাদিক শিমুল হত্যা মামলার চার্জশীট আমলে নিলেন আদালত

শামছুর রহমান শিশির, শাহজাদপুর থেকে : আজ মঙ্গলবার সিরাজগঞ্জের শাহজাদপুরে সংঘটিত দেশ-বিদেশে বহুল আলোচিত ও চাঞ্চল্যকর দৈনিক...

সব কাপুরুষের দল

সম্পাদকীয়

সব কাপুরুষের দল

মুক্তিযুদ্ধের কথা বললেই কেউ কেউ প্রশ্ন তুলছেন দেশ স্বাধীন হওয়ায় আমরা কি পেলাম? কিছুই পাইনি। চোর, ডাকাত, লুটেরা পেয়েছি। ব...

টাকা লাগতে পারে টুইটার ব্যবহারে

তথ্য-প্রযুক্তি

টাকা লাগতে পারে টুইটার ব্যবহারে

প্রাণঘাতী করোনা ভাইরাসের কারণে সৃষ্ট পরিস্থিতির মাঝে সাবসক্রিপশন মডেল চালুর কথা ভাবছে টুইটার। এতে ব্যবহারকারীকে নির্দিষ্...

চতুর্থ শিল্প বিপ্লবে নেতৃত্ব দিতে ‘সেন্টার অন ফ্রন্টিয়ার টেকনোলজি’

তথ্য-প্রযুক্তি

চতুর্থ শিল্প বিপ্লবে নেতৃত্ব দিতে ‘সেন্টার অন ফ্রন্টিয়ার টেকনোলজি’

তরুণদের চতুর্থ শিল্প বিপ্লবে নেতৃত্ব দেওয়ার আহ্বান জানিয়েছেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহেমদ পলক। তিন...