শুক্রবার, ১৭ মে ২০২৪

পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশের ২৬ রাউন্ড গুলি

বাড়িঘরে অগ্নি সংযোগ, ভাংচুর, লুটপাট

koizuri-02  Koizuri-14.11 গ্রামের আধিপত্য বিস্তার ও পূর্ব বিরোধের জের ধরে গত ৩ দিনের অব্যাহত ভয়াবহ রক্তক্ষয়ী হামলা সংঘর্ষে শাহজাদপুর উপজেলার চরকৈজুরী গ্রাম রণক্ষেত্রে পরিণত হয়েছে। এ গ্রামের ‘খাঁ গোষ্ঠী’ ও ‘প্রামানিক গোষ্ঠী’র’ মধ্যে এই হামলা সংঘর্ষে ঘটনায় এ ভয়াবহ অবস্থার সৃষ্টি হয়েছে। গত বুধবার রাত থেকে শুরু হয়ে শুক্রবার সকাল পর্যন্ত দফায় দফায় সংঘর্ষ চলাকালে গুলি ও ফালা বিদ্ধ হয়ে উভয় গোষ্ঠীর নারী ও শিশুসহ কমপক্ষে ৫০ জন আহত হয়েছে। এ সংঘর্ষ চলাকালে উভয় গোষ্ঠী একে অপরের খড়ের পালায় ও গোহাল ঘরে অগ্নি সংযোগ করে। এ ছাড়া উভয়পক্ষের ১০টি বাড়িঘরে হামলা চালিয়ে ব্যাপক ভাংচুর ও লুটপাট করে। খবর পেয়ে শাহজাদপুর থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ২৬ রাউন্ড শর্টগানের গুলি বর্ষণ করে। এ ছাড়া ব্যাপক লাঠি চার্জ করে উভয় পক্ষকে ছত্রভঙ্গ করে । হামলাকালে উভয় পক্ষের প্রায় ৫ শতাধিক ব্যক্তি লাঠি, ফালা, হলঙ্গা, রামদা,ঢাল,শরকি নিয়ে রণসাজে সুসজ্জিত হয়ে একে অপরের উপর হামলা চালায়। শাহজাদপুর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌছে আগুন নিয়ন্ত্রণে আনে। গুরুতর আহত মজিবর খাঁ (৩০), হবিবর খাঁ (৩৫), নাজিম উদ্দিন (৫০), আব্দুল্লাহ (২৮), ফারুক (২২), জলিল (৪৫), মানিক প্রামানিক (২৬), বাতেন (২০), আনোয়ারা খাতুন (৪৫), মাহমুদা (৩০), মুর্শিদা (১৬) আইয়ুব আলী, (৪৫), কালাচাঁদ (৩০), শওকত (২৬), জাফর (৫৫) ফজলু (৫০), ইউসুফ (৫২), খায়রুল (৫০), এন্তাজ প্রাং (২৬), মন্তাজ প্রাং (৬৭), শাহজাহান (৩৫), শহীদ আলী (৬০) সহ ২০ জনকে শাহজাদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, সিরাজগঞ্জ ও বগুড়ার বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে । এদের মধ্যে মজিবর খাঁ, হাবিব খাঁ সহ ৫ জনের অবস্থা আশংকা জনক বলে জানা গেছে। পুলিশ ও এলাকাবাসী সুত্রে জানা গেছে, গ্রামের আধিপত্য বিস্তার নিয়ে খাঁ গোষ্ঠী ও প্রামানিক গোষ্ঠীর মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এ নিয়ে উভয়পক্ষের মধ্যে কয়েক দফা সংঘর্ষের ঘটনা ঘটে। গত ২৬ অক্টোবর উভয়পক্ষের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ হয়। এ ঘটনার পর স্থানীয় সংসদ সদস্য হাসিবুর রহমান স্বপন স্থায়ীভাবে বিষয়টি মীমাংসার উদ্যোগ নেন। এদিকে আপোষ-মীমাংসার প্রক্রিয়া চলাবস্থায় গোপালপুর গ্রামবাসী এক পক্ষের সমর্থনে লাঠি ধরলে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ আরো বেগবান হয়। এরই জের ধরে গত মঙ্গলবার খাঁ গোষ্ঠীর লোকমান খাঁর ছেলে আব্দুল বাতেনকে বগুড়ায় প্রামানিক গোষ্ঠীর লোকজন বেদম মারধর করে। বাতেন বগুড়া প্যারামেডিক্যালের ছাত্র। এ ঘটনাকে কেন্দ্র করে দু’পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এর জের ধরেই গতকাল বৃহস্পতিবার খাঁ গোষ্ঠীর লোকজন প্রামানিক গোষ্ঠীর লোকজনের বাড়িতে হামলা চালিয়ে বাড়িঘর ভাংচুর করে এবং খড়ের গাদায় আগুন ধরিয়ে দেয়। এ সময় হামলাকারীরা প্রতিপক্ষের বাগানের প্রায় ৩০/৩৫টি গাছ কেঁটে ফেলে। পরে প্রামানিক গোষ্ঠীর লোকজন সংঘবদ্ধ হয়ে দেশীয় অস্ত্র-সস্ত্রসহ খাঁ গোষ্ঠীর বাড়িঘরে পাল্টা হামলা চালায় এবং তাদের খড়ের গাদায় আগুন ধরিয়ে দেয়। এক পর্যায়ে উভয়পক্ষ মুখোমুখি সংঘর্ষে লিপ্ত হয়। সংঘর্ষে উভয়পক্ষের প্রায় ৫০ জন আহত হয়। খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে ২৬ রাউন্ড শর্টগানের গুলি বর্ষণ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। খাঁ গোষ্ঠীর নেতা আব্দুর রশিদ খাঁ দাবি করেন, বিগত উপজেলা পরিষদ নির্বাচনে খাঁ গোষ্ঠী আওয়ামী লীগ সমর্থিত প্রার্থীর পক্ষে কাজ করে এবং প্রামানিক গোষ্ঠী বিএনপি সমর্থিত প্রার্থীর পক্ষে কাজ করে। মূলত এ নিয়েই দুইপক্ষের মধ্যে বিরোধ চলে আসছিল। অন্যদিকে, প্রামানিক গোষ্ঠীর নেতা আয়নাল প্রামানিক জানান, গ্রামের আধিপত্য বিস্তার ও একটি প্রাইমারি দ্যিালয়ে পিয়ন নিয়োগকে কেন্দ্র করে দুইপক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। তিনি অভিযোগ করেন, প্রতিপক্ষ বিষয়টিকে রাজনৈতিক ইস্যু তৈরি করে ফায়দা হাসিলের চেষ্টা করছে। শাহজাদপুর থানার অফিসার ইনচার্জ হাসান শামীম ইকবাল ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, পরিস্থিতি ভয়াভহ আকার ধারণ করলে পুলিশ ২৬ রাউন্ড গুলি বর্ষণ করে উভয়পক্ষকে ছত্রভঙ্গ করে দেয়। তিনি জানান, শাহজাদপুর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এ রিপোর্ট লেখা পর্যন্ত থানায় উভয় পক্ষই মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছে । হামলা সংঘর্ষের পর এলাকায় এখনও চরম উত্তেজনা বিরাজ করছে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। আবারও হামলা সংঘর্ষের আশংকায় নারী ও শিশুরা আতংকে দিন যাপন করছে। গ্রেফতার এড়াতে চরকৈজুরি ও গোপালপুর গ্রামের পুরুষেরা গ্রাম ছেড়ে পালিয়ে থাকায় এ দুটি গ্রাম পুরুষ শুন্য হয়ে পড়েছে।

সম্পর্কিত সংবাদ

শাহজাদপুরে কালবৈশাখী ঝড়ে ৩তলা ভবনের ছাদের গাইড ওয়াল ধ্বসে খাবার হোটেল বিধ্বস্ত

শাহজাদপুরে কালবৈশাখী ঝড়ে ৩তলা ভবনের ছাদের গাইড ওয়াল ধ্বসে খাবার হোটেল বিধ্বস্ত

প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে পাইলট নিহত

জাতীয়

প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে পাইলট নিহত

শাহজাদপুরের বাঘাবাড়ী বিদ্যুৎ কেন্দ্রে দীর্ঘদিন ধরে বিদ্যুৎ উৎপাদন বন্ধ!

অর্থ-বাণিজ্য

শাহজাদপুরের বাঘাবাড়ী বিদ্যুৎ কেন্দ্রে দীর্ঘদিন ধরে বিদ্যুৎ উৎপাদন বন্ধ!

এম এ হান্নান শেখঃ সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার বাঘাবাড়ী নৌবন্দরের পূর্ব পাশে অবস্থিত পিডিবির ৩টি ও বেসরকারি ১টি মিলে মো...

জমে উঠেছে উল্লাপাড়ার ইফতারি বাজার

ধর্ম

জমে উঠেছে উল্লাপাড়ার ইফতারি বাজার

তানিম তূর্যঃ উল্লাপাড়ায় জমে উঠেছে ইফতারির বাজার। দ্রব্যমূল্যের ঊর্ধগতির কারণে গত বছরের চেয়ে এবার ইফতার সামগ্রীর দাম বৃদ্...