শুক্রবার, ০২ মে ২০২৫

নিজস্ব প্রতিনিধিঃ সিরাজগঞ্জের দুগ্ধ অঞ্চল শাহজাদপুর উপজেলার কায়েমপুর ইউনিয়নের খারুয়াজংলা গ্রামের বাইদারজোলা নামক একটি শাখা নদীর উপর ৪ বছর আগে ৪০ ফুট দৈর্ঘ্যরে একটি কংক্রিট সেতু নির্মাণ করা হয়েছে। দূর্যোগব্যবস্থাপনা অধিদপ্তরের সেতু/কালভাট নির্মাণ প্রকল্পর অধিন ৩০ লাখ টাকা ব্যয়ে এ সেতুটি নির্মাণ করা হয়। সেতুটি নির্মাণের পর থেকেই গত ৪ বছর ধরে সেতুটির দু’পাশে কোন সংযোগ সড়ক নির্মাণ করা হয়নি। ফলে এ এলাকার ১৫টি গ্রামের প্রায় ৩৫ হাজার মানুষ প্রতিদিন যাতায়াতে চরম দূর্ভোগ পোহাচ্ছে। গ্রাম গুলো হল, খারুয়াজংলা, বৃ-আঙ্গারু, চরআঙ্গারু, চুলধরি, ভাইমারা,বনগ্রাম, রেশমবাড়ি, কায়েমকোলা, নলুয়া, কাশিনাথপুর, সায়েস্তাবাদ,কায়েমপুর, ব্রজবালা, প্যাচপাড়া ও সরাতৈল। এ ব্যাপারে কায়েমপুর ইউপির ৮নং ওয়ার্ড মেম্বর আবুল কালাম আজাদ, ৮নং ওয়ার্ড মেম্বর আওয়ামীলীগের সভাপতি আলতাফ বিশ্বাস, মোঃ জিন্নাহ প্রামানিক, বাদশাহ মিয়া, মানিক মিয়া, আব্দুল হামিদ, আজাদ আলী, হাসিবুর রহমান, সাইফুল ইসলাম ও চাঁদ বিশ্বাস জানান, এলাকাবাসি চলাচল, দুধ,ধান, চাল ও কৃষিপণ্য সরবরাহের সুবিধার জন্য বাড়িবিল দক্ষিণপাড়া বাজার হতে খারুয়াজংলা গ্রাম পর্যন্ত কাচা সড়কের মাঝে অবস্থিত বাইদারজোলার উপর ব্রীজ নির্মাণ করা হলেও এর দু’পাশের সংযোগ সড়কে মাটি না থাকায় ব্রীজটি এলাকাবাসির কোন কাজেই আসছেনা। ৮/১০ ফুট উচু ব্রীজটি পাড় হতে গিয়ে গত ৪ বছরে শতাধিক পথচারি বয়বৃদ্ধ পড়ে গিয়ে হাত পা মাজা কমড় ভেঙ্গে পঙ্গুত্ব বরণ করেছেন। এ ছাড়া এ সড়ক দিয়ে কোন ভাবেই দুধের গাড়ি নিয়ে যাওয়া যায়না। ফলে মিল্কভিটা সহ বেসরকারি প্রতিষ্ঠানে দুধ সরবরাহ চরম ভাবে বিঘ্নিত হচ্ছে। এ সেতুটির কারণে এ অঞ্চলের উন্নয়ন মুখথুবরে পড়েছে। এ ছাড়া ৩টি মাদ্রাসা, ৪টি প্রাথমিক বিদ্যালয়, ৩টি মসজিদ ও ৩টি বাজারে যাতায়াতকারী ছাত্র ছাত্রী ও পথচারি চলাচলে চরম দূর্ভোগ পোহাচ্ছে। তারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে অবিলম্বে এ ব্রীজটির দু’পাশের সংযোগ সড়কে মাটি ভরাটসহ বাড়িবিল দক্ষিণপাড়া বাজার হতে খারুয়াজংলা গ্রাম পর্যন্ত পাকা রাস্তা নির্মানের জোর দাবি জানিয়েছেন। এ ব্যাপারে শাহজাদপুর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জিন্দার আলী বলেন, সামনের কর্মসৃজন কর্মসূচির মাধ্যমে মাটিভরাটের কাজ করে ব্রীজটি দিয়ে যাতে পথচারি চলাচল করতে পারে তার ব্যবস্থা করা হবে। আর শাহজাদপুর উপজেলা নির্বাহী অফিসার আলীমুন রাজীব বলেন, সরেজমিনে ব্রীজটি পরিদর্শন করে প্রয়োজনীয় ব্যবস্থা করা হবে।

সম্পর্কিত সংবাদ

শাহজাদপুরে সরকারি গাছ বিক্রি করে ঋণের দায় শোধ স্কুল দপ্তরির!

অপরাধ

শাহজাদপুরে সরকারি গাছ বিক্রি করে ঋণের দায় শোধ স্কুল দপ্তরির!

শাহজাদপুরে ঋণের টাকা পরিশোধে ব্যর্থ হয়ে পাওয়ানাদারকে সরকারি ক্যানেলের ৫০টি সরকারি গাছ বিক্রি করে টাকা নিতে বলেছেন

রবীন্দ্র অনুরাগী ভক্তের মিলনকেন্দ্র কবিগুরুর কাছারিবাড়ি

দিনের বিশেষ নিউজ

রবীন্দ্র অনুরাগী ভক্তের মিলনকেন্দ্র কবিগুরুর কাছারিবাড়ি

সিরাজগঞ্জ জেলার দুগ্ধশিল্প ও তাঁতসমৃদ্ধ শাহজাদপুর উপজেলার প্রাণকেন্দ্র দ্বারিয়াপুরে অবস্থিত উত্তরাঞ্চলের সর্ববৃহৎ

আজ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৫৫ তম জন্মবার্ষিকী

জাতীয়

আজ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৫৫ তম জন্মবার্ষিকী

অসহায় বন্যাদুর্গতদের মাঝে সার্কেল শাহজাদপুরের উদ্দ্যোগে ত্রান বিতরন

বন্যা

অসহায় বন্যাদুর্গতদের মাঝে সার্কেল শাহজাদপুরের উদ্দ্যোগে ত্রান বিতরন

বৃহস্পতিবার সকালে শাহজাদপুর উপজেলার যমুনা নদী তীরবর্তী সোনাতুনী ইউনিয়নের প্রত্যান্ত অঞ্চল ও ভয়াবহ বন্যা কবলিত দুর্গম চরা...

ঈদ ফ্যাশানে শাহজাদপুরের তাঁতের শাড়ী দেশে ব্যাপক সাড়া জাগিয়েছে!