বুধবার, ১৫ মে ২০২৪
বিশেষ প্রতিনিধি : করোনা ভাইরাসের ক্রান্তিকালে সারাদেশে পুলিশ সদস্যরা যখন জনসেবায় ব্যস্ত তখন যৌতুকের দাবীতে এক পুলিশ সদস্য কর্তৃক তার স্ত্রীকে পিটিয়ে মারাত্বক জখম করার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় স্ত্রী নাসিমা খাতুন রিয়া (২৮) বাদী হয়ে তার স্বামী ইউসুফ আলী (বিপি নং-৯১১০১২৬৪৯২)সহ শশুরবাড়ীর ৫ জনের বিরুদ্ধে উল্লাপাড়া থানায় মামলা দাযের করেছে। মামলার অপর আসামীরা হলো, মিঠুন আলী ওরফে দরবেশ (৩৫), নিজাম উদ্দীন (৪০), আসাদুল (৩২) ও শাহজাহান মাষ্টার (৫৬)। এদিন শনিবার সকালে শাহজাদপুর প্রেস ক্লাবের সাংবাদিকদের কাছে মামলার বাদী নাসিমা খাতুন তার উপর নির্মম নির্যাতনের বর্ণনা দিয়ে যৌতুকলোভী স্বামীসহ শ্বশুরবাড়ীর লোকজনের দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানান। মামলা সূত্রে জানা গেছে, ১০ বছর পূর্বে শাহজাদপুর উপজেলার হাবিবুল্লাহনগর ইউনিয়নের ফরিদপাঙ্গাসী গ্রামের মৃত হাজী শাহজাহান আলীর মেয়ে নাসিমা খাতুন রিয়ার সাথে পার্শবর্তী উল্লাপাড়া উপজেলার দত্ত খারুয়া গ্রামের মৃত ইয়াছিন আলীর ছেলে পুলিশ সদস্য ইউসুফ আলীর বিয়ে হয়। তাদের ঘরে ইহান (৯) নামের একটি পুত্র সন্তান রয়েছে। এদিকে, বিয়ের কিছুদিন পর থেকেই বিভিন্ন সময় যৌতুকের দাবীতে স্বামী ইউসুফ আলী তার স্ত্রী নাসিমার ওপর অমানবিক নির্যাতন চালিয়ে আসছিল। একই অভিযোগে ২০১৭ সালের ১৬ সেপ্টেম্বর স্বামী ইউসুফ আলীর বিরুদ্ধে শাহজাদপুর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা ( মামলা নং-২০) দায়ের করে স্ত্রী নাসিমা। এ ঘটনা নিয়ে উভয়পক্ষ ও গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে এক শালিস বৈঠক অনুষ্ঠিত হয়। শালিস বৈঠকের সিদ্ধান্ত মোতাবেক ইউসুফ আলী ভবিষ্যতে স্ত্রীকে নির্যাতন করবে না মর্মে মুচলেকা দেয়ায় নাসিমা খাতুন মামলাটি প্রত্যাহার করে নেয়। পরবর্তীতে, সংসার করাবস্থায় পুলিশ সদস্য ইউসুফ আলী ছুটিতে বাড়ি এসে স্ত্রী নাসিমা খাতুনের কাছে ৫ লাখ টাকা যৌতুক দাবী করে। যৌতুকের দাবী মেটাতে না পারায় গত ২৬ এপ্রিল স্বামী পুলিশ সদস্য ইউসুফ আলীসহ শশুরবাড়ীর লোকজন ক্ষিপ্ত হয়ে নাসিমাকে বেধড়ক পিটিয়ে মারাত্বক জখম করে। খবর পেয়ে উল্লাপাড়া থানা পুলিশের সহযোগীতায় নাসিমার স্বজনেরা সঙ্গাহীন অবস্থায় তাকে উদ্ধার করে সিরাজগঞ্জ হাসপাতালে ভর্তি করে। এ ঘটনায় গত মঙ্গলবার নারী ও শিশু নির্যাতন দমন আইনে উল্লাপাড়া মডেল থানায় মামলা দায়ের করেন নাসিমা খাতুন। নির্যাতিতা নাসিমা শাহজাদপুর নূরজাহান হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। তার অবস্থা গুরুতর বলে জানা গেছে। এ বিষয়ে উল্লাপাড়া মডেল থানার অফিসার ইনচার্জ দীপক কুমার দাস বলেন, ‘এ ঘটনায় উল্লাপাড়া মডেল থানায় একটি মামলা হয়েছে। অভিযুক্ত পুলিশ সদস্যের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে। ’

সম্পর্কিত সংবাদ

সিরাজগঞ্জের সর্বত্র  ইউকালিপ্টাস গাছ// গ্রীণ হাউজের ওপর পড়ছে বিরুপ প্রভাব।

সিরাজগঞ্জের সর্বত্র ইউকালিপ্টাস গাছ// গ্রীণ হাউজের ওপর পড়ছে বিরুপ প্রভাব।

মেহেরপুরের বৈদ্যনাথতলা বাংলাদেশের ইতিহাসের পবিত্র স্থান//১৭ এপ্রিল বৈদ্যনাথতলার আম্রকাননে বাংলাদেশের প্রথম সরকার শপথগ্রহণ করে// স্থানটির নামকরণ হয় মুজিবনগর

মেহেরপুরের বৈদ্যনাথতলা বাংলাদেশের ইতিহাসের পবিত্র স্থান//১৭ এপ্রিল বৈদ্যনাথতলার আম্রকাননে বাংলাদেশের প্রথম সরকার শপথগ্রহণ করে// স্থানটির নামকরণ হয় মুজিবনগর

বর্ষসেরা কৃষিবিদ হিসেবে কেআইবি কৃষি পদক বেলকুচির কৃষি কর্মকর্তাকে তুলে দিলেন রাষ্ট্রপতি

জাতীয়

বর্ষসেরা কৃষিবিদ হিসেবে কেআইবি কৃষি পদক বেলকুচির কৃষি কর্মকর্তাকে তুলে দিলেন রাষ্ট্রপতি

বর্ষাতেও ঢাকার বাতাসের মান ‘অস্বাস্থ্যকর’

পরিবেশ ও জলবায়ু

বর্ষাতেও ঢাকার বাতাসের মান ‘অস্বাস্থ্যকর’

বর্ষা মৌসুম চললেও রাজধানী ঢাকার বাতাসের মান এখনও অস্বাস্থ্যকর রয়ে গেছে। মঙ্গলবার সকালে এয়ার কোয়ালিটি ইনডেক্সে (একিউআই) ব...

শাহজাদপুর গণহত্যা দিবসে উপজেলা জাসদ’র সভা

রাজনীতি

শাহজাদপুর গণহত্যা দিবসে উপজেলা জাসদ’র সভা

নিজস্ব প্রতিবেদক, শাহজাদপুর : ২৫ মার্চ গণহত্যা দিবস উপলক্ষে বিকেলে স্থানীয় জাসদ কার্যালয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজ...