শুক্রবার, ০৭ নভেম্বর ২০২৫

শাহজাদপুর প্রতিনিধি : শাহজাদপুর উপজেলার বেলতৈল ইউনিয়নের প্রত্যন্ত এক পল্লী আগনুকালী গ্রামের সফল ও দেশের একমাত্র মডেল পাখির অভ্যয়শ্রমের মালিক মামুন বিশ্বাস প্রত্যন্ত এক গাঁওগেরামে থেকে দেশের পরিবেশের জন্য রীতিমতো উজ্জ্বল ও অনুপম নজির স্থাপন করেছেন। তিনি তার বুদ্ধিমত্তা আর নিয়মিত সঠিক তদারকীর ফলে তার মডেল পাখির অভ্যয়শ্রমে মাটির কলসে পাখি বাসা বেধেছেন। তার অভ্যয়শ্রমের পাখির বাচ্ছা উৎপন্নের পাশাপাশি পাখি দিয়ে পোকা দমন যাহা কৃষিপ্রধান এ দেশের জন্য অতীব গুরুত্বপূর্ণ । মাটির কলসে পাখির অভ্যয়শ্রম তৈরী করে দেশবাসীর জন্য অত্যন্ত ভালো একটি সংবাদ নিয়ে এসেছেন। বিশেষজ্ঞ মহলের মতে,‘সরকারি ভাবে প্রতিটি গ্রামে পাখির অভ্যয়শ্রম তৈরি করতে প্রয়োজনীয় অর্থ ঋণসহায়তাসহ ব্যাপক জনসচেতনতামূলক কর্মসূচী গ্রহন করা হলে রাতারাতি পাল্টে যাবে দেশের পরিবেশ অর্থনীতির চিত্র। মামুন বিশ্বাসের সঙ্গে কথা বলে জানা গেছে, ১৪ মাসে ৮০০ গাছে এ রকম মাটির কলস ও চড়ুই পাখির জন্য বাঁশের চোঙা বেঁধে দিয়েছেন তাঁরা। শুরু হয়েছে প্রজনন-প্রক্রিয়াও। গ্রামটি যেন এখন পাখিদের অভয়াশ্রমে পরিণত হয়েছে। পাখিপ্রেমিক মামুন বিশ্বাসের চেষ্টায় এ গ্রামে ধীরে ধীরে গড়ে উঠছে পাখির অভয়াশ্রম। নিজ অর্থায়নে তিনি পাখিদের জন্য ঘরসংসার গড়ে দিচ্ছেন। মামুনের এই কাজে তাঁকে সহায়তা করছেন বন্ধু ইমন, সবুজ,শাহীন, সুজন, নবী, আজিজুল। মামুনের এমন ব্যতিক্রমী কাজে মুগ্ধ গ্রামবাসীসহ আশপাশের লোকজন। গতকাল বিকেলে মামুন বিশ্বাসের পাখির অভ্যয়শ্রম দি র্বাড সেফটি হাউজ পরিদর্শনকালে আলাপহয় শাহজাদপুর উপজেলা নির্বাহী অফিসার শামীম আহমেদের সাথে। আলাপকালে তিনি এ প্রতিনিধিকে জানান,‘কৃষিপ্রধান এ দেশের জন্য এবং কৃষিক্ষেত্রে উৎপাদন বাড়ানোর পাশাপাশি পরিবেশের ভারসাম্যতা রক্ষা করার জন্য ফসলী জমিতে অতিমাত্রায় রাসায়নিক সার ও কীটনাষকের ব্যবহার কমিয়ে এনে পাখি দিয়ে পোকা দমনের জন্য কৃষকদের উদ্ধুদ্ধ করে তুলতে হবে। পাঁচটি মাটির কলস দিয়ে শুরু করে তিনি এখন পরিবেশের জন্য একজন সফল উদ্যোক্তা। সফল হবেন, এমন কোনো লক্ষ্য নির্ধারণ করে পাখির জন্য কাজ শুরু করেননি মামুন। ১০-১২-২০১৪ সালে কথা সে সময়গুলোর কথা উঠতেই মামুন বিশ্বাসের চেহারায় দৃঢ়তা। বললেন, ‘দিনে ১২ ঘণ্টা করে কাজ করতাম। সকাল আটটায় কাজ শুরু হতো, ফিরতাম সন্ধ্যায় ৬টার দিকে। কোনো দিন কাজে অবহেলা করিনি। শুরুতে অনেক দূর যেতে হবে এমন লক্ষ্য ছিল না, তবে যখন পাখিকে ভালোবেসে ফেললাম, তখন স্থির করলাম একটা পর্যায়ে যেতে হবে।’ মামুন আরও জানান, পাখি সংরক্ষণ, প্রজনন ও নিরাপদ বাসস্থান গড়ে তোলার লক্ষ্যে ‘দি বার্ড সেফটি হাউজ’ নামে একটি সংগঠন গড়ে তোলা হয়েছে। মানুষকে সচেতন করতে এলাকায় লাগানো হয়েছে বেশ শত শত ব্যানার।চলে স্কুলে স্কুলে সচেতন মূলক সভা সেমিনার আর পাখি শিকারীদের ধরা । সব সময় সবাই সজাগ থাকে কেউ যেন পাখি শিকার করতে না পারে। পৃষ্ঠপোষকতা পেলে শাহজাদপুর উপজেলাজুড়ে পাখির নিরাপদ বাসস্থান গড়ে তুলবেন বলে তিনি জানান। রাজশাহী বিভাগের বন্য প্রাণী সংরক্ষণ ও প্রকৃতি বিভাগের বন কর্মকর্তা বলেন, আগনুকালী গ্রাম নদীর পাশে। ওই গ্রামটি পাখির জন্য অত্যন্ত উপযোগী। পাখির জন্য অভয়াশ্রম সৃষ্টির এ উদ্যোগ খুবই প্রশংসনীয়। এ বিষয়ে তাঁদের উৎসাহিত করা হচ্ছে। মামুনের এই কাজে সবচেয়ে বেশি অনুপ্রেরণা ও উৎসাহ দিয়েছেন তাঁর বাবা মাহবুবুল হোসেন ও বড় ভাই মুক্তা বিশ্বাস।পাখিপ্রেমিক মামুন বিশ্বাস একজন ব্যবসায়ী। পাশাপাশি শাহজাদপুরের বিভিন্ন সামাজিক সংগঠনের সঙ্গে জড়িত।

সম্পর্কিত সংবাদ

শাহজাদপুরের সাবেক এমপি কবিতা ও চয়নের বিরুদ্ধে চাঁদাবাজি মামলা

রাজনীতি

শাহজাদপুরের সাবেক এমপি কবিতা ও চয়নের বিরুদ্ধে চাঁদাবাজি মামলা

সিরাজগঞ্জের শাহজাদপুর আসনের সাবেক দুই সংসদ সদস্যসহ পাঁচজনের বিরুদ্ধে চাঁদাবাজির মামলা হয়েছে। ঘটনার দুই বছর পর বৃহস্পতিব...

মেসি জাদু, আলভারেসের জোড়া গোল; ক্রোয়েশিয়াকে উড়িয়ে ফাইনালে আর্জেন্টিনা

খেলাধুলা

মেসি জাদু, আলভারেসের জোড়া গোল; ক্রোয়েশিয়াকে উড়িয়ে ফাইনালে আর্জেন্টিনা

বিশ্বকাপে আর্জেন্টিনা ছুটছেই। শুরুতেই হারের পর যেভাবে তারা ঘুরে দাঁড়িয়েছে, দমানোর সাহস হয়নি কারও।

শাহজাদপুরে বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে শোভাযাত্রা

আন্তর্জাতিক

শাহজাদপুরে বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে শোভাযাত্রা

শোভাযাত্রায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় এমপি ও বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য প্...

ডাকসু নির্বাচন নিয়ে হাইকোর্টের রায় স্থগিত, নির্বাচন অনুষ্ঠানে আর বাধা নেই

আইন-আদালত

ডাকসু নির্বাচন নিয়ে হাইকোর্টের রায় স্থগিত, নির্বাচন অনুষ্ঠানে আর বাধা নেই

সোমবার (১ সেপ্টেম্বর) বিচারপতি মো. রেজাউল হকের নেতৃত্বাধীন আপিল বিভাগের চেম্বার জজ আদালত হাইকোর্টের আদেশের বিরুদ্ধে করা...

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে গুচ্ছের 'এ' ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত

শিক্ষাঙ্গন

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে গুচ্ছের 'এ' ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ'র কেন্দ্রে জিএসটি গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়গুলোর ২০২৪-২৫ শিক্ষাবর্ষে ‘এ’ ইউনিটের ভর্তি প...

বিশ্বকাপ ফুটবলের ফাইনাল ম্যাচ ঘিরে ব্রাহ্মণবাড়িয়ায় মোতায়েন থাকবে অতিরিক্ত পুলিশ

বাংলাদেশ

বিশ্বকাপ ফুটবলের ফাইনাল ম্যাচ ঘিরে ব্রাহ্মণবাড়িয়ায় মোতায়েন থাকবে অতিরিক্ত পুলিশ

এর আগে গত বছরের জুলাইয়ে অনুষ্ঠিত কোপা আমেরিকার ফাইনাল ম্যাচ ঘিরেও ব্রাহ্মণবাড়িয়ায় ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা নিয়েছিল জেলা...