প্রশাসন ও মন্ত্রী-এমপিরা আমার ভ্যানিটি ব্যাগে থাকে। আমার বিরুদ্ধে টু-শব্দ করলে জানে খেয়ে ফেলবো। লাল ঘরে পাঠিয়ে দিবো।জানোনা ব্যাটা আমি কে? মন্ত্রী-এমপিরা থাকে আমার ভ্যানিটি ব্যাগে।
এ দম্ভোক্তি ক্ষমতাসীন দলেন কথিত নারীনেত্রী রানী পারভীনের। দিনাজপুর শহরের পশ্চিম রামনগর এলাকার বাসিন্দা রানী পারভীন। ক্ষমতাসীন দলের নেত্রী পরিচয়দানকারী এই রানী পারভীনের ক্ষমতার দাপটে অতিষ্ট হয়ে পড়েছে এলাকাবাসী। তার বিভিন্ন অপকর্মের প্রতিবাদ করতে নিয়ে এলাকার সাধারণ নিরীহ মানুষকে প্রতিনিয়ত হতে হচ্ছে লাঞ্ছিত।
রানী পারভীন সন্ত্রাসী বাহিনী লেলিয়ে দিয়ে প্রতিবাদী মানুষের ওপর হামলা, বাড়ি-ঘর ভাঙচুর করাচ্ছে। এছাড়াও মিথ্যা ও বানোয়াট অভিযোগ দায়ের করে থানা-পুলিশ দিয়ে হয়রানি করাচ্ছে এলাকার সাধারণ নিরীহ মানুষদের।
এই রানী পারভীনের বিরুদ্ধে এরকম বিভিন্ন অভিযোগ তুলে জেলা প্রশাসক ও জেলা পুলিশ সুপারসহ বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ দায়ের করেছে এলাকার সাধারণ মানুষ। প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ ও সদয় অবগতির জন্য এ অভিযোগপত্রের অনুলিপি দিয়েছে স্থানীয় সংসদ সদস্য জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিমকে।
প্রায় ৩৫ জন এলাকাবাসীর স্বাক্ষরিত ওই অভিযোগপত্রে উল্লেখ করা হয়েছে, দিনাজপুর শহরের পশ্চিম রামনগর মদিনা মসজিদ এলাকার সেলাই কারিগর দর্জি হুসেন আলীর স্ত্রী রানী পারভীন। তার বাড়িতে দিন-রাত সন্ত্রাসী, বখাটে যুবক, কতিপয় ঠিকাদার ও বিভিন্ন অফিসের অসাধু কর্মকর্তা ছাড়াও অপরিচিত লোকজনের অবাধ যাতায়াত রয়েছে।
সেইসব লোকদের সঙ্গে গাড়িতে চড়ে প্রকাশ্যে বেড়িয়ে যাওয়া, শহরের চিহ্ণিত কিছু আবাসিক হোটেল এবং পর্যটন মোটেলে অবস্থান ও বাইরে রাত কাটিয়ে ভোর বা সকালে বাড়িতে ফেরা নিয়ে এলাকার মানুষ প্রতিবাদ করে। এ বিষয়ে তার স্বামী হুসেন আলী প্রতিবাদ করার সাহস পায়না। একবার প্রতিবাদ করায় উল্টো তার বিরুদ্ধে থানায় স্ত্রী নির্যাতনের মিথ্যা অভিযোগ দায়ের করেন। পুলিশ তদন্তে এসে এ বিষয়ে এলাকাবাসীর কাছে জানতে চাইলে এলাকাবাসী প্রকৃত ঘটনা জানায়। এতে এলাকাবাসীর ওপর আরও ক্ষিপ্ত হয়ে ওঠে কথিত নেত্রী রানী পারভীন।
তার বিভিন্ন অপকর্মের প্রতিবাদ করায় রানী পারভীন ক্ষমতাসীন দলের নেত্রী পরিচয় দিয়ে শান্তিপ্রিয় এলাকাবাসীর ওপর অত্যাচার চালানো শুরু করেছে। সন্ত্রাসী বাহিনী দিয়ে প্রতিবাদী মানুষের বাড়ি-ঘরে হামলা চালিয়ে ভাঙচুর করছে। হত্যা ও এসিড নিক্ষেপ করারও হুমকি দিচ্ছে প্রকাশ্যে। এছাড়া, মিথ্যা ও বানোয়াট অভিযোগ করে পুলিশ দিয়ে হয়রানি করছে এলাকার সাধারণ লোকজনদের।
এলাকার সাইদুর রহমান ও বাবুর পরিবারের ওপর শুরু হরেছে জুলুম-নির্যাতন। তাদের বাড়ি-ঘরে সন্ত্রাসী বাহিনী দিয়ে হামলা চালিয়ে ভাঙচুর করেছে। সাইদুর রহমানকে প্রকাশ্য হত্যা এবং তার কিশোরী মেয়েকে এসিড মেরে ঝলসে দেয়ার হুমকি দিয়েছে। এ বিষয়ে মামলাও হয়েছে আদালতে।
রানী পারভীন এলাকার মানুষের বিরুদ্ধে মিথ্যা মামলা করে হয়রানি করার জন্য মনগড়া ও কাল্পনিক অভিযোগের সাক্ষী বানিয়েছে এলাকার নিরীহ মানুষদের। তারা এ বিষয়ে কিছু জানে না, তাই সাক্ষী দিতে না চাইলে তাদেরও মারধর ও হত্যাসহ বিভিন্ন হুমকি দিয়ে আসছে। শুধু তাই নয়, কয়েকজনকে পুলিশ দিয়ে ধরিয়ে নিয়ে গিয়ে হয়রানি করারও অভিযোগ রয়েছে। এ নিয়ে এলাকায় শালিসি বৈঠকও হয়েছে কয়েকবার। এরপরও দাপট কমছে না কথিত নেত্রী রানী পারভীনের।
এই রানী পারভীনের স্বামী হুসেন আলী সেলাই কারিগর। দর্জির কাজ করে শহরের ষষ্টিতলা এলাকায়। স্বামী বেচারাও তার কাছে জিম্মি। প্রতিবাদ করতে পারছেনা স্ত্রীর অপকর্মের। অত্যন্ত বাকপটু ধুরন্ধর এ রানী পারভীন ক্ষমতাসীন দলে কর্মী হিসেবে যোগ দিয়ে অল্প সময়ে নেত্রীর সাইনবোর্ড ঝুলিয়েছে তার নামের সঙ্গে।
জেলা যুব মহিলা লীগের যুগ্ম সম্পাদক হিসেবে নিজেকে পরিচয় দিয়ে আসছেন তিনি। কেউ তার অন্যায় ও অপকর্মের প্রতিবাদ করলেই তিনি বিভিন্ন দম্ভোক্তি করেন।
এ বিষয়ে জেলা আওয়ামী যুব মহিলা লীগের সভাপতি ছবি সিনহার সঙ্গে কথা বললে তিনি জানান, রানী পারভীন একটা দায়িত্বে আছেন। তবে কোন পদে আছেন তা এ মুহূর্তে বলা মুশকিল। পরে জানাতে পারবো। তার বিষয়ে অনেক অভিযোগ আসছে। আমরা তা খতিয়ে দেখবো।
দিনাজপুর শহর আওয়ামী লীগের সভাপতি আনোয়ারুল ইসলামের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘তার বিরুদ্ধে অসংখ্য অভিযোগ। জানিনা তিনি দলের কোন পদে আছেন। অপকর্ম করলে তার দায়-দায়িত্ব তাকেই বহন করতে হবে। ছাড় না দিয়ে এলাকার মানুষকে তার বিরুদ্ধে জোড়ালো ব্যবস্থা নিতে হবে।’
দিনাজপুর কোতোয়ালি থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিশ্বজিৎ ঘোষ কাঞ্চন বলেন, ‘ওই নারীর বিরুদ্ধে অসংখ্য অভিযোগ। তার আচরণও বাজে। তিনি নিজেকে সংশোধন না করলে অচিরেই তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে।’
দিনাজপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলতাফ হোসেন জানান, ওই রানী পারভীনের বিরুদ্ধে বেশ কিছু অভিযোগ আমাদের কাছে রয়েছে। আইনশৃঙ্খলা বাহিনী চায় না কারো ক্ষতি হোক। তাই তার সংশোধন হওয়া প্রয়োজন। তা না হলে তাকে আইনের আওতায় আনা হবে।
সম্পর্কিত সংবাদ
শাহজাদপুর আইনজীবী সমিতির নব-নির্মিত ভবনের ছাদ ঢালাই কার্যক্রমের উদ্বোধন
শাহজাদপুর প্রতিনিধি: শাহজাদপুর চৌকি আদালতের আইনজীবী সমিতির নব-নির্মিত ভবনের ছাদ ঢালাই কর...
জাতীয়
ভাড়াটিয়ারা ভাড়া দিতে না পেরে মালপত্র রেখে ঘর ছেড়ে পালাচ্ছেন
কভিড-১৯ এর প্রভাবে শিল্প, ব্যবসা-বাণিজ্য, নির্মাণসহ সব খাত স্থবির হয়ে পড়ায় গত কয়েক মাসে কর্মহীন হয়ে পড়েছেন রাজধানীর লাখ...
অপরাধ
শাহজাদপুরে ফসলী জমি রক্ষায় আদালতের কারণ দর্শানোর নোটিশ; বন্ধ হয়নি বালু ভরাট কাজ
শাহজাদপুর সংবাদ ডটকম, নিজস্ব প্রতিনিধি, ১২ আগস্ট ২০১৮ খ্রিষ্টাব্দ : শাহজাদপুর উপজেলার পাড়কোলা মৌজায় টেকনিক্যাল স্কুল এন্...
জাতীয়
করোনাভাইরাস পরীক্ষার ফি নির্ধারণ করে পরিপত্র জারি
করোনাভাইরাস (কোভিড-১৯) পরীক্ষার ফি নির্ধারণ করে দিয়েছে সরকার।আজ সোমবার (২৯ জুন) সরকারি হাসপাতাল ও চিকিৎসা কেন্দ্রে...
বাংলাদেশ
করোনা আক্রান্ত সন্দেহে: মাকে ঢামেকের গেটে ফেলে গেছেন ছেলে
করোনা আক্রান্ত সন্দেহে এক মাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের গেটের সামনে ফেলে রেখে গেছেন তার ছেলে। ঘটনা জানাজানি...
জাতীয়
খাদ্য উৎপাদনের ধারা অব্যাহত রাখতে চেষ্টা চলছে: কৃষিমন্ত্রী
করোনার কারণে সম্ভাব্য খাদ্য সংকট মোকাবিলায় উৎপাদন আরও অনেক বাড়াতে হবে উল্লেখ করে কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জ...
