

শাহজাদপুর সংবাদ ডেক্সঃ ওয়েস্ট ইন্ডিজ সিরিজ খেলতে আগামী বুধবার রাত ৯টায় ঢাকা ছাড়বে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। এর আগে আরো এক বার ভাল খেলার প্রত্যয় ব্যক্ত করেছেন জাতীয় দলের অধিনায়ক মুশফিকুর রহিম। রবিবার মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে উইন্ডিজ সিরিজের আগে শেষ অনুশীলন করেছেন তারা। অনুশীলন শেষে সংবাদ মাধ্যমের কাছে এ আশাবাদ ব্যক্ত করেন মুশফিক। টানা ৭ মাস ধরে ব্যর্থতার বৃত্তেই আটকে আছে মুশফিকবাহিনী। তারপরও সিরিজ জয়ের ব্যাপারে আশাবাদী মুশফিক। আমার মনে হয় ক্রিকেট কোন সহজ খেলা নয়। প্রতিটি সিরিজেই আমাদের প্রতিদ্বন্দিতাপূর্ণ ক্রিকেট খেলার টার্গেট থাকে। ভাল খেললে ক্রিকেটের যে কোন ফরম্যাটেই জেতা সম্ভব। প্রতিদ্বন্দিতামূলক ক্রিকেট না খেললে কোন ফরম্যাটেই জোত সম্ভব নয়। সবকিছু যদি ঠিকঠাক থাকলে অবশ্যই আমরা ভাল করতে পারব। অনেকগুল ম্যাচ জেতার সুযোগ রয়েছে। আর ওয়েস্ট ইন্ডিজেরও খুব একটা ভাল সময় যাচ্ছেনা। কারণ শেষ সিরিজে ওরা নিউজিল্যান্ডের সঙ্গে হেরেছে। মানসিক ভাবে ওরাও হতাশ। আমাদের লক্ষ্য সেরা খেলাটা উপহার দেওয়ার। এই সিরিজে সাকিবের না থাকা প্রসঙ্গে মুশফিক বলেন,। সাকিব আমাদের একজন বড় পারফরমার। গত ৮-৯ বছর ধরে সে আমাদের সঙ্গে আছে। কিন্তু সাকিব দলে থাকলে বিষয়টি কিন্তু এমন নয় যে অন্যরা সবাই রিলেক্সে থাকবে, বা সব কাজ ও একাই করবে। ক্রিকেট কিন্তু একজনের খেলা না। দলে অন্তত ৩/৪ জনকে ভাল পারফর্ম করতেই হয়। মোটিভেশন হিসেবে এটাই বলব যে আমাদের যে কয়জন খেলোয়াড় আছেন তারা ফর্মে নেই। গত এক-দেড় মাস তারা অনেক কঠিন পরিশ্রম করছেন। আশা করব এবারের সিরিজে তারা ভাল ভাবেই চাপ নিতে পারবেন। আমার মনে হয়, তাদের সেরা পারফর্ম করতে হবে। আবহাওয়া প্রসঙ্গে তিনি বলেন, এ কথা ঠিক যে অনেক দিন আমরা লংগার ভার্সন ম্যাচ খেলিনি। যেহেতু আমরা ওদের ওখানে গিয়ে একটি ওয়ানডে প্রস্তুতি ম্যাচ খেলব; এরপর টোয়েন্টি২০ খেলব। সেক্ষেত্রে ওদের আবহাওয়ার সঙ্গে মানিয়ে নেওয়ার সুযোগ রয়েছে। আর ওদের ওখানে এর আগেও আমরা খেলেছি। আমরা একটু হলেও জানি। সব কিছু নির্ভর করে ওদের ওখানে গিয়ে কেমন খেলব তার ওপর; শুরুটা কেমন হবে তার ওপর। আশা করছি সব কিছু আমাদের ভাল হবে। ২০১০ সালের পুনরাবৃত্তি হতে পারে কিনা? এমন প্রশ্নের জবাবে মুশফিক বলেন একটা ভাল অবস্থানে থাকলে তা দলের জন্য ইতিবাচক হিসেবে কাজ করে। ওই সময় দলের মধ্যে একটা স্পিরিট ছিল। এছাড়া আমরা ভাল ক্রিকেটও খেলেছিলাম, তাই জিতেছি।তখন ওদের দলে একটু সমস্যা ছিল। কিন্তু এবার ওদের দলটা আগের চেয়ে শক্তিশালী। আপনি যেখানেই খেলেন না কেনও ভাল ক্রিকেট খেললে যেকোন দলকে হারান সম্ভব। গত এক দেড় বছর আমরা যেমনটি খেলছিলাম তেমনটি এই বছর খেলতে পারছি না। উইন্ডিজে যেন জয়ে ফিরতে পারি সেই চেষ্টাই করব। ওয়েস্ট ইন্ডিজের উইকেট সম্পর্কে তিনি বলেন ইংল্যান্ড, অস্ট্রেলিয়া বা দক্ষিণ আফ্রিকার মতো বাউন্সি উইকেটে বা ফিল্ডিং উইকেটে হয়তো আমরা যাচ্ছি না। আমরা বাইরে খেলতে যাচ্ছি। আর বাইরে আমাদের অর্জন যে খুব ভাল তাও না। ওদের বিপক্ষে খেলার জন্য আমরা কিছু পরিকল্পনা করেছি- ওদেরকে যেন হারান সম্ভব হয়। মিডেল অর্ডারে যেন ভাল করা যায় তাও লক্ষ্য রেখেছি। দলে তরুণ কিছু ক্রিকেটার আছে এমন মন্তব্য করে মুশফিক বলেন, বিজয়-আল আমিন-তাসকিন সবাই নতুন হিসেবে ভাল খেলছে। তাদের জন্য এটা বড় একটা সুযোগ। দলে বেশকিছু ভাল ব্যাটসম্যান আছে; আমাদের বোলারদের সুযোগ থাকবে। সেই দিক থেকে বলব যে এবারের সফরে আমাদের জন্য একটা প্লাস পয়েন্ট থাকছে।
সম্পর্কিত সংবাদ

অপরাধ
শাহজাদপুরে সরকারি গাছ বিক্রি করে ঋণের দায় শোধ স্কুল দপ্তরির!
শাহজাদপুরে ঋণের টাকা পরিশোধে ব্যর্থ হয়ে পাওয়ানাদারকে সরকারি ক্যানেলের ৫০টি সরকারি গাছ বিক্রি করে টাকা নিতে বলেছেন

দিনের বিশেষ নিউজ
রবীন্দ্র অনুরাগী ভক্তের মিলনকেন্দ্র কবিগুরুর কাছারিবাড়ি
সিরাজগঞ্জ জেলার দুগ্ধশিল্প ও তাঁতসমৃদ্ধ শাহজাদপুর উপজেলার প্রাণকেন্দ্র দ্বারিয়াপুরে অবস্থিত উত্তরাঞ্চলের সর্ববৃহৎ

জাতীয়
আজ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৫৫ তম জন্মবার্ষিকী
অনলাইন নিউজ ডেস্ক : আজ বৃহস্পতিবার দিবাগত রাতে পবিত্র শবে কদর। ধর্মপ্রাণ মুসলমানের কাছে এ রাত হাজার রাতের চেয়ে পুণ্যময়... মোঃ মুমীদুজ্জামান জাহান, নিজস্ব প্রতিনিধিঃ উল্লাপাড়ায় ২২ দিন বয়সের একটি বকন বাছুর প্রতিদিন আধা কেজি করে দুধ দিচ্ছে। অবিশ... বৃহস্পতিবার সকালে শাহজাদপুর উপজেলার যমুনা নদী তীরবর্তী সোনাতুনী ইউনিয়নের প্রত্যান্ত অঞ্চল ও ভয়াবহ বন্যা কবলিত দুর্গম চরা...
জাতীয়
আজ বৃহস্পতিবার দিবাগত রাত পবিত্র শবে কদর
ফটোগ্যালারী
অলৌকিক ঘটনা!!! উল্লাপাড়ায় দুধ দিচ্ছে ২২ দিনের বকন বাছুর
বন্যা
অসহায় বন্যাদুর্গতদের মাঝে সার্কেল শাহজাদপুরের উদ্দ্যোগে ত্রান বিতরন