চন্দন কুমার আচার্য, বেলকুচি প্রতিনিধিঃ আসন্ন পৌরসভা নির্বাচনে সিরাজগঞ্জের বেলকুচিতে পৌরসভায় আগামী ৩০ ডিসেম্বর বুধবার দিনব্যাপি নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনে প্রার্থীগণ জনযট, যানজট, পরিবেশ দুষন, ড্রেনেস ব্যবস্থা, মাদক মুক্ত, সন্তাস মুক্ত, রাস্তা ঘাট ব্রিজ কালভার্ট উন্নয়ন, বিদ্যুৎ ব্যবস্থা বাস্তবায়ন, প্রতি বছর জনগণের সামনে আয়-ব্যায়ের বিবরণীসহ নানা প্রতিশ্রুতি দিয়ে প্রচারনা করে আসছে ভোটারদের মাঝে। বর্তমান মেয়র কাউন্সিলররা তাদের উন্নয়ন তুলে ধরছে ভোটারদের সামনে। এ পৌরসভায় ৩ মেয়র, ৪১ পুরুষ কাউন্সিলর ও ১৪ জন সংরক্ষিত মহিলা কাউন্সিলর নির্বাচনে অংশ গ্রহন করছে। বেলকুচি পৌরসভায় ৯টি ওয়াডের্, ২৫টি ভোট কেন্দ্রে ও ১শত ৩৮টি বুথের মোট ভোটার ৪৬হাজার ৪শত ১৮ভোটের মধ্যে পুরুষ ২৪হাজার ১শত ২৬জন ও মহিলা ২২হাজার ২শত ৯২জন ভোটার রয়েছে। এদের মধ্যে উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি বেগম আশানুর বিশ্বাস (নৌকা), উপজেলা বিএনপি’র আহ্বায়ক ও সাবেক পৌর প্রশাসক হাজী আল আমিন জামাল ভূইয়া (ধানের শীষ) ও ইসলামী আন্দোলন বাংলাদেশ বেলকুচি উপজেলা শাখার সাধারণ সম্পাদক মাওঃ রেজাউল করিম (হাত পাখা) প্রতীক নিয়ে নির্বাচন করছে। ১নং ওয়ার্ডঃ সুবর্ণসাড়া, বয়ড়াবাড়ী ও বেড়াখারুয়া গ্রাম নিয়ে ঘঠিত। ৩টি ভোট কেন্দ্রে ৫হাজার ৮শত ৬৯জন ভোটারের মধ্যে সাধারণ কাউন্সিলর ৬জন এরা হলেন, বর্তমান কাউন্সিলর হাজী আব্দুল ছোবাহান (ব্লাক বোর্ড), আল মামুন সিদ্দিক (পানির বোতল), মাহবুবুর আজাদ তারেক (পাঞ্জাবী), রহিদুল আলম (টেবিল ল্যাম্প), জেলহজ উদ্দিন সরকার (উট পাখি) ও মোতালেব হোসেন সরকার (ডালিম) মার্কায় প্রতিদ্বন্দিতা করছেন। ২নং ওয়ার্ডঃ দেলুয়া, রানীপুরা, রতনকান্দি, ক্ষিদ্রমাটিয়া, লক্ষীপুর, বাঙ্গুয়া ও সোহাগপুর গ্রাম নিয়ে গঠিত। ৫টি কেন্দ্রে ৮ হাজার ১শত ৬৭জন ভোটারের মধ্যে সাধারণ কাউন্সিলর ৪ জন এরা হলেন, শহিদুল ইসলাম (উঠ পাখি), বর্তমান কাউন্সিরর গোলজার হোসেন মোল্লা (পাঞ্জাবী), জামায়াত সমর্থিত আলীম রব্বানী শেখ (পাণির বোতল) ও আব্দুল আওয়াল (ডালিম) প্রতীক নির্বাচন প্রতিদ্বন্দিতা করছেন । ৩ নং ওয়ার্ডঃ চালা গ্রাম নিয়ে গঠিত। ৪টি কেন্দ্রে ৭ হাজার ৫শত ৩৫জন ভোটার। সাধারণ কাউন্সিলর ৬ জন এরা হলেন, আজগর আলী প্রাং (পানির বোতল), বর্তমান কাউন্সিলর আকতার হোসেন (ডালিম), রফিকুল ইসলাম মোমিন (উঠ পাখি), মহের আলী প্রাং (টেবিল ল্যাম্প), দয়াল কুমার রাজবংশী (পাঞ্জাবী) ও জাতীয় পার্টি সমর্থিত রফিকুল ইসলাম ফজলু (ব্ল্যাক বোর্ড) প্রতীক নির্বাচন প্রতিদ্বন্দিতা করছেন। ৪নং ওয়ার্ডঃ চর চালা ও জিধুরী গ্রাম নিয়ে গঠিত। ২টি ভোট কেন্দ্রে ৩ হাজার ৮শত ৮৩ জন ভোটারে মধ্যে সাাধারণ কাউন্সিলর ৩ জন এরা হলেন, বর্তমান কাউন্সিলর মোন্তাজ আলী প্রাং (উঠ পাখি), ইকবাল হোসেন রানা (পাঞ্জাবী) ও ইউসূফ আলী শেখ (পানির বোতল) প্রতীক নির্বাচন প্রতিদ্বন্দিতা করছেন । ৫নং ওয়ার্ডঃ গাড়ামাসী গ্রাম নিয়ে গঠিত। ২টি ভোট কেন্দ্রে ৪ হাজার ১শত ৭জন ভোটারের মধ্যে সাধারণ কাউন্সিলর ৫ জন এরা হলেন, বর্তমান কাউন্সিলর আব্দুল্লাহ আল মামুন (উট পাখি), সাবেক কাউন্সিলর মনজুর হোসেন (পানির বোতল), আলম মন্ডল (ডালিম), ফজলুর রহমান ফজল (পাঞ্জাবী) ও আয়নাল হক (টেবিল ল্যাম্প) প্রতীক নির্বাচন প্রতিদ্বন্দিতা করছেন । ৬ নং ওয়ার্ডঃ চন্দনগাঁতী গ্রাম নিয়ে গঠিত। ২টি ভোট কেন্দ্রে ৪ হাজার ৪শত ২৭জন ভোটারের মধ্যে সাধারণ কাউন্সিলর ৪ জন এরা হলেন, ফজলুর রহমান (উট পাখি), আব্দুল কুদ্দুস মোল্লা (পানির বোতল), মোকলেছুর রহমান (ডালিম) ও শহিদুল ইসলাম বকুল (পাঞ্জাবী) প্রতীক নির্বাচন প্রতিদ্বন্দিতা করছেন । ৭ নং ওয়ার্ডঃ মুকুন্দগাঁতী গ্রাম নিয়ে গঠিত। ২টি ভোট কেন্দ্রে ৪ হাজার ৫শত ৩২ জন ভোটারের মধ্যে প্রতিদ্বন্দিতা করছেন ৪জন। এরা হলেন, বর্তমান কাউন্সিলর আতাব আলী প্রাং (উট পাখি), সাবেক মেম্বর আব্দুস ছোবাহান (ডালিম) , বদর উদ্দিন মন্ডল (পানির বোতল) ও গনী মোল্লা (পাঞ্জাবী) প্রতীক নির্বাচন প্রতিদ্বন্দিতা করছেন । ৮নং ওয়ার্ডঃ শেরনগর গ্রাম নিয়ে গঠিত। ২টি ভোট কেন্দ্রে ৩ হাজার ৭৭ জন ভোটারের মধ্যে সাধারণ কাউন্সিলর ৩ জন এরা হলেন, বর্তমান কাউন্সিলর আলম প্রামানিক (উট পাখি), ওমর ফারুক সরকার (পানির বোতল) ও লাল মিয়া (ডালিম) প্রতীক নির্বাচন প্রতিদ্বন্দিতা করছেন । ৯ নং ওয়ার্ডঃ কামারপাড়া ও শেরনগর আংশিক নিয়ে গঠিত। ২টি কেন্দ্রে ৪ হাজার ১শত ৩২ জন ভোটারের মধ্যে সাাধারণ কাউন্সিলর ৬ জন এরা হলেন, ইসমাইল হোসেন (পানির বোতল), বর্তমান কাউন্সিলর ও প্যানেল মেয়র শফিকুল ইসলাম (নয়ন মোল্লা) (ব্রীজ), হাজী এস এম ইব্রাহীম কায়ছার সোহাগ (উট পাখি), সাব্বির আহম্মেদ (ডালিম), ফরহাদ আলী (পাঞ্জাবী) ও সুজাবত আলী বেপারী (টেবিল ল্যাম্প) প্রতীক নির্বাচন প্রতিদ্বন্দিতা করছেন। ১,২,৩ নং ওয়ার্ডে সংরক্ষিত মহিলা আসনঃ সুবর্ণসাড়া, বয়ড়াবাড়ী, বেড়াখারুা, দেলুয়া, রানীপুরা, রতনকান্দি, ক্ষিদ্রমাটিয়া, লক্ষিপুর বাঙ্গুয়া ও সোহাগপুর গ্রাম নিয়ে গঠিত। ১২টি কেন্দ্রে ভোটার সংখ্যা ২১ হাজার ৫শত ৭১ জন ভোটারের মধ্যে মহিলা কাউন্সিলর পদে ৫ জন এরা হলেন, নাসিমা খাতুন (গ্যাসর চুলা), বর্তমান সংরক্ষিত মহিলা কাউন্সিলর লূৎফর নেছা লিলি (কাঁচি), স্বীকৃতি বেগম (ভ্যানেটি ব্যাগ), বিউটি পারভীন (মৌ মাছি) ও মজির্না খাতুন (আঙ্গুর) প্রতীক নির্বাচন প্রতিদ্বন্দিতা করছেন। ৪,৫,৬ নং ওয়ার্ডে সংরক্ষিত মহিলা আসনঃ চর চালা, জিধুরী, গাড়ামাসী ও চন্দনগাতী গ্রাম নিয়ে গঠিত। ৭টি ভোট কেন্দ্রে ১২ হাজার ৪শত ১৭ জন ভোটারের মধ্যে প্রতিদ্বন্দিতা করবে ৭ জন এরা হলেন, বর্তমান সংরক্ষিত মহিলা কাউন্সিলর বুলবুলি খাতুন (মৌমাছি), আঞ্জুয়ারা খাতুন (ভ্যানেটি ভ্যাগ), জাহেদা খাতুন (আঙ্গুর), আঞ্জুয়ারা খাতুন-২ (পুতুল), ফাতেমা খাতুন (চকলেট), শাপলা খাতুন (গ্যাসের চুলা) ও এসমে খাতুন (কাঁচি) প্রতীক নির্বাচন প্রতিদ্বন্দিতা করছেন । ৭,৮,৯ নং ওয়ার্ডে সংরক্ষিত মহিলা আসনঃ মুকুন্দগাঁতী, শেরনগর ও কামারপাড়া গ্রাম নিয়ে গঠিত। ৬টি ভোট কেন্দ্রে ১১ হাজার ৭শত ৪১জন ভোটারের মধ্যে সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ২ জন এরা হলেন, ফরিদা পারভীন শিল্পি ( কাঁচি), নার্গিস বেগম উষা (আঙ্গুর) প্রতীক নির্বাচন প্রতিদ্বন্দিতা করছেন । ভোটাররা সুষ্ঠু ও শান্তিপূর্ণ ভোট প্রদানের আশ্বাস করছেন।
সম্পর্কিত সংবাদ
আন্তর্জাতিক
কাল তৃতীয় বৈঠকে বসছে মস্কো-কিয়েভ
রাশিয়া ও ইউক্রেনের প্রতিনিধিদল সোমবার (৭ মার্চ) তৃতীয় দফায় বৈঠকে বসতে যাচ্ছে। ইউক্রেনে রক্তাক্ত সংঘর্ষ অবসানের লক্ষ্যে...
আইন-আদালত
৪২ দিন পর সাংবাদিক শিমুল হত্যা মামলার চার্জশীট আমলে নিলেন আদালত
শামছুর রহমান শিশির, শাহজাদপুর থেকে : আজ মঙ্গলবার সিরাজগঞ্জের শাহজাদপুরে সংঘটিত দেশ-বিদেশে বহুল আলোচিত ও চাঞ্চল্যকর দৈনিক...
রাজনীতি
সিরাজগঞ্জে পৌর নির্বাচনে বিএনপি’র ৬ প্রার্থী চূড়ান্ত
অনলাইন ডেস্কঃ সিরাজগঞ্জের ছয়টি পৌরসভা নির্বাচনে মেয়র পদে বিএনপি দলীয় প্রার্থীদের মনোনয়ন...
শাহজাদপুরে যমুনার চরে গমের বাম্পার ফলন
সিরাজগঞ্জের শাহজাদপুর আসনের সাবেক দুই সংসদ সদস্যসহ পাঁচজনের বিরুদ্ধে চাঁদাবাজির মামলা হয়েছে।
ঘটনার দুই বছর পর বৃহস্পতিব... মরণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে কেউ মৃত্যুবরণ করলে পরিবার চাইলে বিনা খরচে তার দাফনের ব্যবস্থা করবে পাবনা জেলা যুবলীগ।...
রাজনীতি
শাহজাদপুরের সাবেক এমপি কবিতা ও চয়নের বিরুদ্ধে চাঁদাবাজি মামলা
রাজনীতি
করোনায় মৃত ব্যক্তির দাফন করতে তৈরি পাবনা জেলা যুবলীগ
