বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর ২০২৫
গত রবিবার বিকেলের কালবৈশাখী ঝড় ও শিলাবৃষ্টিতে সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার ধুকরিয়াবেড়া ও দৌলতপুর ইউনিয়নের ১৫ হাজার ১৭৬ জন কৃষকের ১ হাজার ২২৩ হেক্টর জমির ইরি-বোরো ধানের ক্ষতি হয়েছে। এ ছাড়া এ ঝড়ে ৬৯.৫ হেক্টর জমির সবজি, ১০.৩ হেক্টর জমির পাট ও ২.৫ হেক্টর জমির তিলের ক্ষতি হয়েছে। এ ক্ষতির পরিমাণ প্রায় ২১ কোটি টাকা বলে বেলকুচি উপজেলা কৃষি সম্প্রসারণ অফিস সূত্রে জানা গেছে। ক্ষতিগ্রস্ত এলাকাগুলো হল- দৌলতপুর, ধুকুরিয়াবেড়া, লক্ষিপুর, গোপালপুর, সাতলাঠি, খামার উল্লাপাড়া, গয়নাকান্দি, জালু মেটুয়ানি ও সরাতৈল। এসব ক্ষতিগ্রস্ত এলাকার কৃষকেরা সারা বছর এখন কী খেয়ে জীবন ধারণ করবেন সেই চিন্তায় দিশেহারা হয়ে পড়েছেন। এ বিষয়ে বেলকুচি উপজেলার ধুকুরিয়াবেড়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আলহাজ আলী ও সড়াতৈল গ্রামের রমজান মাল বলেন, রবিবার বাদ আসরের দিকে আকাশে একখণ্ড মেঘ জমে। তা মুহূর্তে কালো অন্ধকারে পুরো এলাকা ছেয়ে ফেলে। এরপর শুরু হয় দমকা হাওয়া ও শিলাবৃষ্টি। আধঘণ্টাব্যাপী এ ঝড়ে গাছপালা ও বাড়িঘর ভেঙে মাটিতে শুয়ে পড়ে। ঘরের টিন উড়ে গাছের ডালে আটকে পড়ে। এ ছাড়া দমকা ও ঝড়ো বাতাসে উঠতি ইরি-বোরো ধানের ব্যাপক ক্ষতি হয়। শিলের আঘাতে ধানের থোড় ভেঙে গেছে। এ বিষয়ে দৌলতপুর গ্রামের কৃষক হাজী শওকত আলী, ফজলুল হক, মোছা. হালিমা খাতুন, নূরু প্রামাণিক, আবুল কাশেম, নজরুল ইসলাম, ধুকুরিয়াবেড়া গ্রামের নজরুল মোল্লা, জালু মেটুয়ানি গ্রামের তালেব আলী, রতন সরকার বলেন, চোখের সামনে শিলের আঘাতে সব জমির উঠতি ইরি-বোরো ধান নষ্ট হয়ে গেছে। সারা বছর এ ধান দিয়ে আমরা পরিবার পরিজন নিয়ে জীবিকা-নির্বাহ করি। ধান নষ্ট হয়ে যাওয়ায় আমরা সারা বছর কি খেয়ে থাকব তা ভেবে পাচ্ছি না। সরকার আমাদের অনুদান ও কৃষি প্রণোদনা না দিলে আমাদের না খেয়ে মরতে হবে। এ ছাড়া এ ঝড়ে জালু মেটুয়ানি গ্রামের মাস্টার পোল্ট্রি ফিডের ব্যাপক ক্ষতি হয়েছে। এ বিষয়ে এ পোলট্রি ফিটের মালিক আব্দুল আজিজ মাস্টার জানান, তার ফার্মের একটি নতুন শেডের সিমেন্টের টিনের চাল শিলার আঘাতে ভেঙে চুরমার হয়ে গেছে। এ ছাড়া অপর একটি শেডের টিনের চাল ঝড়ে উড়ে গেছে। ফলে ২০০ মুরগি মারা গেছে। এতে তার ৪/৫ লাখ টাকার ক্ষতি হয়েছে। এ বিষয়ে বেলকুচি উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কল্যাণ প্রসাদ পাল বলেন, কৃষকদের এ ক্ষয়ক্ষতির পরিমাণ উল্লেখ করে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে প্রতিবেদন পাঠিয়েছি। বরাদ্দ পাওয়া গেলে তা কৃষকদের মাঝে দ্রুত বিতরণ করা হবে। এ ছাড়া শাহজাদপুর উপজেলার খুকনি ইউনিয়নের খুকনি ইসলামপুর, গুপিনাথপুর ও উল্লাপাড়া উপজেলার উধুনিয়া ইউনিয়নের উধুনিয়া, আগরপুর, গজাইল, সলপ ইউনিয়নের ভাঙ্গাবাড়ি, শ্রীপুর ও গবিন্দপুরে এ ঝড়ে ইরি-বোরো ধানের ব্যাপক ক্ষতি হয়েছে।

সম্পর্কিত সংবাদ

শাহজাদপুরে গোসল করা নিয়ে দু'পক্ষের সংঘর্ষে আহত ১০

শাহজাদপুর

শাহজাদপুরে গোসল করা নিয়ে দু'পক্ষের সংঘর্ষে আহত ১০

সিরাজগঞ্জের শাহজাদপুরে জলাশয়ে গোসল করাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে ১০ জন আহত হয়েছে। বেলাল প্রামানিক ও এলাকাবাসী সূ...

করোনায় আশার আলো দেখাচ্ছে ভারতের ভ্যাকসিন

আন্তর্জাতিক

করোনায় আশার আলো দেখাচ্ছে ভারতের ভ্যাকসিন

ভারতের প্রথম সাম্ভব্য করোনাভ্যাকসিন কোভ্যাকসিন মানবশরীরে ট্রায়ালের জন্য ড্রাগ কন্ট্রোল জেনারেল অব ইন্ডিয়ার ছাড়পত্র পেল...

শাহজাদপুরে বাবা-মায়ের কবরের পাশেই চিরনিদ্রায় শায়িত এমপি স্বপন

জাতীয়

শাহজাদপুরে বাবা-মায়ের কবরের পাশেই চিরনিদ্রায় শায়িত এমপি স্বপন

সিরাজগঞ্জ-৬ (শাহজাদপুর) আসনের সংসদ সদস্য ও সাবেক শিল্প উপমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব হাসিবুর রহমান স্বপন সবাইকে শোক...

নতুন নোটেও থাকছে শেখ মুজিবের ছবি

অর্থ-বাণিজ্য

নতুন নোটেও থাকছে শেখ মুজিবের ছবি

ছোট এসব নোটের পাশাপাশি বাজারে ছাড়া ১০০, ২০০, ৫০০ ও ১০০০ টাকার নতুন নোটও বিদ্যমান ডিজাইনের বলে সংশ্লিষ্টরা নিশ্চিত করেছেন...

খরস্রোতা করতোয়া শুকিয়ে এখন ফসলের মাঠ!

অর্থ-বাণিজ্য

খরস্রোতা করতোয়া শুকিয়ে এখন ফসলের মাঠ!

শামছুর রহমান শিশির : ভারতের মরুকরণ প্রক্রিয়ার যাতাকলে পড়ে এক সময়ের প্রবলা, প্রমত্তা, প্রগলভা, সমুদ্রের যোগ্য সহচারী, স্র...

শিমুল হত্যা: আবারও প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চাইলেন স্ত্রী।

অপরাধ

শিমুল হত্যা: আবারও প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চাইলেন স্ত্রী।

অনলাইন নিউজ এডিটর : সমকালের সাংবাদিক আবদুল হাকিম শিমুল হত্যার ১৭ মাস পার হলেও এখনও বিচার শুরু হয়নি। এতে চরম উদ্বেগ, উৎকন...