সরকার রোববার আনুষ্ঠানিকভাবে বৈদেশিক সহায়তা বিষয়ক ওয়েব পোর্টাল বা তথ্য বাতায়ন বাংলাদেশ এইড ইনফরমেশন ম্যানেজমেন্ট সিস্টেম(এইমস) চালু করেছে।
রোববার রাজধানীর আগারগাঁওয়ে এনইসি সম্মেলন কেন্দ্রে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত আনুষ্ঠানিকভাবে এই বৈদেশিক সহায়তাবিষয়ক ওয়েব পোর্টালের শুভ উদ্ভোধন করেন।
অর্থমন্ত্রী বলেন, ‘বাংলাদেশে আসা বৈদেশিক সাহায্যের পরিমাণ ও ব্যবহার সংক্রান্ত তথ্য জানার পাশাপাশি এইমসের মাধ্যমে আরো বেশি স্বচ্ছতা আসবে। কারণ এইমস হল একটি টেকনিক্যাল মাধ্যম। এর মাধ্যমে দাতা সংস্থার কাছ থেকে পাওয়া অর্থের ছাড় এবং প্রতিশ্রুতি খুব সহজেই পাওয়া যাবে।’
অনুষ্ঠানে জানানো হয়, এইড ইনফরমেশন ম্যানেজমেন্ট সিস্টেম (এইমস) হচ্ছে এমন একটি ওয়েব ভিত্তিক সফটওয়্যার, যার মাধ্যমে বিদেশ থেকে আসা উন্নয়ন সাহায্য সম্পর্কিত যাবতীয় তথ্য ও উপাত্তসমূহ অনলাইনে একটি নির্দিষ্ট ওয়েবসাইটে রক্ষণাবেক্ষণ ও প্রয়োজনমতো ব্যবহার করা সম্ভব।
এইমস চালু হবার ফলে বাংলাদেশে আসা বৈদেশিক সাহায্যের পরিমাণ ও ব্যাবহার সংক্রান্ত তথ্য ও উপাত্তসমূহ এইমস ওয়েবসাইট থেকে সংগ্রহ করা যাবে। বিভিন্ন দাতা, খাত বা অঞ্চল অনুযায়ী বৈদেশিক সাহায্যপুষ্ট প্রকল্পসমূহের প্রতিশ্রুত ও ছাড়কৃত অর্থের পরিমাণ এইমসের মাধ্যমে জানা যাবে। বাংলাদেশ সরকার ও দাতারা এই সিস্টেমের মাধ্যমে লাভবান হবে।
এখন পর্যন্ত পৃথিবীর ৪০টিরও বেশি দেশে বিভিন্ন ধরনের এইমস সফটওয়্যার ব্যবহার করা হচ্ছে। তবে বাংলাদেশ হচ্ছে খুব সল্প সংখ্যক দেশগুলোর একটি, যারা নিজেরাই তাদের দেশিও লোকবলের মাধ্যমে এই এইমস সফটওয়্যার তৈরি করতে পেরেছে।
অর্থনৈতিক সম্পর্ক বিভাগ কর্তৃক আয়োজিত ও অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সচিব মোহাম্মদ মেজবাহউদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর অর্থ উপদেষ্টা মশিউর রহমান, অর্থ প্রতিমন্ত্রী এম এ মান্নান প্রমুখ।
সম্পর্কিত সংবাদ
শাহজাদপুর আইনজীবী সমিতির নব-নির্মিত ভবনের ছাদ ঢালাই কার্যক্রমের উদ্বোধন
শাহজাদপুর প্রতিনিধি: শাহজাদপুর চৌকি আদালতের আইনজীবী সমিতির নব-নির্মিত ভবনের ছাদ ঢালাই কর...
সিরাজগঞ্জ জেলার সংবাদ
সাংবাদিক চকর মালিথা পরিচয়ে চাঁদা আদায়, বহিষ্কৃত আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার
ফোনে তিনি নিজেকে চ্যানেল আই এর সাংবাদিক চকর মালিথা বলে পরিচয় দিতে থাকেন। সে ইউএনওদের কাছে মোটা অঙ্কের টাকা দাবি করে। টাক...
রাজনীতি
শাহজাদপুর সরকারি বিশ্ববিদ্যালয় কলেজে নবীন বরণ অনুষ্ঠান
আবহমান গ্রাম বাংলার বিলুপ্তপ্রায় এক ফলের নাম চালতা! চালতা একটি বিষ্ময়কর ফল, যা তার অনন্য পুষ্টিগুণ এবং ঔষুধি গুণের জন্য মো:মামুন বিশ্বাস,শাহজাদপুর ,সিরাজগঞ্জ: শাহজাদপুর উপজেলার পৌরসদরের পাড়কোলা গুচ্ছ গ্রামে শ... শাহজাদপুর সংবাদ ডেক্স :- পৌর নির্বাচনে শাহজাদপুরে বিএনপি’র মেরয় প্রার্থী নজরুল ইসলাম ও বিদ্রোহী প্রার্থী আব্দুর রহিম ভোট...
দিনের বিশেষ নিউজ
বিষ্ময়কর এক ফল 'চালতা'
শাহজাদপুর উপজেলা প্রশাসনের উদ্যেগে শীতবস্ত্র বিতরন
রাজনীতি
শাহজাদপুরে বিএনপি’র মেয়র প্রার্থী নজরুল ইসলাম ও বিদ্রোহী প্রার্থী আব্দুর রহিম ভোট বর্জন করেছেন।
