শাহজাদপুর সংবাদ ডটকমঃ বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি অস্থিতিশীল করে সেনা অভ্যুত্থানের মাধ্যমে হাসিনা সরকারের পতন ঘটানোর চক্রান্ত করছে জামায়াতে ইসলামী। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি যুক্তরাষ্ট্র সফরে দেশটির প্রেসিডেন্ট বারাক ওবামার সঙ্গে বিষয়টি নিয়ে আলোচনা করবেন। পাশাপাশি হাসিনা সরকারের প্রতি যুক্তরাষ্ট্রের সমর্থন অব্যাহত রাখার অনুরোধ জানাবেন মোদি।
বৃহস্পতিবার ভারতের গণমাধ্যম ইকোনমিক টাইমস-এর অনলাইনে প্রকাশিত এক প্রতিবেদনে দিল্লিতে প্রধানমন্ত্রীর কার্যালয়ের সূত্রের বরাত দিয়ে এ তথ্য জানানো হয়েছে।তবে বাংলাদেশের সুশৃংখল সেনাবাহিনীর বিরুদ্ধে এটা কোন ষড়যন্ত্র কিনা তা খতিয়ে দেখতে পারে বলে নিরাপত্তা বিশ্লেষকরা মনে করেন।
ভারতের নিরাপত্তাবাহিনী ঢাকা থেকে তথ্য পেয়েছে, পাকিস্তানের গোয়েন্দা সংস্থা ইন্টার সার্ভিস ইন্টেলিজেন্সের (আইএসআই) সমর্থনপুষ্ট জামায়াত সেনাবাহিনীতে কর্মরত মৌলবাদী ধ্যানধারণার কিছু কর্মকর্তার মাধ্যমে হাসিনা সরকারকে ক্ষমতাচ্যুত করার চক্রান্তে লিপ্ত রয়েছে।
২০০৯ সালে শেখ হাসিনার আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোট ক্ষমতায় আসার পর ১৯৭১ সালে মুক্তিযুদ্ধে মানবতাবিরোধী অপরাধের সঙ্গে যুক্ত জামায়াত নেতাদের বিচার শুরু করে। এরপর এ বিচারকে কেন্দ্র করে দলটি সহিংস হয়ে ওঠে। একই সঙ্গে সরকারবিরোধী তৎপরতায় লস্কর-ই-তৈয়বাসহ বিভিন্ন সন্ত্রাসী গোষ্ঠীর সঙ্গে আঁতাত রাখছে জামায়াত।
গত বছর দলীয় বিধিবিধান থেকে ধর্মীয় বিষয় বাদ দিতে অস্বীকৃতি জানানোয় জামায়াতকে নির্বাচনে অংশগ্রহণের ব্যাপারে নিষিদ্ধ করেন আদালত।
সূত্র জানায়, আগামী সপ্তাহে মোদি যখন আঞ্চলিক অবস্থা নিয়ে ওবামা ও যুক্তরাষ্ট্রের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করবেন, তখন হাসিনা সরকার ও বাংলাদেশে সাম্প্রদায়িক হুমকির বিষয়টি উপস্থাপন করবেন বলে ধারণা করা হচ্ছে।
ভারত ও বাংলাদেশে আল-কায়েদার হুমকি ও দক্ষিণ এশিয়ায় সীমান্ত পার হয়ে আসা সন্ত্রাসীদের বিষয়েও মার্কিন কর্মকর্তাদের অবহিত করবেন মোদি।
যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে জাতিসংঘের চলমান সাধারণ অধিবেশনের ফাঁকে আগামী ২৭ সেপ্টেম্বর শেখ হাসিনার সঙ্গে বৈঠক করবেন মোদি। শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে কী হুমকি রয়েছে, সেটিও তুলে ধরবেন তিনি।
শাহজাদপুর সংবাদ ডটকম/পিএনএস/27.09.2014
সম্পর্কিত সংবাদ
৩’শ ৬০ জন দুগ্ধদাই মাতাকে ভাতা কার্ড প্রদান
শাহজাদপুর প্রতিনিধি: গতকাল বৃহস্পতিবার সকালে ল্যাকটেটিং মাদার সহায়তা তহবিলের আওতায় শাহজাদপুর পৌরসভা কর্তৃক বাছাইকৃত উপক...
৪ ফেব্রুয়ারী সালমান, সানি লিওন আসছেন ঢাকায়
শামছুর রহমান শিশির, শাহজাদপুর থেকে : আজ মঙ্গলবার সিরাজগঞ্জের শাহজাদপুরে সংঘটিত দেশ-বিদেশে বহুল আলোচিত ও চাঞ্চল্যকর দৈনিক... সিরাজগঞ্জ জেলার শাহজাদপুরে নবী ও রাসুল হযরত মোহাম্মদ (সাঃ) এর জীবন ও কর্ম শীর্ষক ফোনে তিনি নিজেকে চ্যানেল আই এর সাংবাদিক চকর মালিথা বলে পরিচয় দিতে থাকেন। সে ইউএনওদের কাছে মোটা অঙ্কের টাকা দাবি করে। টাক...
আইন-আদালত
৪২ দিন পর সাংবাদিক শিমুল হত্যা মামলার চার্জশীট আমলে নিলেন আদালত
স্বাস্থ্য
৫টি উপায়ে মনকে নিয়ন্ত্রণে রাখুন
দিনের বিশেষ নিউজ
শাহজাদপুরে রাসুল (সাঃ) এর জীবন ও কর্ম বিষয়ক সেমিনার অনুষ্ঠিত
সিরাজগঞ্জ জেলার সংবাদ
সাংবাদিক চকর মালিথা পরিচয়ে চাঁদা আদায়, বহিষ্কৃত আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার
