শুক্রবার, ১৭ মে ২০২৪
17-3 শাহজাদপুর সংবাদ ডটকম : টানা বর্ষণ, পাহাড়ি ঢল আর প্রবল জোয়ারে দেশের বিভিন্ন স্থানে বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। গতকাল শুক্রবার ব্রহ্মপুত্র ছাড়া দেশের সব নদ-নদীর পানি বৃদ্ধি পেয়েছে। এতে প্লাবিত হয়েছে নতুন নতুন এলাকা। কয়েকটি নদীর পানি কমলেও শুরু হয়েছে ভাঙন। কয়েকটি এলাকায় বন্যা নিয়ন্ত্রণ বাঁধ এরইমধ্যে পানিতে বিলীন হয়ে গেছে।পানিবন্দী লাখ লাখ মানুষ দুর্ভোগে পড়েছেন। বন্যায় রোপা আমনসহ ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। এদিকে বন্যায় ক্ষতিগ্রস্তদের জন্য পর্যাপ্ত ত্রাণসামগ্রী এখনো বরাদ্দ হয়নি। এদিকে সিরাজগঞ্জে ও জামালপুরে বন্যা পরিস্থিতির আরো অবনতি হয়েছে। দুই জেলার জেলার বিভিন্ন ইউনিয়নের ৩৫০টি গ্রাম নতুন করে প্লাবিত হয়ে প্রায় ১ লাখ মানুষ পানিবন্দী হয়ে পড়েছে।17-2 (2) যমুনার উলিয়ার পয়েন্টে এক হাজার ২০০ মিটার বন্যা নিয়ন্ত্রণ বাঁধ এরইমধ্যে পানিতে বিলীন হয়ে গেছে।বগুড়ার সারিয়াকান্দি উপজেলায় পৌনে ৪ কিলোমিটার বন্যা নিয়ন্ত্রণ বাঁধ ঝুঁকির মুখে পড়েছে। বাঁধের ৫টি পয়েন্টে প্রায় ৩০০ মিটার ধসে গেছে। রাজবাড়ীর গোয়ালন্দে ফসলের ক্ষতিসহ পানিবন্দী হয়েছে কয়েকশ পরিবার। এছাড়া পানি বৃদ্ধি পাওয়ায় সিরাজগঞ্জ, লালমনিরহাটের পাটগ্রাম, টাঙ্গাইলের দেলদুয়ার ও গাইবান্ধার সাঘাটায় নতুন নতুন এলাকা প্লাবিত হয়েছে। কুড়িগ্রাম ও রংপুরে বন্যা পরিস্থিতি অপরিবর্তিত রয়েছে।এদিকে শুক্রবার পানি উন্নয়ন বোর্ডের বন্যা তথ্য কেন্দ্রের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ব্রহ্মপুত্র ছাড়া দেশের সব প্রধান নদ-নদীর পানি বৃদ্ধি পাচ্ছে। আগামী ৭২ ঘণ্টায় গঙ্গা-পদ্মা এবং ঢাকা শহর সংলগ্ন নদ-নদীর পানি বৃদ্ধি পেতে পারে। 17-2 (1) আগামী ৭২ ঘণ্টায় ব্রহ্মপুত্র ও মেঘনা নদীর পানি হ্রাস পেতে পারে এবং আগামী ২৪ ঘণ্টা পরে যমুনা নদীর পানি হ্রাস পাওয়া শুরু করতে পারে। বিজ্ঞপ্তি অনুযায়ী, গতকাল দেশের নদ-নদীর ১৫ স্থানের পানি বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছিল। পানি উন্নয়ন বোর্ডের ৮৩টি পানি পর্যবেক্ষণ স্থানের মধ্যে ৪২টি স্থানে পানি বৃদ্ধি ও ৩৭টি স্থানে পানি হ্রাস পেয়েছিল গতকাল। এছাড়া ৪টি স্থানে পানি অপরিবর্তিত ছিল। ডালিয়ায় তিস্তা ২ সেন্টিমিটার, গাইবান্ধায় ঘাগট ২৫ সেন্টিমিটার, চিলমারীতে ব্রহ্মপুত্র ৮ সেন্টিমিটার, বাহাদুরাবাদে যমুনা ৩৬ সেন্টিমিটার, সারিয়াকান্দিতে যমুনা ৬৭ সেন্টিমিটার, সিরাজগঞ্জে যমুনা ১৫ সেন্টিমিটার, আরিচায় যমুনা ২ সেন্টিমিটার, বাঘাবাড়ীতে আত্রাই ৮২ সেন্টিমিটার, এলাশিনে ধলেশ্বরী ৫৫ সেন্টিমিটার, লাখপুরে লইক্ষ্যা ৩৩ সেন্টিমিটার, গোয়ালন্দে পদ্মা ১১ সেন্টিমিটার, সুনামগঞ্জ সুরমা ১০ সেন্টিমিটার এবং জারিয়াজাঞ্জাইলে কংশের পানি বিপদসীমার ২১ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছিল। এ ছাড়া বিপদসীমা অতিক্রম করেছিল সুরেশ্বরে পদ্মা এবং দিরাইয়ে পুরাতন সুরমার পানি।

সম্পর্কিত সংবাদ

শাহজাদপুরে কালবৈশাখী ঝড়ে ৩তলা ভবনের ছাদের গাইড ওয়াল ধ্বসে খাবার হোটেল বিধ্বস্ত

শাহজাদপুরে কালবৈশাখী ঝড়ে ৩তলা ভবনের ছাদের গাইড ওয়াল ধ্বসে খাবার হোটেল বিধ্বস্ত

প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে পাইলট নিহত

জাতীয়

প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে পাইলট নিহত

শাহজাদপুরের বাঘাবাড়ী বিদ্যুৎ কেন্দ্রে দীর্ঘদিন ধরে বিদ্যুৎ উৎপাদন বন্ধ!

অর্থ-বাণিজ্য

শাহজাদপুরের বাঘাবাড়ী বিদ্যুৎ কেন্দ্রে দীর্ঘদিন ধরে বিদ্যুৎ উৎপাদন বন্ধ!

এম এ হান্নান শেখঃ সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার বাঘাবাড়ী নৌবন্দরের পূর্ব পাশে অবস্থিত পিডিবির ৩টি ও বেসরকারি ১টি মিলে মো...

জমে উঠেছে উল্লাপাড়ার ইফতারি বাজার

ধর্ম

জমে উঠেছে উল্লাপাড়ার ইফতারি বাজার

তানিম তূর্যঃ উল্লাপাড়ায় জমে উঠেছে ইফতারির বাজার। দ্রব্যমূল্যের ঊর্ধগতির কারণে গত বছরের চেয়ে এবার ইফতার সামগ্রীর দাম বৃদ্...