বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর ২০২৫
নিজস্ব প্রতিনিধিঃ সংস্কৃতি মন্ত্রী আসাদুজ্জামান নূর বলেন, বাঙালি জাতির অসাম্প্রদাইক চেতনাই সৃষ্টি করেছিলেন বিশ্ব কবি রবীন্দ্রনাথ ঠাকুর। বঙ্গবন্ধুও ঠিক ওই কাজটিই করেছেন। রবীন্দ্রনাথ তার সাহিত্যকর্ম দিয়ে বাঙালি জাতিকে বিশ্বে পরিচয় করিয়েছেন। আর বঙ্গবন্ধু সেই চেতনায় জাতিকে উদবুদ্ধ করে এ দেশের মানুষকে মুক্তি দিয়েছেন। তিনি বলেন, ধর্মের নামে যারা মানুষ হত্যা করে তারা মানুষ নামের অমানুষ। জঙ্গীবাদ প্রসঙ্গে তিনি বলেন, একাত্তরেও জঙ্গীবাদ ছিল। তারা ধর্মের নামে এ দেশের নিরিহ মানুষকে হত্যা করেছে। মা বোনদের ইজ্জত হরণ করেছে। ওই একই শক্তি পরবর্তীতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মজিবর রহমানকে হত্যা করেছে। ওই একই শক্তি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বারবার হত্যার চেষ্টা করেছে। কিন্তু তাদের সে চেষ্টা ব্যর্থ হয়েছে। সেই একই শক্তি ধর্মের নামে জঙ্গীবাদ সৃষ্টি করে বিদেশী সহ প্রায় ৩০ জনকে হত্যা করেছে। অন্তঃস্বত্বা নারীও তাদের হাত থেকে রেহাই পায়নি। তিনি বলেন, সংস্কৃতি চর্চাই পারে আমাদের এ সব বিপথগামী তরুণ প্রজন্মকে সঠিক পথ দেখাতে। এ জন্য আমাদের বেশি করে সংস্কৃতি চর্চা করতে হবে। সংস্কৃতি চর্চা মানুষকে পরিশিলিত করে। বিপদে মানুষকে সাহায্যের হাত বাড়িয়ে দেয়ার শিক্ষা দেয়। মানুষকে ভালবাসতে শিখায়। এ সবের সব কিছুই রবীন্দ্র সাহিত্যে উঠে এসেছে। তাই রবীন্দ্রনাথকে বেশি করে চিনতে হবে জানতে হবে। তার লেখা বেশি করে পড়তে হবে। তিনি আরো বলেন, এখন তরুণদের সংস্কৃতি চর্চা করা খুবই জরুরী। আজ বুধবার দুপুরে শাহজাদপুরের রবীন্দ্র কাছারিবাড়ি মিলনায়তনে বিশ্ব কবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৫৭তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে আয়োজিত ২ দিনব্যাপী অনুষ্ঠানের সমাপনী দিনে প্রধান অতিথির বক্তব্যে এ সব কথা বলেন। সিরাজগঞ্জের জেলা প্রশাসক কামরুন নাহার সিদ্দিকার সভাপতিত্বে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় এমপি হাসিবুর রহমান স্বপন, ডাঃ হাবিবে মিল্লাত মুন্না এমপি ও পাবনা-সিরাজগঞ্জ সংরক্ষিত মহিলা আসনের এমপি সেলিনা বেগম স্বপ্না। এ অনুষ্ঠানে বক্তব্য রাখেন, রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ভিসি ড. প্রফেসর বিশ্বজিৎ ঘোষ, শাহজাদপুর উপজেলা চেয়ারম্যান প্রফেসর আজাদ রহমান, সিরাজগঞ্জ পুলিশ সুপার মিরাজ উদ্দিন আহমেদ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সৈয়দ ইরতিজা আহসান, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক আবু নূর মোহাম্মদ শামসুজ্জামান প্রমূখ। পরে এ অনুষ্ঠানে সমবেত সঙ্গীত ও নৃত্য পরিবেশন করেন স্থানীয় ও ঢাকার শিল্পীবৃন্দ। এ ছাড়া দুদিন ব্যাপী এ উৎসবকে ঘিরে শাহজাদপুর হাইস্কুল মাঠে অনুষ্ঠিত গ্রামীণ মেলায় দর্শকদের ব্যাপক সমাগম ঘটে।

সম্পর্কিত সংবাদ

রাজনীতিতে উত্তরাধিকার প্রথা

সম্পাদকীয়

রাজনীতিতে উত্তরাধিকার প্রথা

সংবিধানের ৪ মূলনীতি-(১) গণতন্ত্র, (২) সমাজতন্ত্র, (৩) ধর্মনিরপেক্ষতা, (৪) জাতীয়তাবাদ এ সব কথা কাগজে কলমে উপহাস মাত্র। এর...

করোনায় আশার আলো দেখাচ্ছে ভারতের ভ্যাকসিন

আন্তর্জাতিক

করোনায় আশার আলো দেখাচ্ছে ভারতের ভ্যাকসিন

ভারতের প্রথম সাম্ভব্য করোনাভ্যাকসিন কোভ্যাকসিন মানবশরীরে ট্রায়ালের জন্য ড্রাগ কন্ট্রোল জেনারেল অব ইন্ডিয়ার ছাড়পত্র পেল...

শেখ হাসিনার বিরুদ্ধে তদন্ত ২০ এপ্রিলের মধ্যে শেষ করার নির্দেশ

বাংলাদেশ

শেখ হাসিনার বিরুদ্ধে তদন্ত ২০ এপ্রিলের মধ্যে শেষ করার নির্দেশ

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনাল মঙ্গল...

শাহজাদপুরে বাবা-মায়ের কবরের পাশেই চিরনিদ্রায় শায়িত এমপি স্বপন

জাতীয়

শাহজাদপুরে বাবা-মায়ের কবরের পাশেই চিরনিদ্রায় শায়িত এমপি স্বপন

সিরাজগঞ্জ-৬ (শাহজাদপুর) আসনের সংসদ সদস্য ও সাবেক শিল্প উপমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব হাসিবুর রহমান স্বপন সবাইকে শোক...

স্থায়ী ক্যাম্পাসের দাবীতে রবি শিক্ষার্থীদের বিক্ষোভ : মহাসড়ক অবরোধ

শিক্ষাঙ্গন

স্থায়ী ক্যাম্পাসের দাবীতে রবি শিক্ষার্থীদের বিক্ষোভ : মহাসড়ক অবরোধ

সিরাজগঞ্জের শাহজাদপুরে ৮ বছর আগে প্রতিষ্ঠিত রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে স্থায়ী ক্যাম্পাস নির্মাণের কোনো উদ্যোগ আজ অবধি

মিষ্টান্ননগরী  সিরাজগঞ্জের শাহজাদপুর

শাহজাদপুর

মিষ্টান্ননগরী সিরাজগঞ্জের শাহজাদপুর

শাহজাদপুরে ছোট-বড় অনেক জমিদার ছিল। বিভিন্ন উৎসব-পূজা-পার্বণে তারা প্রজাদের নিমন্ত্রণ করে পেটপুরে মিষ্টি খাওয়াতেন। তারা ব...