শনিবার, ২৫ অক্টোবর ২০২৫
image_150407

 শাহজাদপুর সংবাদ ডট কমঃ দেশের প্রান্তিক জনগোষ্ঠীর স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে সরকার প্রথমবারের  মতো একযোগে ৬ হাজার ২২১ জন চিকিৎক সরকারি চাকরিতে নিয়োগ দেয়ার উদ্যোগ নিয়েছেন। ইতিমধ্যে  এ নিয়োগের যাবতীয় প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। আগামী ৭ আগস্ট বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে  আনুষ্ঠানিকভাবে চিকিৎসা বিজ্ঞানে স্নাতক ডিগ্রিধারী এসব চিকিত্সক নিয়োগ পাবেন।স্বাস্থ্য ও পরিবার  কল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিম গত সোমবার মন্ত্রণালয়ের নিজ কার্যালয়ে সাংবাদিকদের এ তথ্য জানান।  মোহাম্মদ নাসিম বলেন, বর্তমান সরকার মানুষের দোরগোড়ায় স্বাস্থ্য সেবা পৌঁছে দিতে অঙ্গীকারাবদ্ধ। আর  এ জন্য সরকার দেশের হাসপাতাল, স্বাস্থ্য কেন্দ্রে ও কমিউনিটি হেলথ সেন্টারগুলোতে চিকিৎসকদের শূন্য পদ  পূরণে সর্বাগ্রে অগ্রাধিকার দিয়েছে। সরকারি কর্ম কমিশন পরীক্ষা গ্রহণের আনুষ্ঠানিকতা সম্পন্ন করে সম্প্রতি  ৬ হাজার ২২১ জন চিকিৎসককে মেডিক্যাল অফিসার হিসেবে নিয়োগের অনুমোদন দিয়েছে। গত মাসে  জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে অনুমতি পাওয়ার পর স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় ডিজিটাল পদ্ধতিতে এই  নিয়োগ সম্পন্ন করার উদ্যোগ নিয়েছে। নিয়োগের একটি কাঠামো (ফরমেট) মন্ত্রণালয়ের ওয়েবসাইটের  অনলাইনে দেয়া হয়েছে। এই কাঠামো পূরণের মাধ্যমে বিসিএস পরীক্ষায় উত্তীর্ণ সংশ্লিষ্ট চিকিৎসকগণ নিয়োগ  লাভ করবেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্বাচনী অঙ্গীকার পূরণে স্বাস্থ্য মন্ত্রণালয় এই যুগন্তকারী উদ্যোগ নিয়েছে। মন্ত্রী জানান, এই নিয়োগের ফলে দেশে দীর্ঘ দিনের চিকিৎসক সংকট বহুলাংশে লাঘব হবে। তৃণমূলের মানুষ কাঙ্ক্ষিত স্বাস্থ্য সেবা পাবেন। তবে নতুন নিয়োগপ্রাপ্ত এসব চিকিৎসকদের প্রথমে যে স্থানে নিয়োগ দেয়া হবে, আগামী দু'বছর তাদেরকে বাধ্যতামূলকভাবে সেই কর্মস্থলেই মানুষকে চিকিৎসা সেবা দিতে হবে। দু'বছর আগে তারা নিজ কর্মস্থল থেকে অন্য কোথাও বদলি হতে পারবেন না। এক্ষেত্রে কোন সুপারিশ কাজে আসবে না। মোহাম্মদ নাসিম বলেন, স্বয়ং প্রধানমন্ত্রীর নির্দেশ যদি কোন স্বামী ও স্ত্রী দু'জনই চিকিৎসক হিসেবে নিয়োগ পান তাদের উভয়ই একই কর্মস্থলে নিয়োগ পাবেন। এমনকি নতুন চিকিৎসকরা তাদের ইচ্ছানুযায়ী নিজ জেলা, উপজেলা কিংবা ইউনিয়নে পোস্টিং লাভে কোন বাধা থাকবে না। স্বাস্থ্যমন্ত্রী বলেন, নতুন চিকিত্সক নিয়োগের পাশাপাশি বিভিন্ন হাসপাতাল ও স্বাস্থ্য কেন্দ্রে চাকরিরত অভিজ্ঞ ও দক্ষ চিকিৎসকদের পদোন্নতিরও উদ্যোগ নিয়েছে সরকার। ইতিমধ্যে ৫ শতাধিক মেডিক্যাল অফিসার ও সহকারী সার্জনকে জুনিয়র কনসালট্যান্ট হিসেবে পদোন্নতি দেয়া হয়েছে। চলতি মাসে আরো প্রায় দুই হাজার যোগ্যতা সম্পন্ন চিকিৎসককে সহকারী অধ্যাপক, সহযোগী অধ্যাপক, সিনিয়র কনসালট্যান্ট, সহকারী পরিচালক ও উপ-পরিচালক হিসেবে পদোন্নতি দেয়া হবে। স্বাস্থ্যমন্ত্রী বলেন, দেশে বর্তমানে চিকিত্সকের শূন্য পদের সংখ্যা প্রায় সাড়ে ৪ হাজার। পদোন্নতির কারণে আরো কিছু পদ শূন্য হবে। কিন্তু ৬ হাজার ২২১ জন নতুন চিকিত্সক নিয়োগ পাওয়ার পর তৃণমূল পর্যায়ে আর কোন চিকিত্সকের অভাব থাকবে না। মোহাম্মদ নাসিম জানান, আগামী ১০ জানুয়ারি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন দিবস। এই দিনে দেশের ছয়টি নতুন সরকারি মেডিক্যাল কলেজ ক্লাশ শুরু করা হবে। কলেজগুলো হচ্ছে সিরাজগঞ্জের শহীদ এম মনসুর আলী, মানিকগঞ্জ, জামালপুর, পটুয়াখালী, টাঙ্গাইল ও রাঙ্গামাটি সরকারি মেডিক্যাল কলেজ। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইতিমধ্যে এই কলেজগুলোর কার্যক্রম শুরুর অনুমোদন দিয়েছেন।

সম্পর্কিত সংবাদ

ডাকসু নির্বাচন নিয়ে হাইকোর্টের রায় স্থগিত, নির্বাচন অনুষ্ঠানে আর বাধা নেই

আইন-আদালত

ডাকসু নির্বাচন নিয়ে হাইকোর্টের রায় স্থগিত, নির্বাচন অনুষ্ঠানে আর বাধা নেই

সোমবার (১ সেপ্টেম্বর) বিচারপতি মো. রেজাউল হকের নেতৃত্বাধীন আপিল বিভাগের চেম্বার জজ আদালত হাইকোর্টের আদেশের বিরুদ্ধে করা...

শাহজাদপুরে ১০ ইউনিয়নে ৪৭ চেয়ারম্যান ও সদস্য পদে ৫৬৪ প্রার্থীর মনোনয়ন দাখিল

শাহজাদপুর

শাহজাদপুরে ১০ ইউনিয়নে ৪৭ চেয়ারম্যান ও সদস্য পদে ৫৬৪ প্রার্থীর মনোনয়ন দাখিল

উপজেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয় সূত্র জানায়, মনোনয়নপত্র দাখিলের শেষদিন পর্যন্ত দশটি ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যা...

শাহজাদপুরে লকডাউন অমান্য করায় পাঁচ হাজার টাকা জরিমানা

শাহজাদপুর

শাহজাদপুরে লকডাউন অমান্য করায় পাঁচ হাজার টাকা জরিমানা

লকডাউন বাস্তবায়ন ও কার্যকরি করতে উপজেলা নির্বাহী অফিসার শাহ মো. শামসুজ্জোহার নেতৃত্বে সেনাবাহিনী, বিজিবি, পুলিশ আনসার স...

লিচুগাছে ধরা সেই আম ছিঁড়ে ফেলেছেন একদল তরুণ

বাংলাদেশ

লিচুগাছে ধরা সেই আম ছিঁড়ে ফেলেছেন একদল তরুণ

ঠাকুরগাঁও সদর উপজেলার সিঙ্গিয়া কলোনিপাড়া গ্রামের আবদুর রহমানের লিচুগাছে ধরা আমটি আজ মঙ্গলবার ছিঁড়ে ফেলেছেন একদল তরুণ। বি...

শহীদ ফারাজ আইয়াজ স্মৃতি বিশেষ সম্মাননা স্মারক পেলেন মামুন বিশ্বাস

শাহজাদপুর

শহীদ ফারাজ আইয়াজ স্মৃতি বিশেষ সম্মাননা স্মারক পেলেন মামুন বিশ্বাস

মানবতা ও বন্যপ্রাণী নিয়ে কাজ করায় ফারাজ আইয়াজ স্মৃতি পরিষদ সিরাজগঞ্জ এর পক্ষ থেকে শহীদ ফারাজ আইয়াজ এর ২৫ তম জন্ম বার্ষ...

শাহজাদপুর পৌরসভা নির্বাচনে নৌকার পক্ষে গণজোয়ার!

পৌর নির্বাচন

শাহজাদপুর পৌরসভা নির্বাচনে নৌকার পক্ষে গণজোয়ার!

শামছুর রহমান শিশির, শাহজাদপুর (সিরাজগঞ্জ) : শাহজাদপুর পৌরসভা নির্বাচনকে সামনে রেখে নৌকার পক্ষে গণজোয়ার সৃষ্টি হয়েছে বলে...