শাহজাদপুর সংবাদ ডট কমঃ দেশের প্রান্তিক জনগোষ্ঠীর স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে সরকার প্রথমবারের মতো একযোগে ৬ হাজার ২২১ জন চিকিৎক সরকারি চাকরিতে নিয়োগ দেয়ার উদ্যোগ নিয়েছেন। ইতিমধ্যে এ নিয়োগের যাবতীয় প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। আগামী ৭ আগস্ট বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আনুষ্ঠানিকভাবে চিকিৎসা বিজ্ঞানে স্নাতক ডিগ্রিধারী এসব চিকিত্সক নিয়োগ পাবেন।স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিম গত সোমবার মন্ত্রণালয়ের নিজ কার্যালয়ে সাংবাদিকদের এ তথ্য জানান। মোহাম্মদ নাসিম বলেন, বর্তমান সরকার মানুষের দোরগোড়ায় স্বাস্থ্য সেবা পৌঁছে দিতে অঙ্গীকারাবদ্ধ। আর এ জন্য সরকার দেশের হাসপাতাল, স্বাস্থ্য কেন্দ্রে ও কমিউনিটি হেলথ সেন্টারগুলোতে চিকিৎসকদের শূন্য পদ পূরণে সর্বাগ্রে অগ্রাধিকার দিয়েছে। সরকারি কর্ম কমিশন পরীক্ষা গ্রহণের আনুষ্ঠানিকতা সম্পন্ন করে সম্প্রতি ৬ হাজার ২২১ জন চিকিৎসককে মেডিক্যাল অফিসার হিসেবে নিয়োগের অনুমোদন দিয়েছে। গত মাসে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে অনুমতি পাওয়ার পর স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় ডিজিটাল পদ্ধতিতে এই নিয়োগ সম্পন্ন করার উদ্যোগ নিয়েছে। নিয়োগের একটি কাঠামো (ফরমেট) মন্ত্রণালয়ের ওয়েবসাইটের অনলাইনে দেয়া হয়েছে। এই কাঠামো পূরণের মাধ্যমে বিসিএস পরীক্ষায় উত্তীর্ণ সংশ্লিষ্ট চিকিৎসকগণ নিয়োগ লাভ করবেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্বাচনী অঙ্গীকার পূরণে স্বাস্থ্য মন্ত্রণালয় এই যুগন্তকারী উদ্যোগ নিয়েছে। মন্ত্রী জানান, এই নিয়োগের ফলে দেশে দীর্ঘ দিনের চিকিৎসক সংকট বহুলাংশে লাঘব হবে। তৃণমূলের মানুষ কাঙ্ক্ষিত স্বাস্থ্য সেবা পাবেন। তবে নতুন নিয়োগপ্রাপ্ত এসব চিকিৎসকদের প্রথমে যে স্থানে নিয়োগ দেয়া হবে, আগামী দু'বছর তাদেরকে বাধ্যতামূলকভাবে সেই কর্মস্থলেই মানুষকে চিকিৎসা সেবা দিতে হবে। দু'বছর আগে তারা নিজ কর্মস্থল থেকে অন্য কোথাও বদলি হতে পারবেন না। এক্ষেত্রে কোন সুপারিশ কাজে আসবে না। মোহাম্মদ নাসিম বলেন, স্বয়ং প্রধানমন্ত্রীর নির্দেশ যদি কোন স্বামী ও স্ত্রী দু'জনই চিকিৎসক হিসেবে নিয়োগ পান তাদের উভয়ই একই কর্মস্থলে নিয়োগ পাবেন। এমনকি নতুন চিকিৎসকরা তাদের ইচ্ছানুযায়ী নিজ জেলা, উপজেলা কিংবা ইউনিয়নে পোস্টিং লাভে কোন বাধা থাকবে না। স্বাস্থ্যমন্ত্রী বলেন, নতুন চিকিত্সক নিয়োগের পাশাপাশি বিভিন্ন হাসপাতাল ও স্বাস্থ্য কেন্দ্রে চাকরিরত অভিজ্ঞ ও দক্ষ চিকিৎসকদের পদোন্নতিরও উদ্যোগ নিয়েছে সরকার। ইতিমধ্যে ৫ শতাধিক মেডিক্যাল অফিসার ও সহকারী সার্জনকে জুনিয়র কনসালট্যান্ট হিসেবে পদোন্নতি দেয়া হয়েছে। চলতি মাসে আরো প্রায় দুই হাজার যোগ্যতা সম্পন্ন চিকিৎসককে সহকারী অধ্যাপক, সহযোগী অধ্যাপক, সিনিয়র কনসালট্যান্ট, সহকারী পরিচালক ও উপ-পরিচালক হিসেবে পদোন্নতি দেয়া হবে। স্বাস্থ্যমন্ত্রী বলেন, দেশে বর্তমানে চিকিত্সকের শূন্য পদের সংখ্যা প্রায় সাড়ে ৪ হাজার। পদোন্নতির কারণে আরো কিছু পদ শূন্য হবে। কিন্তু ৬ হাজার ২২১ জন নতুন চিকিত্সক নিয়োগ পাওয়ার পর তৃণমূল পর্যায়ে আর কোন চিকিত্সকের অভাব থাকবে না। মোহাম্মদ নাসিম জানান, আগামী ১০ জানুয়ারি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন দিবস। এই দিনে দেশের ছয়টি নতুন সরকারি মেডিক্যাল কলেজ ক্লাশ শুরু করা হবে। কলেজগুলো হচ্ছে সিরাজগঞ্জের শহীদ এম মনসুর আলী, মানিকগঞ্জ, জামালপুর, পটুয়াখালী, টাঙ্গাইল ও রাঙ্গামাটি সরকারি মেডিক্যাল কলেজ। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইতিমধ্যে এই কলেজগুলোর কার্যক্রম শুরুর অনুমোদন দিয়েছেন।
সম্পর্কিত সংবাদ
শাহজাদপুর
শাহজাদপুরে গোসল করা নিয়ে দু'পক্ষের সংঘর্ষে আহত ১০
সিরাজগঞ্জের শাহজাদপুরে জলাশয়ে গোসল করাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে ১০ জন আহত হয়েছে। বেলাল প্রামানিক ও এলাকাবাসী সূ...
আন্তর্জাতিক
করোনায় আশার আলো দেখাচ্ছে ভারতের ভ্যাকসিন
ভারতের প্রথম সাম্ভব্য করোনাভ্যাকসিন কোভ্যাকসিন মানবশরীরে ট্রায়ালের জন্য ড্রাগ কন্ট্রোল জেনারেল অব ইন্ডিয়ার ছাড়পত্র পেল...
জাতীয়
শাহজাদপুরে বাবা-মায়ের কবরের পাশেই চিরনিদ্রায় শায়িত এমপি স্বপন
সিরাজগঞ্জ-৬ (শাহজাদপুর) আসনের সংসদ সদস্য ও সাবেক শিল্প উপমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব হাসিবুর রহমান স্বপন সবাইকে শোক...
অর্থ-বাণিজ্য
নতুন নোটেও থাকছে শেখ মুজিবের ছবি
ছোট এসব নোটের পাশাপাশি বাজারে ছাড়া ১০০, ২০০, ৫০০ ও ১০০০ টাকার নতুন নোটও বিদ্যমান ডিজাইনের বলে সংশ্লিষ্টরা নিশ্চিত করেছেন...
অর্থ-বাণিজ্য
খরস্রোতা করতোয়া শুকিয়ে এখন ফসলের মাঠ!
শামছুর রহমান শিশির : ভারতের মরুকরণ প্রক্রিয়ার যাতাকলে পড়ে এক সময়ের প্রবলা, প্রমত্তা, প্রগলভা, সমুদ্রের যোগ্য সহচারী, স্র...
অপরাধ
শিমুল হত্যা: আবারও প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চাইলেন স্ত্রী।
অনলাইন নিউজ এডিটর : সমকালের সাংবাদিক আবদুল হাকিম শিমুল হত্যার ১৭ মাস পার হলেও এখনও বিচার শুরু হয়নি। এতে চরম উদ্বেগ, উৎকন...
