শুক্রবার, ০২ মে ২০২৫
শরীফ আহমদ; সিরাজগঞ্জ: দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে উল্লাপাড়া আসনের সাবেক এমপি ও উল্লাপাড়া উপজেলা বিএনপির সাবেক সভাপতি এম. আকবর আলীকে শোকজ করেছে সিরাজগঞ্জ জেলা বিএনপি। মঙ্গলবার দুপুরে জেলা বিএনপির সাধারন সম্পাদক এ্যাড. মোকাদ্দেস আলী স্বাক্ষরিত শোকজের নোটিশ বিএনপি নেতা এম.আকবর আলী বরাবর প্রেরন করা হয়। নোটিশ প্রাপ্তির ৭ দিনের মধ্যে জবাব প্রদান করার জন্য নির্দেশ দেয়া হয়েছে। অন্যথায় দলীয় গঠনতন্ত্র অনুযায়ী শাস্তিমূলক ব্যবস্থা গ্রহনের সুপারিশ করে চুড়ান্ত অনুমোদনের জন্য বিএনপির কেন্দ্রীয় কমিটির নিকট প্রেরন করা হবে বলে শোকজ নোটিশে উল্লেখ করা হয়েছে। শোকজ নোটিশে আরো উল্লেখ করা হয়েছে ২০১৫ সালের ২২ অক্টোবর উল্লাপাড়া উপজেলা বিএনপির ৩১ সদস্য আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। উক্ত কমিটিতে উল্লাপাড়া উপজেলা বিএনপির সাবেক সভাপতি এম.আকবর আলীকে উপদেষ্টা করা হয়েছে। জেলা বিএনপি কর্তৃক অনুমোদিত আহবায়ক কমিটিকে অবৈধ ও অকার্যকর উল্লেখ করে এম.আকবর আলী নিজেকে উল্লাপাড়া উপজেলা বিএনপির সভাপতি পরিচয় দিয়ে গত ৯ ফেব্রুয়ারী বিভিন্ন ওয়ার্ড ও ইউনিয়নে পত্র দিয়েছেন। এতে দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও তৃণমূল পর্যায়ে দলীয় কাউন্সিল করায় প্রতিবন্ধকতা সৃষ্টি করেছেন। এই ঘটনায় এম.আকবর আলীকে গত ২৭ মার্চ জেলা বিএনপি সতর্কীকরন নোটিশ প্রদান করেন। নোটিশ পাওয়ার পরও তিনি নিজেকে উল্লাপাড়া উপজেলা বিএনপির সভাপতি উল্লেখ করে ১৪টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলীয় মনোনয়ন সংক্রান্ত এক সার্কুলার প্রচার করেন তিনি। একের পর এক দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে তাকে শোকজ করা হয় বলে জেলা বিএনপির সাধারন সম্পাদক এ্যাড. মোকাদ্দেস আলী নিশ্চিত করেছেন। শোকজের অনুলিপি বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, জেলা বিএনপির সভাপতি ইকবাল হাসান মাহমুদ টুকু, উল্লাপাড়া উপজেলা বিএনপির আহবায়ক কাজী কামাল ও সদস্য সচিব আজাদ হোসেন বরাবর প্রেরন করা হয়েছে। এম.আকবর আলী বিএনপির নির্বাহী কমিটিরও সদস্য।

সম্পর্কিত সংবাদ

আজ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৫৫ তম জন্মবার্ষিকী

জাতীয়

আজ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৫৫ তম জন্মবার্ষিকী

ঈদ ফ্যাশানে শাহজাদপুরের তাঁতের শাড়ী দেশে ব্যাপক সাড়া জাগিয়েছে!

অর্থ-বাণিজ্য

ঈদ ফ্যাশানে শাহজাদপুরের তাঁতের শাড়ী দেশে ব্যাপক সাড়া জাগিয়েছে!