শুক্রবার, ১০ মে ২০২৪
শামছুর রহমান শিশির, বুধবার, ২৪ জুলাই- ২০১৯ খ্রিষ্টাব্দ : 'সামনের দিনে বিরোধীদলের আন্দোলন মোকাবেলার জন্য মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা'র নির্দেশে দলকে সংগঠিত করা হচ্ছে। প্রতিটি ইউনিয়নে নির্বাচনের মাধ্যমে নেতা নির্বাচন করা হচ্ছে। দলের জন্য কষ্ট ত্যাগ স্বীকার করে দলকে সংগঠিত করার কাজ যারা করছেন, তাদের ইউনিয়ন ও থানা কমিটিতে অন্তর্ভুক্ত করার সুযোগ রয়েছে। কায়েমপুর ইউনিয়ন আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সন্মেলন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হয়েছে। যার ভোট সেই দিয়েছে। জয় পরাজয় যাই হোক সবাই সম্মিলিতভাবে সামনের দিনে দলকে সংগঠিত করবেন বলে আমরা বিশ্বাস করি।' আজ বুধবার দুপুরে শাহজাদপুর উপজেলার কায়েমপুর ইউনিয়নের বনগ্রাম হাইস্কুলে অনুষ্ঠিত ১নং কায়েমপুর ইউনিয়ন আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সন্মেলনে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেছেন স্থানীয় এমপি, শাহজাদপুরের মাটি ও মানুষের নেতা ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব হাসিবুর রহমান স্বপন। উক্ত সন্মেলনে সর্বোচ্চ ভোট পেয়ে হাসেবুল হক হাসান পুনরায় সভাপতি ও আজাদুল ইসলাম আজাদ সাধারণ সম্পাদক নির্বাচিত হন। কায়েমপুর ইউনিয়ন আ.লীগ সভাপতি ও ইউপি চেয়ারম্যান হাসেবুল হক হাসানের সভাপতিত্বে অনুষ্ঠিত ওই আলোচনা সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আ.লীগ সেক্রেটারি বীরমুক্তিযোদ্ধা প্রফেসর আজাদ রহমান, সাবেক ভাইস চেয়ারম্যান ও উপজেলা আ.লীগের সাংগঠনিক সম্পাদক মুস্তাক আহমেদ, যুগ্ম- সাধারণ সম্পাদক ও কৈজুরী ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম, পৌর আ.লীগ সেক্রেটারি আমিরুল ইসলাম শাহু, যুবলীগের সাবেক আহবায়ক রাজীব শেখ, গাড়াদহ ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম, যুবলীগ আহবায়ক আশিকুল হক দিনার, যুগ্ম- আহবায়ক কামরুল হাসান হিরোক, স্বেচ্ছাসেবক লীগ সভাপতি মাহবুবে ওয়াহিদ শেখ কাজল, ছাত্রলীগ সভাপতি মারুফ হাসান সুনাম, সাবেক ছাত্রনেতা জহরলাল শেখ প্রমূখ। উক্ত সন্মেলনে সভাপতি পদে হাসেবুল হক হাসান ১'শ ৮২, মমতাজ আলী ৩৯, হাবিবুল হক হারুন ২ ভোট পান এবং সাধারণ সম্পাদক পদে আজাদুল ইসলাম আজাদ ১'শ ৪২, জাহাঙ্গীর আলম আকমল ৮৪ ও সাহেব আলী ০ ভোট পান। ফলাফল ঘোষণা শেষে প্রধান অতিথিসহ নেতৃবৃন্দ গাড়াদহ ইউনিয়ন ও নরিনা ইউনিয়ন আ.লীগের ত্রি-বার্ষিক সন্মেলনে যোগ দেন।

সম্পর্কিত সংবাদ

শাহজাদপুরে আগামী দ্বাদশ জাতীয় নির্বাচন উপলক্ষ্যে মতবিনিময় করলেন চয়ন ইসলাম

রাজনীতি

শাহজাদপুরে আগামী দ্বাদশ জাতীয় নির্বাচন উপলক্ষ্যে মতবিনিময় করলেন চয়ন ইসলাম

সিরাজগঞ্জ শাহজাদপুরে আসন্ন দ্বাদশ জাতীয় নির্বাচনকে সামনে রেখে ডায়া ও বেড়াকুচাটিয়া গ্রামবাসীর উদ্যেগে ডায়া বাজারে আওয়ামী...

“ বাঙালি জাতীয়তাবাদ-চেতনায় নজরুলের ‘জয় বাংলা’ শীর্ষক প্রবন্ধ”

সম্পাদকীয়

“ বাঙালি জাতীয়তাবাদ-চেতনায় নজরুলের ‘জয় বাংলা’ শীর্ষক প্রবন্ধ”

মোস্তাফিজকে হারাতে হবে বলে মন খারাপ ধোনিদের

খেলাধুলা

মোস্তাফিজকে হারাতে হবে বলে মন খারাপ ধোনিদের

তাই তাঁর পারফরম্যান্সে নিজেদের সন্তুষ্টির কথা জানিয়েছে চেন্নাইয়ের ব্যাটিং কোচ মাইক হাসি। আজ আবার মাঠে নামছে চেন্নাই। আজ...

যেভাবে ইসতিসকার নামাজ আদায় করেছিলেন নবিজি (সা.)

ধর্ম

যেভাবে ইসতিসকার নামাজ আদায় করেছিলেন নবিজি (সা.)

ইসতিসকা শব্দের অর্থ পানি বা বৃষ্টি প্রার্থনা করা। সালাতুল ইসতিসকা অর্থ বৃষ্টি প্রার্থনার নামাজ। শারিয়তের পরিভাষায় অনাবৃষ...

আপাতত গরম কমছে না

জাতীয়

আপাতত গরম কমছে না

বুধবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা ৪১ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস ছিল মোংলায়। দেশের মোট ১৬ জেলার ওপর দিয়ে তীব্র তা প্রবাহ বয...