রবিবার, ০২ নভেম্বর ২০২৫
500x350_4580e7ebb5ab2e894da7410c46d0e279_1

শেরপুরে সাবেক প্রধানমন্ত্রীকে বরণ করতে ২০ কিলোমিটারজুড়ে রাজকীয় তোরণ!

পিএনএস (আইয়ুব আলী), শেরপুর (বগুড়া) : বিএনপি চেয়ারপার্সন ও ২০-দলীয় জোটনেত্রী বেগম খালেদা জিয়ার উত্তরাঞ্চল সফরকে ঘিরে বগুড়ার শেরপুরে বিএনপির নেতাকর্মীরা উজ্জীবিত হয়ে উঠেছেন। এমনকি দলের তৃণমূল পর্যায়ের নেতাকর্মীরাও এখন চাঙা। এদিকে বিএনপি দলীয় নেতাকর্মীদের ভেতরে সামান্য ভুল বোঝাবুঝি ও মনে কিছুটা ক্ষোভ দুঃখ থাকলেও দলের চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আগমন তা সম্পুর্নরুপে ভুলিয়ে দিয়েছে।এ উপলক্ষে চারদিকে সাজসাজ রব পড়ে গেছে। বগুড়ার প্রবেশদ্বার শেরপুর উপজেলার দক্ষিণে সীমাবাড়ী ও উত্তরে দশমাইল ঢাকা-বগুড়া মহাসড়কের ২০কিলোমিটার এলাকাজুড়ে রং-বে-রংয়ের তোরণ, পোষ্টার, ব্যানার, প্লাকার্ড, ফেষ্টুনে মুড়িয়ে ফেলা হয়েছে। বিভিন্ন স্থানে লাগানো হয়েছে দলের প্রতিষ্ঠাতা শহীদ জিয়াউর রহমান, বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের বিশালাকৃতির একাধিক ছবি। সব মিলিয়ে দলের চেয়ারপার্সন বেগম জিয়াকে বরণ করতে সব আয়োজন সম্পন্ন করে এনেছেন উপজেলা ও পৌর বিএনপি। বিএনপি দলীয় সূত্র জানায়, দলের চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উত্তরাঞ্চল সফর কর্মসূচি ঘোষণার পর থেকেই দলের নেতাকর্মীদের মাঝে উৎসাহ উদ্দীপনা তৈরী হয়। এছাড়া এ কর্মসূচি সফল করতে উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগেও ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। বিশেষ করে বুধবার (২২অক্টোবর) বেলা ৩টায় বেগম জিয়াকে স্বাগত জানাতে শেরপুর শহরের স্থানীয় বাসষ্ট্যান্ডে বিশাল গণজমায়েতের আয়োজন করা হয়েছে। ওই গনজমায়েত কর্মসূচিতে স্মরণকালের জনসমাগম ঘটাতে বিএনপি, যুবদল, কৃষকদল, ছাত্রদল, মহিলাদলসহ অঙ্গ সংগঠনের নেতারা স্থানীয়ভাবে সপ্তাহব্যাপি কর্মসূচি হাতে নিয়ে মাঠে নামেন। তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের উজ্জীবিত করতে ইউনিয়ন ও ওয়ার্ড ভিত্তিক সংক্ষিপ্ত আকারে একাধিক সভা-সমাবেশও করা হয়। দলের উপজেলা কমিটির নেতারা সেখানে বক্তব্য রাখেন। নেতাকর্মীদের সামনে বর্তমান আওয়ামীলীগ সরকারের জুলুম নির্যাতনসহ নানা অন্যায় অত্যাচারের চিত্র তুলে ধরা হয়। এছাড়া শহর এলাকায় প্রায় প্রতিদিনই মিছিল মিটিং লেগেই আছে। আর বিষয়গুলো সার্বক্ষণিক পর্যবেক্ষণ করতে দলের সিনিয়র নেতাদের সমন্বয়ে গঠিত মনিটরিং কমিটি গঠন করা হয়েছে। এ প্রসঙ্গে জানতে চাইলে উপজেলা বিএনপির আহবায়ক জানে আলম খোকা বলেন, নেত্রী বেগম খালেদা জিয়াকে বরণ করতে দলের হাজার হাজার নেতাকর্মী সম্পুর্ন প্রস্তুত। এছাড়া এ কর্মসূচি থেকেই নেত্রী সরকার পতন আন্দোলনের সুনির্দিষ্ট ঘোষণা দিবেন বলেও তিনি মনে করেন। তাই অবৈধ আওয়ামীলীগ সরকারের যাতাকলে পিষ্ট সাধারণ মানুষও নেত্রীর আগমনের প্রহর গুনছেন। আমাদের সঙ্গে তাঁরাও নেত্রীকে স্বাগত জানাবেন বলে বিএনপি নেতা জানে আলম খোকা দাবি করেন। উপজেলা বিএনপির সদস্য সচিব পিয়ার হোসেন পিয়ার বলেন, দলের চেয়ারপার্সনকে স্বাগত জানাতে সব প্রস্তুতি চূড়ান্ত। আজ বুধবার দুপুর থেকেই নেত্রীকে স্বাগত জানাতে শহরের স্থানীয় বাসষ্ট্যান্ডে দলের হাজার হাজার দলীয় নেতাকর্মী জমায়েত হবেন বলে তিনি দাবি করেন।

সম্পর্কিত সংবাদ

শাহজাদপুর আইনজীবী সমিতির নব-নির্মিত ভবনের ছাদ ঢালাই কার্যক্রমের উদ্বোধন

শাহজাদপুর আইনজীবী সমিতির নব-নির্মিত ভবনের ছাদ ঢালাই কার্যক্রমের উদ্বোধন

শাহজাদপুর প্রতিনিধি: শাহজাদপুর চৌকি আদালতের আইনজীবী সমিতির নব-নির্মিত ভবনের ছাদ ঢালাই কর...

সাংবাদিক চকর মালিথা পরিচয়ে চাঁদা আদায়, বহিষ্কৃত আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

সিরাজগঞ্জ জেলার সংবাদ

সাংবাদিক চকর মালিথা পরিচয়ে চাঁদা আদায়, বহিষ্কৃত আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

ফোনে তিনি নিজেকে চ্যানেল আই এর সাংবাদিক চকর মালিথা বলে পরিচয় দিতে থাকেন। সে ইউএনওদের কাছে মোটা অঙ্কের টাকা দাবি করে। টাক...

শাহজাদপুর সরকারি বিশ্ববিদ্যালয় কলেজে নবীন বরণ অনুষ্ঠান

রাজনীতি

শাহজাদপুর সরকারি বিশ্ববিদ্যালয় কলেজে নবীন বরণ অনুষ্ঠান

শাহজাদপুর উপজেলা প্রশাসনের উদ্যেগে শীতবস্ত্র বিতরন

শাহজাদপুর উপজেলা প্রশাসনের উদ্যেগে শীতবস্ত্র বিতরন

মো:মামুন বিশ্বাস,শাহজাদপুর ,সিরাজগঞ্জ: শাহজাদপুর উপজেলার পৌরসদরের পাড়কোলা গুচ্ছ গ্রামে শ...

শাহজাদপুরে  বিএনপি’র মেয়র প্রার্থী নজরুল ইসলাম ও বিদ্রোহী প্রার্থী আব্দুর রহিম ভোট বর্জন করেছেন।

রাজনীতি

শাহজাদপুরে বিএনপি’র মেয়র প্রার্থী নজরুল ইসলাম ও বিদ্রোহী প্রার্থী আব্দুর রহিম ভোট বর্জন করেছেন।

শাহজাদপুর সংবাদ ডেক্স :- পৌর নির্বাচনে শাহজাদপুরে বিএনপি’র মেরয় প্রার্থী নজরুল ইসলাম ও বিদ্রোহী প্রার্থী আব্দুর রহিম ভোট...