শনিবার, ০৪ মে ২০২৪

এয়ার কন্ডিশনের পানি প্রায় ৯৯% ডিস্টিলড ওয়াটার। আমি এ ধরনের পানি আমার গাড়ীর ব্যাটারিতে ব্যবহার করেছি। গাড়ীর রেডিয়েটারে ব্যবহার করেছি। কাপড় ধোয়া ও গোসলের কাজে ব্যবহার করেছি। যেহেতু বাতাসের জলীয় বাষ্প থেকে এসি-র পানির উৎপত্তি তাই এতে আয়রন ও অন্যান্য লবণ অনুপস্থিত। কম ক্ষারত্বের জন্য অল্প সাবানে অধিক পরিমাণ ফেনা উৎপন্ন হয়। সারাদিন ১ টনের এসি চললে বায়ুর জলীয় বাষ্পের পরিমাণ অনুযায়ী ৪০ থেকে ৬০ লিটার পানি সংগ্রহ করা যায়। বাতাসে আর্দ্রতা থাকলে আরও বেশী পরিমাণে পানি আপনি ছোট ১০০/২০০ লিটার ট্যাংকে সংগ্রহ করতে পারেন। অথবা আমার মত বালতিতে মজুদ করতে পারেন। বালতি ভরে গেলে গোসল, কাপড় ধোয়া ইত্যাদি কাজে ব্যবহার করতে পারেন। তদুপরি প্লাস্টিকের বোতলে সংগ্রহে রাখতে পারেন গাড়ীর ব্যাটারি ও রেডিয়েটারে ব্যবহারের জন্য। ব্যবসায়িক ভাবেও এসি-র পানি সংরক্ষণের একটা কালচার তৈরি করা যেতে পারে। আমরা বাজারে যে সমস্ত ডিস্টিলড ওয়াটার পাচ্ছি সে তুলনায় আমাদের এসি-র পানি অনেক বেশী পিওর সে বিষয়ে অনেকটুকু নিশ্চয়তা দেয়া যায়। কারণ বাজারের বোতল-জাত ডিস্টিলড ওয়াটার বেজাল মুক্ত কিনা তার নিশ্চয়তা নাই। তাহলে আমরা বাজারের সন্দেহ জনক ডিস্টিলড ওয়াটারের বোতল পানির ব্যবহার বাদ দিয়ে ৯৯% বিশুদ্ধ এসি-র পানি বিনা খরচে ব্যবহার করতে পারি। আমাদের অনেক দোকান বা প্রতিষ্ঠানে বৈদ্যুতিক ব্যবস্থাপনায় হিটার দিয়ে বাষ্প করে তা পুনরায় ঠাণ্ডা করে ডিস্টিলড ওয়াটার তৈরির জন্য ব্যবস্থা করা হয়। কিন্তু যেখানে এসি ব্যবহার করা হয় আমরা তার পানি সংগ্রহ করতে পারি তবে গাড়ী বা বিভিন্ন কাজে ব্যবহৃত ব্যাটারির পানির জন্য ডিস্টিলড ওয়াটার তৈরির যন্ত্র কেনার প্রয়োজন নাই। এতে বিদ্যুৎ বিলও অনেক কমে যাবে। আমরা যদি সারা দেশের ডিস্টিলড ওয়াটারের চাহিদা এসি-র পানি দ্বারা পূরণ করি তাহলে বিশাল পরিমাণ বিদ্যুতের সাশ্রয় হবে। এমনকি আমাদের বিদ্যুৎ খোর এসিগুলো তখন হয়ে যাবে উপকারী বৈদ্যুতিক যন্ত্র। একটা শিল্প গড়ে উঠতে পারে যাদের কাজ হবে এসি-র পানি সংগ্রহ করা। যদি একটা এসি হতে প্রতিদিন ৫ লিটার করে পানি সংগ্রহ করা যায় তবে লক্ষ লক্ষ এসি হতে প্রতিদিন লক্ষ টন এসি-র বিশুদ্ধ পানি সংগ্রহ করা যাবে। আমি চাকুরীকালীন সময়ে ময়মনসিংহ সেনানিবাসে থাকাকালীন সময়ে পানিতে প্রচুর আয়রন থাকার কারণে এসি-র পানি জমাতাম। এসি-র পানি দিয়ে দামী কাপড়চোপড় ধুয়ে নিতাম যেন সাপ্লাই পানির আয়রনে দামী কাপড়ের সমস্যা না হয়। তদুপরি কারের রেডিয়েটারে পানি এবং ব্যাটারিতে পানি দেয়ার জন্য এসি-র পানি প্রতিনিয়ত ব্যবহার করতাম। এসি-র পানি বৃষ্টির পানি থেকে একটু বেশী বিশুদ্ধ বলা যায়। বৃষ্টির পানিতে বাতাসের ধুলাবালি এবং গ্যাসীয় পদার্থ দ্রবীভূত হয়ে জমা হয়। এসি-র পানি আবার বৃষ্টির পানির মত দূষণ থেকে আংশিক মুক্ত। তবে স্পর্শ কাতর ব্যবহারে যেমন: ডাক্তারি কাজে এসি-র পানি ব্যবহার করা যাবে না। কারণ বাতাসের সংস্পর্শে এসি-র পানিতে জীবাণু থাকবে সেক্ষেত্রে গাড়ীর ব্যাটারিতে বা এ ধরনের নির্জীব কাজে ব্যবহার করা গেলেও ডাক্তারি কাজে ব্যবহার একদমই চলবে না। বিভিন্ন বিপণী বিতান, বাসাবাড়িতে এসি-র পানি ড্রেনে না ফেলে তা আমরা ছোট ছোট কনটেইনারে সংগ্রহ করতে পারি। এসি-র পানির জন্য ব্যবহৃত ফানেল, ড্রাম ও টেপ ইত্যাদির খরচ আমরা এসি-র পানি ডিস্টিলড ওয়াটার হিসাবে ব্যবহার করে ডিস্টিলড ওয়াটার বাবদ খরচ বাদ দিয়ে দ্রুত ফেরত( Recovery) পাব। একই ভাবে আমরা একটু উদ্যোগ নিলে সহজেই বৃষ্টির পানি সংগ্রহ করে তা ফিল্টার করে আর্সেনিক মুক্ত পানি খেতে পারব। আমারা কম গুরুত্বপূর্ণ কাজে যেমন গাড়ীর রেডিয়েটারে আয়রন মুক্ত বৃষ্টির পানি ব্যবহার করতে পারি। বৃষ্টির পানি দিয়ে কাপড় ধুলে কাপড়ের সাবানের খরচ কম হবে। সেইসাথে কাপড় ভাল পরিষ্কার হবে। লন্ড্রি শপ ও বাড়ীর কাজে আমরা বৃষ্টির পানি সংরক্ষণ শুরু করতে পারি। এসি-র পানি ও বৃষ্টির পানি সংরক্ষণের জন্য আমরা ঘরে ঘরে প্লাস্টিক ড্রামের কন্টেইনার ব্যবহার করতে পারি। ষ্টীলের ড্রাম থেকে প্লাস্টিকের ড্রাম ভাল হবে কারণ প্লাস্টিকের ড্রাম মরিচা ও তাপ নিরোধক। আমার সকলে এসি-র পানি সংরক্ষণ করে ডিস্টিলড ওয়াটারের উপর চাপ কমিয়ে সার্বিকভাবে দেশে বিদ্যুৎ এর ব্যবহার কমিয়ে দেশের উন্নয়নে ভূমিকা রাখতে পারব। সেইসাথে ডিস্টিলড ওয়াটার কেনার খরচ কমিয়ে ব্যক্তিগত পর্যায়েও লাভবান হতে পারব। আসুন আমরা সকলে এসি ব্যবহার করলে তার উপজাত বিশুদ্ধ পানি সংরক্ষন করি ও তার সাথে বৃষ্টির পানি যতটুকু পারি ততটুকুই সংগ্রহ করি। এভাবে একদিন আমরা পরিবেশের উন্নয়ন করতে পারব।

সম্পর্কিত সংবাদ

শাহজাদপুরে নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে বাসের ধাক্কা! নিহত ১

শাহজাদপুর

শাহজাদপুরে নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে বাসের ধাক্কা! নিহত ১

সিরাজগঞ্জ শাহজাদপুরে ঢাকাগামী একটি বাস সড়কের গাছের সঙ্গে ধাক্কা লেগে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৭ জন। এদের...

দিনাজপুরে বাঁশের ফুল থেকে চাল, হচ্ছে ভাত-পোলাও

কৃষি

দিনাজপুরে বাঁশের ফুল থেকে চাল, হচ্ছে ভাত-পোলাও

ধান থেকে উৎপাদিত চালের মতো হুবহু এই বাঁশ ফুলের চাল। ভাত, পোলাও, আটা কিংবা পায়েস সব কিছু তৈরি হচ্ছে বাঁশ ফুলের চাল থেকে।...

শাহজাদপুর ইব্রাহিম মাডেল বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ এর বার্ষিক ক্রিয়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

শিক্ষাঙ্গন

শাহজাদপুর ইব্রাহিম মাডেল বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ এর বার্ষিক ক্রিয়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

ফারুক হাসান কাহারঃ শাহজাদপুর ইব্রাহিম মাডেল বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ এর বার্ষিক ক্রিয়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরনী...

যেভাবে ইসতিসকার নামাজ আদায় করেছিলেন নবিজি (সা.)

ধর্ম

যেভাবে ইসতিসকার নামাজ আদায় করেছিলেন নবিজি (সা.)

ইসতিসকা শব্দের অর্থ পানি বা বৃষ্টি প্রার্থনা করা। সালাতুল ইসতিসকা অর্থ বৃষ্টি প্রার্থনার নামাজ। শারিয়তের পরিভাষায় অনাবৃষ...

উল্লাপাড়ায় ধানখেতে বজ্রপাতে ৯ জনের মৃত্যু

সিরাজগঞ্জ জেলার সংবাদ

উল্লাপাড়ায় ধানখেতে বজ্রপাতে ৯ জনের মৃত্যু

সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলায় বজ্রপাতে নয়জন কৃষি শ্রমিকের মৃত্যু হয়েছে। এতে আহত হয়েছেন পাঁচজন। আজ বৃহস্পতিবার বিকেল সাড়ে...

শাহজাদপুরের জামিরতা ডিগ্রি কলেজে অসুস্থ্য হলেই চাকুরী হারানো ভয় শিক্ষক-কর্মচারীদের!

অপরাধ

শাহজাদপুরের জামিরতা ডিগ্রি কলেজে অসুস্থ্য হলেই চাকুরী হারানো ভয় শিক্ষক-কর্মচারীদের!

শামছুর রহমান শিশির : যে কোন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, বিশেষ করে কোন শিক্ষা প্রতিষ্ঠানের সকল শিক্ষক-কর্মচারীদের অভিভাব...