বুধবার, ০৫ নভেম্বর ২০২৫
২০১৫ সালের ২৬ মার্চ স্বাধীনতা দিবসের ৪৪ বছর পুর্তি হবে। ৭১’র ১৬ ডিসেম্বর মুক্তিযুদ্ধে বিজয় অর্জনের মধ্য দিয়ে স্বাধীন বাংলাদেশের জন্ম হয়েছিল। এর মাঝে নানা চড়াই উৎরাই করে আমাদের জাতীয় জীবনে স্বাধীনত্বা দিবসের ৪৩ বছর পার হয়ে গেছে। বাংলাদেশ নামক এ স্বাধীন ভূখন্ডে বসবাসকারী জনগোষ্ঠির জীবনমানের পরিবর্তন তথা দেশের রাজনৈতিক অর্থনৈতিক ও শিক্ষা-সাংস্কৃতিক উন্নয়ণ কতটুকু ঘটেছে ? এ প্রশ্নে প্রজন্ম পর প্রজন্ম কি ভেবেছে এর সমাধানে তারা কি পদক্ষেপ গ্রহন করেছে ? এ বিষয়ে বিশ্লেষণের প্রয়োজনীয়তা ফুরিয়ে গেছে বলে মনে হয় না। অতীত ইতিহাসের নানা কর্মকান্ড থেকে শিক্ষা গ্রহন করাই জ্ঞানীর কাজ। য়ে আশা আকাংখা ও চেতনা নিয়ে বাঙ্গালি জাতি জাতীয় মুক্তি ও স্বাধীনতা সংগ্রামে অংশ নিয়ে ৩০ লাখ মানুষের আত্মাহুতি ও ২ লাখ মা বোনের ইজ্জতের বিনিময়ে বিজয় অর্জন করেছিল। সেই আকাংখা ও চেতনার সাথে সঙ্গতি রেখে রচিত হয়েছেল দেশের সংবিধান। এই সংবিধানে ৪ টি মৌলিক কাঠামো রচিত হয়েছিল। এর একটির নাম ‘গণতন্ত্র’- দ্বিতীয় হলো-‘সমাজতন্ত্র’ – তৃতীয়টি ছিল ‘ধর্মনিরক্ষেতা’- চতুর্থ টি ছিল- ‘বাঙ্গালি জাতিয়তাবাদ’। জাতির সেই মুল আকাংখা ও চেতনার কতটুকু বাস্তবায়ন ঘটেছে এর হিসাব নিকাশ মিলিয়ে জাতিকে সামনের দিকে এগিয়ে যেতে হয়ে এটাই নিয়ম। প্রজন্ম পর প্রজন্ম সেটাই করেট থাকে আমাদের দেশেও এর ব্যাতিক্র নেই। আমরা চিন্তার জগতে শিক্ষা সংস্কৃতিতে কতটুটু মানবীয় মূল্যবোধের জায়গায় অগ্রসর হতে পেরেছি এর ওপর নির্ভর করেই বিশ্বব্যপি পরিচিতি মিলবে আমাদের জাতীয় মানদন্ডের। বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট আামাদেরকে অন্ধকারের দিকে নিয়ে যাচ্ছে। স্বাধীন দেশের ৪৩ বছর পার করার পর জনআকাংখার পরিপুরক এ ৪ মৌলিক কাঠামোর কোন অবস্থানে আমরা রয়েছি এর হিসেব-নিকেশ মিলিয়ে নেবার দায়িত্ব তৃতীয় প্রজন্মের। সবাই দেশ নিয়ে ভাবেন এটি যেমন ঠিকনা, তেমনি দেশ নিয়ে সামান্যতম চিন্তা করেন না এমন ব্যাক্তি খুঁজে পাওয়াও দুস্কর। আমরা একটি ভৌগলিক সীমারেখার গন্ডির মধ্যে বসবাস করলেও দেশের আলো-বাতাশ-মাটি, জলবাবু, প্রকৃতি-পরিবেশ, সমাজ-সংস্কৃতি, রাজনীতি-অর্থনৈতিক কর্মকান্ডে কোনরূপ বিরুপতা, অসাঞ্জস্যতা দেখা দিলেই দেশের অভ্যন্তরে বসবাসকারী জনগোষ্ঠির ওপর নানা ধরনের খারাপ প্রভাব ফেলে। খুব বেশী খারাপ হলে গৃহযুদ্ধের আশংকা দেখা দেয়। সমাজ টিকে থাকেনা। রাষ্ট্র ব্যবস্থায় ভঙ্গুরতা দেখা দেয়। সে কারনে জ্ঞানী ব্যাক্তিদের ভাবনায় সবসময় সত্যটা বলার চেষ্টা করে জণস্বার্থে রাষ্ট্রের স্বার্থে এটা কোন অপরাধ নয়। আমরা স্বশস্ত্র মুক্তিযুদ্ধ করে লক্ষপ্রাণের আত্মত্যাগের বিনিময়ে দেশের স্বাধীনতা লাভ করেছি। জাতীর এই ত্যাগ ফেলনা নয়। স্বাধীনতা প্রাপ্তি পরবর্তী ৪৪ বছর পুর্তিও উষালগ্নে তৃতীয় প্রজন্ম কি ভাবছে সেটাই বড় কথা। বর্তমান প্রেক্ষাপট বিশ্লেষণে দেখা যাচ্ছে, আমাদের রজনৈতিক ও অর্থনেতিক সংস্কৃতি হচ্ছে লুটপাটের। রাজনীতির নামে আমরা লুটপাট করছি। ভূমি দস্যূতায় লিপ্ত হয়েছি। সেবার নামে জনগনের সাথে অহরহ প্রতারণা করছি। নানা অবৈধ কর্মকান্ডের মাধ্যমে আমরা আমাদের ব্যক্তি সম্পদ বৃদ্ধির প্রতিযোগিতায় লিপ্ত রয়েছি। যা পাচ্ছি আস্ত গিলে খাচ্ছি। চিবানোর সময় নেই। রাজনীতিবিদ-আমলা-ব্যবসায়ী সবাই মিলে এটাই বোঝানোর চেষ্টা করছি যে, এটাই দেশের গণতান্ত্রিক রাজনৈতিক সংস্কৃতি। তোমরা ভোট দেবে আমরা চেটেপুটে খাবো। photoএ বিষয়ে তৃতীয় প্রজন্ম কি ভাবছে ? এ প্রশ্নের আলোকে নানা কথামালা নিয়ে আমরা তৃতীয় প্রজন্মে চিন্তার কথা লেখনির মাধ্যমে প্রকাশ করতে চাই। খাবার খেতে যেমন পাত্রের দরকার তেমনি লেখনি প্রকাশের জন্যও পাত্রের প্রয়োজন। এ পাত্র হিসেবে অত্যন্ত ক্ষুদ্র পরিসরে আমরা “শাহজাদপুর সংবাদ ডটকম” নামক একটি পাত্রের ব্যবস্থা করেছি। এ ধরনের একটি ডিজিট্যাল পাত্র নিয়ে যিনি স্বার্থহীন ভাবে এগিয়ে এসেছেন তিনি হলেন, তিনি হলেন, মোঃ শরীফ সরকার। তার বাড়ী প্রত্যন্ত অঞ্চল শাহজাদপুর উপজেলার চরবেলতৈল গ্রামে। ঐ গ্রামের আবু হেনা সরকারের যোগ্য সন্তান তিনি। আমাদের মুক্তিযোদ্ধাদের উত্তরসুরি হিসেবে মুক্তিযুদ্ধের মুল চেতনা বাস্তবায়নে তিনি কাজ শুরু করেছেন। তার মুল বক্তব্য হলো, দেশব্যাপী তৃতীয় প্রজন্ম মুক্তি ও স্বাধীনতা প্রশ্নে নতুন করে ভাবতে শুরু করেছে। তারা বলছে- বর্তমান রাজনৈতিক সংস্কৃতি মুক্তিযুদ্ধের চেতনার পরিপন্থি। এটি অন্যায়, দূর্বৃত্যায়ন, অপসংস্কৃতি । প্রধান সম্পাদক

সম্পর্কিত সংবাদ

কাল তৃতীয় বৈঠকে বসছে মস্কো-কিয়েভ

আন্তর্জাতিক

কাল তৃতীয় বৈঠকে বসছে মস্কো-কিয়েভ

রাশিয়া ও ইউক্রেনের প্রতিনিধিদল সোমবার (৭ মার্চ) তৃতীয় দফায় বৈঠকে বসতে যাচ্ছে। ইউক্রেনে রক্তাক্ত সংঘর্ষ অবসানের লক্ষ্যে...

৪২ দিন পর সাংবাদিক শিমুল হত্যা মামলার চার্জশীট আমলে নিলেন আদালত

আইন-আদালত

৪২ দিন পর সাংবাদিক শিমুল হত্যা মামলার চার্জশীট আমলে নিলেন আদালত

শামছুর রহমান শিশির, শাহজাদপুর থেকে : আজ মঙ্গলবার সিরাজগঞ্জের শাহজাদপুরে সংঘটিত দেশ-বিদেশে বহুল আলোচিত ও চাঞ্চল্যকর দৈনিক...

টাকা লাগতে পারে টুইটার ব্যবহারে

তথ্য-প্রযুক্তি

টাকা লাগতে পারে টুইটার ব্যবহারে

প্রাণঘাতী করোনা ভাইরাসের কারণে সৃষ্ট পরিস্থিতির মাঝে সাবসক্রিপশন মডেল চালুর কথা ভাবছে টুইটার। এতে ব্যবহারকারীকে নির্দিষ্...

চতুর্থ শিল্প বিপ্লবে নেতৃত্ব দিতে ‘সেন্টার অন ফ্রন্টিয়ার টেকনোলজি’

তথ্য-প্রযুক্তি

চতুর্থ শিল্প বিপ্লবে নেতৃত্ব দিতে ‘সেন্টার অন ফ্রন্টিয়ার টেকনোলজি’

তরুণদের চতুর্থ শিল্প বিপ্লবে নেতৃত্ব দেওয়ার আহ্বান জানিয়েছেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহেমদ পলক। তিন...

পূর্ণাঙ্গ ইকো-সিস্টেম নিয়ে শক্ত অবস্থানের পথে ইভ্যালি

তথ্য-প্রযুক্তি

পূর্ণাঙ্গ ইকো-সিস্টেম নিয়ে শক্ত অবস্থানের পথে ইভ্যালি

ঢাকা: ই-কমার্স ভিত্তিক পূর্ণাঙ্গ ইকো-সিস্টেম নিয়ে দেশের বাজারে শক্ত অবস্থান অর্জনের পথে রয়েছে ইভ্যালি ডট কম ডট বিডি। প্র...

অপ্রয়োজনে গাছ কাটার শাস্তি ভয়াবহ

ধর্ম

অপ্রয়োজনে গাছ কাটার শাস্তি ভয়াবহ

মানুষের বেঁচে থাকার জন্য অক্সিজেন দেয় এই গাছ। শুধু তাই নয়, মানুষ প্রশ্বাসের সঙ্গে যে কার্বন ডাই-অক্সাইড ত্যাগ করে গাছ তা...