শুক্রবার, ০২ মে ২০২৫
উল্লাপাড়া প্রতিনিধিঃ উল্লাপাড়ায় হিরোইনসহ নাজমুল হাসান (২০) নামে এক মাদক ব্যবসায়ী গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (০৮ জুলাই) ভোর রাতে উপজেলার পৌর এলাকার বাখুয়া কবরস্থানের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফরকৃত নাজমুল পৌরসভা এলাকার বাখুয়া উত্তরপাড়ার আব্দুল বারেকের ছেলে। উল্লাপাড়া মডেল থানার উপ-পরিদর্শক (এস আই) সবুজ হোসেন এ তথ্য নিশ্চিত করে জানান, শনিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে বাখুয়া কবরস্থানের এলাকায় বিশেষ অভিযান চালিয়ে নাজমুলকে গ্রেফতার করা হয়েছে। এসময় তার নিকট থেকে ৭২ পুড়িয়া হিরোইন উদ্ধার করা হয়। এসময় তার সহযোগী লাল মিয়া (৩৫) পালিয়ে যায়। তার বিরুদ্ধে থানায় মাদকের ৪টি মামলা রয়েছে। এছাড়া সে এলাকায় চিহ্নিত একজন মাদক ব্যবস্যায়ী। তিনি আরো জানান, এ ব্যাপারে থানায় তার বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। শনিবার দুপুরে আদালতের মাধ্যমে তাকে জেলহাতে পাঠানো হয়েছে।

সম্পর্কিত সংবাদ

শাহজাদপুরে সরকারি গাছ বিক্রি করে ঋণের দায় শোধ স্কুল দপ্তরির!

অপরাধ

শাহজাদপুরে সরকারি গাছ বিক্রি করে ঋণের দায় শোধ স্কুল দপ্তরির!

শাহজাদপুরে ঋণের টাকা পরিশোধে ব্যর্থ হয়ে পাওয়ানাদারকে সরকারি ক্যানেলের ৫০টি সরকারি গাছ বিক্রি করে টাকা নিতে বলেছেন

আজ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৫৫ তম জন্মবার্ষিকী

জাতীয়

আজ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৫৫ তম জন্মবার্ষিকী