শুক্রবার, ০২ মে ২০২৫
চন্দন কুমার আচার্য, সিরাজগঞ্জ প্রতিনিধিঃ উল্লাপাড়ায় বৃহস্পতিবার ৭১ এর মহান মুক্তিযুদ্ধে উত্তর জনপদের বৃহত্তম মুক্তিযোদ্ধা সংগঠন পলাশ ডাঙ্গা যুব শিবিরের পরিচালক উল্লাপাড়ার সাবেক সংসদ সদস্য ও আওয়ামীলীগ নেতা আব্দুল লতিফ মির্জার ৮ম মৃত্যুবার্ষিকী পালিত হয়। উল্লাপাড়া উপজেলা আওয়ামীলীগ, মোহনপুর ইউনিয়ন আওয়ামীলীগ ও উল্লাপাড়া মুক্তিযোদ্ধা সংসদ পৃথক পৃথকভাবে দিনটি পালন উপলক্ষে লতিফ মির্জার কবর জিয়ারত, মিলাদ মাহফিল ও আলোচনা সভা আয়োজন করে। উল্লাপাড়ার সংসদ সদস্য তানভীর ইমাম সকল অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন। লতিফ মির্জার কবরস্থানে আয়োজিত আলোচনা সভায় মোহনপুর ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি আবুল কালাম আজাদের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে সিরাজগঞ্জ জেলা আওয়ামীলীগ সভাপতি আব্দুল লতিফ বিশ্বাস, সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়া, উল্লাপাড়া উপজেলা পরিষদ চেয়ারম্যান এ্যাড. মারুফ বিন হাবিব, সাংবাদিক গোলাম মোস্তফা প্রমুখ বক্তব্য রাখেন। উল্লাপাড়া আওয়ামীলীগ কার্যালয় এবং মুক্তিযোদ্ধা সংসদে আয়োজিত স্মৃতিচারণ সভায় যথাক্রমে উল্লাপাড়া উপজেলা আওয়ামীলীগ আহব্বায়ক মীল শহিদুল ইসলাম পুন্নু ও মুক্তিযোদ্ধা কমান্ডার খোরশেদ আলম সভাপতিত্বে করেন।

সম্পর্কিত সংবাদ

আজ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৫৫ তম জন্মবার্ষিকী

জাতীয়

আজ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৫৫ তম জন্মবার্ষিকী

ঈদ ফ্যাশানে শাহজাদপুরের তাঁতের শাড়ী দেশে ব্যাপক সাড়া জাগিয়েছে!

অর্থ-বাণিজ্য

ঈদ ফ্যাশানে শাহজাদপুরের তাঁতের শাড়ী দেশে ব্যাপক সাড়া জাগিয়েছে!