শুক্রবার, ০২ মে ২০২৫
নির্বাচনী প্রচারণাকালে উল্লাপাড়ায় বিএনপি মনোনীত মেয়র প্রার্থী বেলাল হোসেনকে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থীর ভাইয়ের নেতৃত্বে সরকারী দলের লোকজন একটি হাসপাতালে প্রায় ঘণ্টাখানেক অবরুদ্ধ করে রেখেছিল বলে অভিযোগ উঠেছে। এসময় তার ব্যবহৃত মটরসাইকেলটি ভাঙচুর করা হয়েছে। সংবাদ পেয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট ঘটনাস্থলে পৌঁছে তাকে উদ্ধার করেন। বৃহস্পতিবার বিকাল ৫টায় দিকে এ ঘটনা ঘটে। বিএনপি সমর্থিত মেয়র প্রার্থী বেলাল হোসেন জানান, বিকেলে মটরসাইকেল নিয়ে উপজেলার শ্যামলী পাড়া এলাকায় নির্বাচনী প্রচারনাকালে আওয়ামী লীগ প্রার্থী নজরুল ইসলামের ভাই বকুলের নেতৃত্বে কয়েকজন সন্ত্রাসী ওই এলাকার বেঙ্গল হাসপাতালে নিয়ে তাকে আটকে রাখে। এ সময় ব্যবহৃত মটরসাইকেলটি ভাঙচুর করা হয়। পরে বিষয়টি উপজেলা নির্বাহী অফিসারকে মোবাইলে অবহিত করা হলে তিনি ম্যাজিস্ট্রেট পাঠিয়ে তাকে উদ্ধার করেন। এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার ও রির্টানিং কর্মকর্তা সন্দ্বীপ কুমার জানান, মেয়র প্রার্থী বেলাল হোসেন অসুস্থ বোধ করায় হাসপাতালে চিকিৎসার জন্য গেলে প্রতিপক্ষের লোকজন টাকা লেনদেন করবে এমন অভিযোগে তাকে ঘেরাও করে রেখেছিল। সংবাদ পেয়ে ঘটনাস্থলে ম্যাজিস্ট্রেট পাঠিয়ে টাকা লেনদেনের বিষয়টি সত্যতা না পাওয়ায় তাকে উদ্ধার করে নিরাপদে পৌঁছে দেওয়া হয়েছে। মটরসাইকেল ভাঙচুরের বিষয়টি সত্য নয় বলেও এ কর্মকর্তা জানিয়েছেন।

সম্পর্কিত সংবাদ

আজ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৫৫ তম জন্মবার্ষিকী

জাতীয়

আজ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৫৫ তম জন্মবার্ষিকী

ঈদ ফ্যাশানে শাহজাদপুরের তাঁতের শাড়ী দেশে ব্যাপক সাড়া জাগিয়েছে!

অর্থ-বাণিজ্য

ঈদ ফ্যাশানে শাহজাদপুরের তাঁতের শাড়ী দেশে ব্যাপক সাড়া জাগিয়েছে!