শুক্রবার, ০২ মে ২০২৫
ইমাম হাসান তানিমঃ মঙ্গলবার উল্লাপাড়া উপজেলার সোনতলা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে বন্যায় ক্ষতিগ্রস্থ দুঃস্থ পরিবারের ঘরবাড়ি মেরামত ও চিকিৎসার জন্য নগদ অর্থ প্রদান করেন গ্রামীণ ব্যাংক দুর্গানগর শাখা। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ব্যাংকের সিরাজগঞ্জ জোন ব্যবস্থাপক আব্দুল মোক্তাদির। সোনতলা প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলী আকতার বাবলুর সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন গ্রামীণ ব্যাংক সিরাজগঞ্জ জোনের অডিট কর্মকর্তা ইউসুফ আলী, এরিয়া ব্যবস্থাপক আব্দুল বায়েস, প্রোগ্রাম কর্মকর্তা আমিনুল ইসলাম, ব্যাংকের দুর্গানগর শাখা ব্যবস্থাপক শ্যামল কুমার বিশ্বাস, ব্যাংক কর্মচারী সমিতির সিরাজগঞ্জ জোন প্রতিনিধি মানিক সরকার এবং জোন সভাপতি রবিউল করিম প্রমুখ। সভায় প্রধান অতিথি আব্দুল মোক্তাদির বন্যায় ক্ষতিগ্রস্থদেরকে বিনা সুদে ঋণ প্রদান এবং তারা স্বাবলম্বী না হওয়া পর্যন্ত ঋণের অর্থ উত্তোলন করা হবে না বলে ঘোষণা দেন। অনুষ্ঠানে ৩শ ৮০ জন বন্যার্তকে নগদ ১ হাজার করে টাকা, বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা ও ওষুধ প্রদান করা হয়।

সম্পর্কিত সংবাদ

আজ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৫৫ তম জন্মবার্ষিকী

জাতীয়

আজ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৫৫ তম জন্মবার্ষিকী

ঈদ ফ্যাশানে শাহজাদপুরের তাঁতের শাড়ী দেশে ব্যাপক সাড়া জাগিয়েছে!

অর্থ-বাণিজ্য

ঈদ ফ্যাশানে শাহজাদপুরের তাঁতের শাড়ী দেশে ব্যাপক সাড়া জাগিয়েছে!