শুক্রবার, ০২ মে ২০২৫
তানিম তূর্যঃ সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার মোহনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সাবেক সংসদ সদস্য আব্দুল লতিফ মির্জার একমাত্র ছেলে মির্জা খালিদ ইনতেজার (শক্তি মির্জা) আত্মহত্যা করেছেন। রোববার রাতের কোন এক সময় সিরাজগঞ্জ পৌর এলাকার মাছুমপুর মহল্লার নিজ বাসভবনে এ আত্মহত্যার ঘটনা ঘটে। নিহত মির্জা খালিদ ইন্তেজার শক্তি মাছুমপুর মহল্লার বাসিন্দা ও উল্লাপাড়ার মোহনপুর ইউনিয়ন পরিষদের টানা দুইবারের নির্বাচিত ইউপি চেয়ারম্যান ছিলেন। নিহতের স্বজন ও এলাকাবাসী জানান, শক্তি মির্জা শনিবার রাতে নিজ ঘরে ঘুমাতে যায়। রোববার সকালে ডাকাডাকি করে কোন সাড়া শব্দ না পাওয়ায় দরজা ভেঙ্গে বৈদ্যুতিক পাকার সাথে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়। এ সময় দ্রুত সিরাজগঞ্জ সদর হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক ডা. রোকনুজ্জামান তাকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে স্থানীয় সংসদ সদস্য অধ্যাপক ডা.হাবিবে মিল্লাত মুন্নাসহ জেলা আওয়ামীলীগের নেতৃবৃন্দ সদর হাসপাতালে নিহত শক্তি মির্জাকে দেখতে যান। সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) আব্দুর রফিক এ তথ্য নিশ্চিত করে জানান, নিহতের মরদেহ সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে। প্রসঙ্গত: মির্জা খালিদ ইনতেজার শক্তির পিতা সিরাজগঞ্জ জেলা আওয়ামীলীগের সভাপতি ও দু’বার নির্বাচিত জাতীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আব্দুল লতিফ মির্জা ২০০৭ সালের ৫ নভেম্বর ইন্তেকাল করেন।

সম্পর্কিত সংবাদ

আজ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৫৫ তম জন্মবার্ষিকী

জাতীয়

আজ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৫৫ তম জন্মবার্ষিকী

ঈদ ফ্যাশানে শাহজাদপুরের তাঁতের শাড়ী দেশে ব্যাপক সাড়া জাগিয়েছে!

অর্থ-বাণিজ্য

ঈদ ফ্যাশানে শাহজাদপুরের তাঁতের শাড়ী দেশে ব্যাপক সাড়া জাগিয়েছে!