শুক্রবার, ০২ মে ২০২৫

তানিম তূর্যঃ গতকাল সোমবার উল্লাপাড়া উপজেলার বড়হর ইউনিয়নের অলিপুর বাজারে সচেতন ছাত্র সংঘ এবং অলিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের যৌথ উদ্দ্যোগে জঙ্গিবাদ, সাম্প্রদায়িকতা, নৈরাজ্য ও সন্ত্রাস বিরোধী মানববন্ধন ও র‍্যালী অনুষ্ঠিত হয়েছে। অলিপুর সঃ প্রাঃ বিদ্যালয় থেকে জঙ্গিবাদ বিরোধী শপথ শেষে একটি র‍্যালী বের হয়ে অলিপুর বাজারে আসে। এরপর সেখানে মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠান সকাল ১০টা থেকে শুরু হয়ে দুপুর ১টা পর্যন্ত চলে। এতে অংশ নেয় সচেতন ছাত্র সংঘের সকল সদস্য, অলিপুর সঃ প্রাঃ বিদ্যালয়ের সকল শিক্ষকবৃন্দ ও শিক্ষার্থী এবং অলিপুর  গ্রামবাসী। আলোচনায় উঠে আসে সাম্প্রতিক ঘটিত জঙ্গিবাদ কর্মকান্ডের কুফল, জঙ্গি দমনে সরকারের ভুমিকা, জনগনকে এ বিষয়ে সচেতন করা, জঙ্গি দমনে সরকারকে সহযোগিতা করা, ছাত্র-ছাত্রীদের মধ্যে জঙ্গিবাদ বিরোধী মনোভাব গড়ে তোলা। আলোচনায় অংশ নেয় অলিপুর সঃ প্রাঃ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব নুরুল ইসলাম, বড়হর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জনাব ফজলুল হক ভূইঁয়া, সচেতন ছাত্র সংঘের সভাপতি সহ অলিপুর গ্রামের গণ্যমান্য ব্যাক্তিবর্গ।

  Source: http://chowhalinews.com/

সম্পর্কিত সংবাদ

আজ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৫৫ তম জন্মবার্ষিকী

জাতীয়

আজ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৫৫ তম জন্মবার্ষিকী

ঈদ ফ্যাশানে শাহজাদপুরের তাঁতের শাড়ী দেশে ব্যাপক সাড়া জাগিয়েছে!

অর্থ-বাণিজ্য

ঈদ ফ্যাশানে শাহজাদপুরের তাঁতের শাড়ী দেশে ব্যাপক সাড়া জাগিয়েছে!