বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর ২০২৫
নিজস্ব প্রতিনিধিঃ: সিরাজগঞ্জ-০৬ (শাহজাদপুর) আসনের জাতীয় সংসদ সদস্য বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব হাসিবুর রহমান স্বপন বলেছেন, প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা দেশের উন্নয়নের ধারা অব্যাহত রেখে সন্ত্রাস-জঙ্গিবাদ-দুর্নীতিমুক্ত বাংলাদেশ বিনির্মাণে নিরলসভাবে কাজ করে চলেছেন। বিশেষ করে শাহজাদপুরে রবীন্দ্র বিশ্ববিদ্যালয় স্থাপনসহ বহুমুখী উন্নয়ণে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা যে উদার মনোভাবের পরিচয় দিয়েছেন, তাতে আবারও আগামী জাতীয় সংসদ নির্বাচনে এ আসনের প্রার্থীকে নৌকা মার্কায় ভোট দিয়ে দলীয় প্রার্থীকে বিজয়ী করার গুরুদায়িত্ব আপনাদের ওপরই পড়েছে। উন্নয়নের ধারাবাহিকতা রক্ষায় আবারও নৌকায় ভোট দেবেন। আগামী নির্বাচনে এ আসনে যাকেই দলীয় প্রার্থী করা হবে, আমরা ঐক্যবদ্ধভাবে তাকেই বিজয়ী করে এ আসটি পুনরায় প্রধানমন্ত্রী, সফল রাষ্ট্রনায়ক শেখ হাসিনাকে উপহার দেবো।’ গত বৃহস্পতিবার রাতে শাহজাদপুর পৌরসদরের ৫নং ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি আব্দুল হালিমের বাসভবনে অনুষ্ঠিত প্রথম উঠোন বৈঠকে প্রধান অতিথির বক্তব্যদানকালে উপরোক্ত কথাগুলো বলেছেন স্থানীয় এমপি আলহাজ্ব হাসিবুর রহমান স্বপন। উঠোন বৈঠকের সভাপতি ৫নং ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি আব্দুল হালিম বলেন,‘ স্থানীয় এমপি মহোদয়ের যোগ্য ও বলিষ্ঠ নেতৃত্বে জেলার মধ্যে প্রথম ও একমাত্র কারিগরী শিক্ষা প্রতিষ্ঠান পাড়কোলা পলিটেকনিক্যাল স্কুল এন্ড কলেজ নির্মাণের জন্য ইতিমধ্যেই টেন্ডার কার্য সম্পন্ন হয়েছে। পাড়কোলা ইসলামিয়া দাখিল মহিলা মাদরাসার বহুতল ভবন নির্মাণের জন্য আগামী ১ সপ্তাহের মধ্যে টেন্ডার হবে। পাড়কোলায় অত্যাধুনিক হাসপাতাল নির্মাণকাজ দ্রুততার সাথে এগিয়ে চলছে। পাড়কোলায় স্টেডিয়াম নির্মাণের জন্য ইতিমধ্যেই সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে একটি প্রস্তাবনা পেশ করা হয়েছে। পাড়কোলা কবরস্থানের উন্নয়নকল্পে এমপি মহোদয়ের ব্যাক্তিগত তহবিল থেকে ৫ লাখ টাকা অনুদান ঘোষণা করায় আমরা পাড়কোলা ওয়ার্ডবাসী তার নিকট কৃতজ্ঞ। আগামী নির্বাচনে এ ওয়ার্ড থেকে রেকর্ড পরিমান ভোট নৌকায় দেয়া হবে বলে তিনি আশাবাদ ব্যাক্ত করেন।’ ৫নং ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি আব্দুল হালিমের সভাপতিত্বে অনুষ্ঠিত ওই উঠোন বৈঠকে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, শাহজাদপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মুস্তাক আহমেদ, পৌরমেয়র (দায়িত্বপ্রাপ্ত) নাসির উদ্দিন, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শামসুল আলম, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম শাহু, যুবলীগ নেতা আশিকুল হক দিনার, ছাত্রলীগ সভাপতি ইসলাম শেখ প্রমূখ। প্রথমবারের মতো শাহজাদপুরে অনুষ্ঠিত ওই উঠোন বৈঠকের প্রধান অতিথি স্থানীয় এমপি, সাবেক শিল্প-উপমন্ত্রী আলহাজ্ব হাসিবুর রহমান স্বপন আরও বলেন,‘২০২১ সালে স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর মধ্যেই বাংলাদেশকে ক্ষুধা-দারিদ্র্যমুক্ত আত্মনীর্ভরশীল মধ্যম আয়ের দেশে পরিণত করার টার্গেটে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সরকার একযোগে কাজ করছেন। ফলে দ্রুত দেশ উন্নয়ন ও অগ্রগতির দিকে ধাবিত হচ্ছে। বাংলাদেশকে বিশ্বসভায় মর্যাদাপূর্ণ আত্মনীর্ভরশীল করে মাথা উঁচু করে দাঁড়াতে আরেকবার আপনারা ভোট দিয়ে নৌকার প্রার্থীকে বিজয়ী করবেন বলে আমরা বিশ্বাস করি। আওয়ামী লীগের এই চার বছরের শাসনামলে সবদিক দিয়ে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে।’ শাহজাদপুরের সার্বিক উন্নয়নের চিত্র তুলে ধরে স্থানীয় এমপি আরও বলেন,‘ ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার শাষণামলে শাহজাদপুরে জনগণ সর্বোচ্চ উন্নয়নের মুখ দেখেছে। অতীতের অন্য কোন সরকারই শাহজাদপুরের দিকে এতটা সুনজরে তাকায়নি। বিশ্ববাসী জেনেছেন শাহজাদপুরে রবীন্দ্র বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়েছে। চলতি অর্থবছরেই রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে ভর্তি কার্যক্রম শুরু হবে। ইতিমধ্যেই গালা-কৈটলা-থানারঘাট করতোয়া সেতু পর্যন্ত বিদেশী দাতা সংস্থার অর্থায়নে পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) মাধ্যমে ১ হাজার কোটি টাকা প্রকল্প ব্যায়ে বাঁধ ও স্লুইচ গেট নির্মাণের জন্য টেন্ডার হয়েছে। ওই প্রকল্প কাজ সম্পন্ন হলে উপজেলার বন্যাকবলিত গালা, সোনাতুনী, পোরজনা জালালপুর, খুকনী-পূর্বাঞ্চলের এই ৫ ইউনিয়নবাসীসহ পুরো শাহজাদপুরবাসী প্রত্যক্ষভাবে উপকৃত হবে। এলাকার লাখ লাখ কৃষক সারা বছরেই এক ফসলের পরিবর্তে বহু ফসলের আবাদ করার মাধ্যমে তাদের ভাগ্যোন্নয়নে ব্যাপক পরিবর্তন করতে পারবে। প্রধানমন্ত্রী সারাদেশের ১’শ ১৭ টি উপজেলায় ২০১৭ সালের মধ্যে শতভাগ বিদ্যুতের আওতায় আনার যে ঘোষণা দিয়েছিলেন তন্মদ্ধে শাহজাদপুরও রয়েছে। এ বছর শেষ হবার আগেই শাহজাদপুর উপজেলাকে শতভাগ বিদ্যুতায়ন উপজেলা ঘোষণা করা হবে। শাহজাদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অবস্থান পৌরসদরের বেশ দুরত্বে থাকায় স্বাস্থ্যসেবা প্রত্যাশী শাহজাদপুরবাসীর নানা সমস্যা পোহাতে হচ্ছে। এ অবস্থা থেকে পরিত্রাণে স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম আমাদের দাবির প্রেক্ষিতে ৫০ সয্যা বিশিষ্ট অত্যাধুনিক একটি হাসপাতালের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন যার কাজও অতি দ্রুত এগিয়ে চলছে। দুগালী আদর্শ উচ্চ বিদ্যালয়টি কলেজে রূপান্তরিত হয়েছে ও ভবণ নির্মাণের জন্য ওই কলেজসহ উপজেলার ৫টি কলেজের ভবণ নির্মাণে কলেজপ্রতি ৭১ লাখ টাকা করে বরাদ্দ এসেছে। শাহজাদপুরে আমি এমপি থাকাকালীন সময়ে মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন নির্মাণ, অস্বচ্ছল মুক্তিযোদ্ধাদের বাড়ি নির্মাণ, ৩টি ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স ভবণ নির্মাণ, ৯৮ টি সরকারি প্রাথমিক বিদ্যালয় নির্মাণ, ৩১৫ মিটার দীর্ঘ সেতু নির্মাণ, ১৯.৫ কিলোমিটার দীর্ঘ ১৫টি সড়ক সংস্কার ৪৩.৫ কিলোমিটার দীর্ঘ ৩৬টি নতুন সড়ক নির্মাণ, বিদ্যুৎ খাতে আবাসিক-অনাবাসিক, বাণিজ্যিক, সেঁচ, ক্ষুদ্র শিল্প, বৃহৎ শিল্পসহ বিভিন্ন খাতে ৩৩ হাজার ৩’শ ৪৮ টি নতুন বৈদ্যুতিক সংযোগ প্রদান, বিদ্যুৎ পৌঁছে দিয়ে অন্ধকারাচ্ছন্ন ২১টি গ্রামকে আলোকিত করা, ২৬৪ কিলোমিটার নতুন লাইন নির্মাণ, ৩৩/১১ কেভি ১০ এমভিএ নতুন বিদ্যুৎ উপকেন্দ্র স্থাপনের জন্য কার্যাদেশ প্রদানসহ কৃষি, স্বাস্থ্য, শিক্ষা, যোগাযোগ খাতসহ সকল খাতেই বহুমুখী উন্নয়ন হয়েছে। শাহজাদপুরবাসী যখন যে দাবি করেছেন তার সাথে একাত্মতা প্রকাশ করে মাননীয় প্রধানমন্ত্রী তা পর্যায়ক্রমে বাস্তবায়ন করে চলেছেন। আমরা শাহজাদপুরবাসী প্রধানমন্ত্রীর কাছে ঋণি। এজন্য আগামী নির্বাচনে নৌকার প্রার্থীকে বিজয়ের কোন বিকল্প নেই।’ উক্ত উঠোন বৈঠকে ৫ নং ওয়ার্ড আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী, মটর শ্রমিক ইউনিয়ন পাড়কোলা শাখা, তাঁত শ্রমিক ইউনিয়ন পাড়কোলা শাখা ও পাড়কোলা রিক্সা শ্রমিক ইউনিয়নের কর্মকর্তা, সদস্যবৃন্দসহ শত শত দলীয় নেতাকর্মী ও সমর্থকেরা উপস্থিত ছিলেন।

সম্পর্কিত সংবাদ

রাজনীতিতে উত্তরাধিকার প্রথা

সম্পাদকীয়

রাজনীতিতে উত্তরাধিকার প্রথা

সংবিধানের ৪ মূলনীতি-(১) গণতন্ত্র, (২) সমাজতন্ত্র, (৩) ধর্মনিরপেক্ষতা, (৪) জাতীয়তাবাদ এ সব কথা কাগজে কলমে উপহাস মাত্র। এর...

করোনায় আশার আলো দেখাচ্ছে ভারতের ভ্যাকসিন

আন্তর্জাতিক

করোনায় আশার আলো দেখাচ্ছে ভারতের ভ্যাকসিন

ভারতের প্রথম সাম্ভব্য করোনাভ্যাকসিন কোভ্যাকসিন মানবশরীরে ট্রায়ালের জন্য ড্রাগ কন্ট্রোল জেনারেল অব ইন্ডিয়ার ছাড়পত্র পেল...

শেখ হাসিনার বিরুদ্ধে তদন্ত ২০ এপ্রিলের মধ্যে শেষ করার নির্দেশ

বাংলাদেশ

শেখ হাসিনার বিরুদ্ধে তদন্ত ২০ এপ্রিলের মধ্যে শেষ করার নির্দেশ

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনাল মঙ্গল...

শাহজাদপুরে বাবা-মায়ের কবরের পাশেই চিরনিদ্রায় শায়িত এমপি স্বপন

জাতীয়

শাহজাদপুরে বাবা-মায়ের কবরের পাশেই চিরনিদ্রায় শায়িত এমপি স্বপন

সিরাজগঞ্জ-৬ (শাহজাদপুর) আসনের সংসদ সদস্য ও সাবেক শিল্প উপমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব হাসিবুর রহমান স্বপন সবাইকে শোক...

‘প্রতিবন্ধীরা সমাজের বোঝা নয়; সম্পদ’ - ড. এম এ মুহিত

দিনের বিশেষ নিউজ

‘প্রতিবন্ধীরা সমাজের বোঝা নয়; সম্পদ’ - ড. এম এ মুহিত

‘দৃষ্টি প্রতিবন্ধী ও প্রতিবন্ধীরা সমাজের বোঝা নয়। আমরা যারা সুস্থ্য মানুষ তাদের নেতিবাচক দৃষ্টিভঙ্গির কারণে প্রতিবন্ধীরা...

মিষ্টান্ননগরী  সিরাজগঞ্জের শাহজাদপুর

শাহজাদপুর

মিষ্টান্ননগরী সিরাজগঞ্জের শাহজাদপুর

শাহজাদপুরে ছোট-বড় অনেক জমিদার ছিল। বিভিন্ন উৎসব-পূজা-পার্বণে তারা প্রজাদের নিমন্ত্রণ করে পেটপুরে মিষ্টি খাওয়াতেন। তারা ব...