রবিবার, ২৮ এপ্রিল ২০২৪
শামছুর রহমান শিশির: ’বিপদে- আপদে যুবলীগ, রাজপথের দুঃসময়ের রাজনীতিতে যুবলীগ, আন্দোলন সংগ্রামে যুবলীগ, যে কোন ক্রান্তিলগ্নে যুবলীগ নেতৃবৃন্দ বরাবরের মতোই বিশেষ ভূমিকা পালন করে আসছে। অথচ এমপি, উপজেলা চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, মহিলা ভাইস চেয়ারম্যান, পৌর মেয়র পদে মূল আওয়ামী লীগের নেতৃবৃন্দকে প্রার্থী করা হয়েছে ও হচ্ছে। যুবলীগ নেতৃবৃন্দ সর্বক্ষেত্রে বিশেষ ভূমিকা রাখলেও যুবলীগের কোন নেতৃবৃন্দকে এসব পদে দলীয় প্রার্থীতার সুযোগ না দেয়ায় শাহজাদপুর উপজেলা যুবলীগ নেতৃবৃন্দ তাদের অধিকার থেকে বঞ্চিত হচ্ছে। এবার অধিকার আদায় করে নেয়া হবে। কারণ, শাহজাদপুর উপজেলা যুবলীগ, পৌর যুবলীগ, ওয়ার্ড যুবলীগ, ১৩ টি ইউনিয়ন যুবলীগ ঐক্যবদ্ধ হয়ে আসন্ন শাহজাদপুর উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে যুবলীগের সংগ্রামী সাধারণ সম্পাদক, শাহজাদপুর সরকারি কলেজের সাবেক জিএস মামুনর রশীদ লিয়াকতকে প্রথমবারের মতো যুবলীগের পক্ষ থেকে প্রার্থী হিসেবে ঘোষণা করেছে। যুবলীগের আকুষ্ঠ এ একটি দাবী শাহজাদপুর উপজেলা আওয়ামী লীগ সভাপতি বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব হাসিবুর রহমান স্বপন, যুবলীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক সাংসদ চয়ন ইসলাম, কেন্দ্রীয় যুবলীগের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ড. সাজ্জাদ হায়দার লিটনসহ জেলা, বিভাগ ও কেন্দ্রীয় যুবলীগের নেতৃবৃন্দের নিকট অচিরেই অনুষ্ঠানিকভাবে উপস্থাপন করা হবে। আর এ দাবী পূরণ না হলে শান্তিপূর্ণ নানা কর্মসূচীর মধ্য দিয়ে যে কোন মুল্যে দাবীটি আদায় করা হবে।’ আজ রোববার বাংলাদেশ আওয়ামী যুবলীগ শাহজাদপুর উপজেলা শাখা, পৌর শাখা ও ইউনিয়ন শাখাসহ সর্বস্তরের উপজেলা যুবলীগ নেতৃবৃন্দ ঐক্যবদ্ধ হয়ে আসন্ন শাহজাদপুর উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে শাহজাদপুর উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মামুনর রশীদ লিয়াকতের নাম ঘোষণা উপলক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তারা একবাক্যে উপরোক্ত কথাগুলো বলেছেন। আজ রোববার সকালে স্থানীয় আওয়ামী লীগ দলীয় কার্যালয়ে উপজেলা যুবলীগের উদ্যোগে এ উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। শাহজাদপুর উপজেলা যুবলীগের সভাপতি, সাবেক পৌর কাউন্সিলর ইউনুস আলীর সভাপতিত্বে ও সেক্রেটারি মামুনর রশীদ লিয়াকতের সঞ্চালনায় অনুষ্ঠিত ওই আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, শাহজাদপুর উপজেলা যুবলীগের প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক মোঃ রাজীব শেখ, পৌর যুবলীগের আহবায়ক, সাবেক পৌর কাউন্সিলর আবু শামীম সূর্য্য, যুগ্ম- আহবায়ক সাজ্জাদ হোসনে, সাবেক পৌর কাউন্সিলর ও অন্যতম সদস্য আব্দুর রহিম, সহ-সভাপতি মোফাজ্জল হোসেন মোফা, আমিরুল ইসলাম ঠান্ডু, সাবেক সফল ছাত্রনেতা ও সবুজ বিপ্লবের উদ্যোক্তা কামরুল হাসান হিরোক প্রমূখ। উক্ত সভায় উপজেলা যুবলীগের অন্যতম সদস্য ও সাংবাদিক আসলাম আলী, রোকন উদ্দিন, আফছার আলী, ১৩ টি ইউনিয়ন যুবলীগ নেতৃবৃন্দ্রের মধ্যে বক্তব্য রাখেন কায়েমপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি রাশেদুল হাসান রুবেল, সাধারণ সম্পাদক জিব্রাইল হোসেন সবুজ, গাড়াদহ ইউনিয়ন যুবলীগের সভাপতি বাহাদুর হোসেন সবুজ , সাধারণ সম্পাদক রিপন হোসেন, পোতাজিয়া ইউনিয়ন যুবলীগের সভাপতি আইয়ুব আলী, সাধারণ সম্পাদক আব্দুল হামিদ, রূপবাটি ইউনিয়ন যুবলীগের সভাপতি দৌলত শিকদার, সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজান, পোরজনা ইউনিয়ন যুবলীগের সভাপতি জুয়েল আলম, সাধারণ সম্পাদক হবিবর রহমান, সোনাতুনী ইউনিয়ন যুবলীগের সভাপতি লুৎফর রহমান, সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম ব্যাপারী, কৈজুরী ইউনিয়ন যুবলীগের সভাপতি বছির উদ্দিন ফকির , সাধারণ সম্পাদক মানিক আহমেদ, বেলতৈল ইউনিয়ন যুবলীগের সভাপতি আজিজুর রহমান বিদ্যুৎ, সেক্রেটারি মানিক মিয়া, খুকনী ইউনিয়ন যুবলীগের সভাপতি আলমাছ হোসেন, সাধারণ সম্পাদক আবু হেনা ভূইয়া, নরিনা ইউনিয়ন যুবলীগের আহবায়ক আব্দুল হালিম, যুগ্ম-আহবায়ক বাবু মিয়া, জালালপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি মিজানুর রহমান লেবু, হাবিবুল্লাহনগর ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক মোক্তার হোসেন,সদস্য খবির উদ্দিন প্রমূখ। উক্ত সভায় শাহজাদপুর উপজেলা যুবলীগ, পৌর যুবলীগ, ১৩টি ইউনিয়ন যুবলীগ ও বিভিন্ন ওয়ার্ড যুবলীগ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে নেতৃবৃন্দ একে অপরকে মিষ্টিমুখ করান।

সম্পর্কিত সংবাদ

বিশ্বকাপ ফুটবলের ফাইনাল ম্যাচ ঘিরে ব্রাহ্মণবাড়িয়ায় মোতায়েন থাকবে অতিরিক্ত পুলিশ

বাংলাদেশ

বিশ্বকাপ ফুটবলের ফাইনাল ম্যাচ ঘিরে ব্রাহ্মণবাড়িয়ায় মোতায়েন থাকবে অতিরিক্ত পুলিশ

এর আগে গত বছরের জুলাইয়ে অনুষ্ঠিত কোপা আমেরিকার ফাইনাল ম্যাচ ঘিরেও ব্রাহ্মণবাড়িয়ায় ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা নিয়েছিল জেলা...

উল্লাপাড়ায় অগ্নিকান্ডে গৃহবধুর মৃত্যু

উল্লাপাড়া

উল্লাপাড়ায় অগ্নিকান্ডে গৃহবধুর মৃত্যু

তানিম তূর্যঃ সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ভয়াবহ অগ্নিকান্ডে ফাতেমা বেগম (৫৫) নামে এক গৃহবধুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার ভোর রাতে উ...

দুধের দাম কমানোয় খামারীরা দিশেহারা

মিল্কভিটা

দুধের দাম কমানোয় খামারীরা দিশেহারা

বাংলাদেশ দুগ্ধ উৎপাদন কারী সমবায় ইউনিয়ন (মিল্কভিটা) গত পহেলা ফেব্রুয়ারী থেকে খামারীদের ন...

শাহজাদপুরে ফার্মাসউিটিক্যাল রিপ্রেজেন্টেটিভদের মানব বন্ধন

শাহজাদপুরে ফার্মাসউিটিক্যাল রিপ্রেজেন্টেটিভদের মানব বন্ধন

শাহজাদপুর প্রতিনিধি :: সিরাজগঞ্জের শাহজাদপুরে বেতন বৈষম্যর প্রতিবাদ ও ৫ দফা দ্বাবি আদায়ে...

জোর করে উপবৃত্তির টাকা কেটে নেবার জেরে প্রধান শিক্ষক ও সভাপতির উপর হামলা মারপিট, আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

শিক্ষাঙ্গন

জোর করে উপবৃত্তির টাকা কেটে নেবার জেরে প্রধান শিক্ষক ও সভাপতির উপর হামলা মারপিট, আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

উল্লাপাড়া প্রতিনিধিঃ শিক্ষার্থীদের নিকট থেকে জোর করে উপবৃত্তির টাকা কেটে নেওয়া ও এর প্রত...

নতুন নিয়মে ৩৫তম বিসিএস প্রিলিমিনারি