বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫
তথ্য ও সম্প্রচার মন্ত্রী হাছান মাহমুদ এমপি এবং বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) এর ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক আবুল কালাম আজাদ সাংবাদিক কামাল আতাতুর্ক মিসেল হাতে সাটির্ফিকেট তুলে দিচ্ছেন

মো. শামছুর রহমান শিশির : দেশের একজন সুপরিচিত সাংবাদিক কামাল আতাতুর্ক মিসেল। সংবাদের পেছনে ছুটে চলাই যার কাজ । নেশাকে কিভাবে পেশা করা যায় বিশেষ করে কুমিল্লায় থেকে  সাংবাদিকতাকে  পেশা হিসেবে নেয়া সম্ভব একমাত্র মুন্সী কামাল আতাতুর্ক মিসেল তার প্রমাণ।

কামাল আতাতুর্ক মিসেল এর সাথে  আমার পরিচয় সেই ২০০৮ কিংবা  ৯ সালের দিকে। হাঁসি খুঁশি উচ্ছ্বল এক প্রাণবন্ত মানুষ। সে সময় ই তিনি জাতীয় দৈনিক ইনকিলাব পত্রিকায় কাজ করেন। প্রথম সাক্ষাতেই যে তার সাথে খুব ভাব হয়েছিলো তা কিন্তু নয়। একজন সংবাদ কর্মী হিসেবে দেশের বিভিন্ন স্থানে যাওয়ার সুবাদে নিয়মিতই তার সাথে দেখা হতো। হতো ভাব বিনিময়। আর এর সূত্র ধরেই আবিষ্কার করলাম এই মানুষটি তো আমাদের অন্য সহকর্মীদের থেকে একটু আলাদা। ঠিক যেনো জ্বলন্ত বারুদ । তার ভিতর প্রচন্ড রকমের কী একটা জেদ। কিছু একটা করে দেখানোর, কিছু একটা প্রমাণ করার এক দুরন্ত প্রচেষ্টা।

আমিও তখন দৈনিক ইনকিলাবের সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর উপজেলা প্রতিনিধি হিসেবে নিয়মিতই নিউজ করে বেরাচ্ছি। ত্তই সময়ে মুন্সী কামাল আতাতুর্ক মিসেল বিভিন্ন জেলার প্রত্যন্ত অঞ্চলের সংবাদগুলো জাতীয় দৈনিক ইনকিলাবে কাভারেজ করতেন। পত্রিকার পাতার এই ডিটার্মিনেশন ও কাজের প্রতি একাগ্রতা খুব অল্প দিনেই দেশের সংবাদপত্রের জগতে আলাদা এক পরিচিতি এনে দেয়। আর তার কাজের স্বীকৃতি দিতেও কার্পণ্য করেনি দৈনিক ইনকিলাব পরিবার। তাকে করা হয় পত্রিকাটির ভ্রাম্যমাণ সংবাদদাতা । এ দায়িত্ব যেনো তাকে আরো উসকে দেয়। দিন নেই রাত নেই তিনি বিরামহীন ছুটে বেড়াতে থাকেন বাংলাদেশের এ মাথা থেকে ওমাথা পর্যন্ত । যখনই তার সাথে দেখা  হয়  তখনই দেখি তার মাথায় ওই একই চিন্তা। কিভাবে মানুষের দোরগোড়ায় পৌছানো যায়। তার এই পথচলা যে মসৃণ ছিলো তা কিন্তু নয়। তাকে পাড়ি দিতে হয়েছে অনেক লম্বা পথ। সবকিছু পিছনে ফেলে তিনি অদম্য গতিতে ছুটে চলেছেন। নিজের প্রতি বিশ্বাস ও কঠোর পরিশ্রমই ছিলো তার মূল সম্বল। ব্যতিক্রমী চিন্তাধারায় তিনি সংবাদের খোঁজে চষে বেড়িয়েছেন দেশের ৬৪টি জেলা। এগাধারে তিনি ৬৪টি জেলার  বিভিন্ন সমস্যা, উন্নয়ন ও সম্ভাবনার উপর  বিশেষ প্রতিবেদন দৈনিক ইনকিলাবে প্রকাশ করেছেন। তার এই অভাবনীয় সাফল্যের তাকে সামনে দিকে এগুতে সাহায্য করেছে । তার এই সাফল্যে একজন সহকর্মী হিসেবে আমি নিজেও গর্বিত। কামাল আতাতুর্ক মিসেল এর এগিয়ে চলা অব্যাহত থাকুক অনন্তের পানে। অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন। 

সম্প্রতি বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) আয়োজনে দিনব্যাপী “শিশু বিষয়ক উন্নয়ন সাংবাদিকতা” শীর্ষক এক কর্মশালা প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি) সেমিনার কক্ষে অনুষ্ঠিত হয়েছে। কর্মশালা শেষে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রী হাছান মাহমুদ এমপি এবং বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস)  এর ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক আবুল কালাম আজাদ এই সময়ে কামাল আতাতুর্ক মিসেল হাতে সাটির্ফিকেট তুলে দেওয়া হয়। এই সময়ে উপস্থিত ছিলেন, একুশে পদকপ্রাপ্ত দেশ বরেণ্য সাংবাদিক প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি) মহাপরিচালক জাফর ওয়াজেদ, সাংবাদিক কল্যাণ ট্রাষ্ট এর ব্যবস্থাপনা পরিচালক সুভাষ চন্দ্র বাদল । 

সম্পর্কিত সংবাদ

বগুড়ায় সিআইডির হাতে দুলালী হত্যা মামলার পলাতক আসামী গ্রেফতার

অপরাধ

বগুড়ায় সিআইডির হাতে দুলালী হত্যা মামলার পলাতক আসামী গ্রেফতার

সিআইডি বগুড়া জেলার বিশেষ পুলিশ সুপার মোহাম্মদ কাউছার সিকদারের দিক নির্দেশনায় সহকারী পুলিশ সুপার মোঃ হাসান শামীম ইকবালের...

শাহজাদপুরে অবৈধ গ্রাম্য শালিশের বাদীকেই আড়াই লাখ টাকা জরিমানা

অপরাধ

শাহজাদপুরে অবৈধ গ্রাম্য শালিশের বাদীকেই আড়াই লাখ টাকা জরিমানা

ইয়াছিনের আর্তনাদ -আইনের আশ্রয় নিতে চাইলেও প্রধানবর্গ আমাকে থানায় যেতে দেননি। গরীব অসহায়দের বিচার এমনই হয়! কার কাছে বিচার...

'বঙ্গবন্ধু'কে অবমাননা করা বাংলাদেশকে অস্বীকার করার সামিল' - প্রফেসর ড. বিশ্বজিৎ ঘোষ

জাতীয়

'বঙ্গবন্ধু'কে অবমাননা করা বাংলাদেশকে অস্বীকার করার সামিল' - প্রফেসর ড. বিশ্বজিৎ ঘোষ

সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ভাস্কর্য বিনষ্ট ও অবমাননার প্রতিবাদে রবীন্দ্র বি...

বঙ্গবন্ধু শিল্পনগরের উন্নয়নে ৫০ কোটি ডলার দেবে বিশ্বব্যাংক

জাতীয়

বঙ্গবন্ধু শিল্পনগরের উন্নয়নে ৫০ কোটি ডলার দেবে বিশ্বব্যাংক

কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির দৃঢ় সংকল্পকে সামনে রেখে বর্তমান সরকার কাজ করে যাচ্ছে। কর্মসংস্থান সৃষ্টি এবং দেশের অর্থনৈতিক...

মিষ্টান্ননগরী  সিরাজগঞ্জের শাহজাদপুর

শাহজাদপুর

মিষ্টান্ননগরী সিরাজগঞ্জের শাহজাদপুর

শাহজাদপুরে ছোট-বড় অনেক জমিদার ছিল। বিভিন্ন উৎসব-পূজা-পার্বণে তারা প্রজাদের নিমন্ত্রণ করে পেটপুরে মিষ্টি খাওয়াতেন। তারা ব...

রাজনীতিতে উত্তরাধিকার প্রথা

সম্পাদকীয়

রাজনীতিতে উত্তরাধিকার প্রথা

সংবিধানের ৪ মূলনীতি-(১) গণতন্ত্র, (২) সমাজতন্ত্র, (৩) ধর্মনিরপেক্ষতা, (৪) জাতীয়তাবাদ এ সব কথা কাগজে কলমে উপহাস মাত্র। এর...