

সিরাজগঞ্জ শাহজাদপুরে চুরি যাওয়া মোটর সাইকেল উদ্ধারসহ তিন চোরকে আটক করেছে থানা পুলিশ।
আটকৃতরা হলেন- শাহজাদপুর পৌর সদরের কান্দাপাড়ার চাঁদু শেখের ছেলে আকাশ ওরফে বাঁধন(২২), দ্বাবারিয়ার মুনছুর আলীর ছেলে রকিব(২৭) ও পাবনার সাথিঁয়া উপজেলার করমজা সরদারপাড়ার মৃত সোহরাব খানের ছেলে আমিন আহম্মেদ(৩৫) সে বর্তমানে শাহজাদপুর পৌর সদরের রূপপুর নতুনপাড়া রঞ্জন এর বাড়িতে ভাড়া থাকে।
থানা পুলিশ সূত্রে জানা যায়, শাহজাদপুর পৌর সদরের দ্বাবারিয়া মহল্লার মোঃ আলমগীর হোসনের একটি কালো-সবুজ রংয়ের ডিসকভার ১৫০ সিসি মোটর সাইকেল গত ৫ নভেম্বর রাতে তাহার নিজ বাসভবন থেকে চুরি হয়ে যায়। এ ঘটনায় সকালে তিনি শাহজাদপুর থানায় একটি অভিযোগ দায়ের করেন।
শাহজাদপুর থানার ওসি অপারেশন আব্দুল মজিদ জানান, মটরসাইকেল চুরির অভিযোগে তদন্তে নেমে থানা পুলিশ গোপন তথ্যের ভিত্তিতে আসামীদের বিভিন্ন স্থান থেকে আটক করে। তাদের দেওয়া তথ্যে ভিত্তিতে শাহজাদপুর থানার এসআই আব্দুল মান্নানের নেতৃত্বে সঙ্গীয় ফোর্সসহ ঢাকার সাভারের ব্যাংক টাউন এর ভাড়াটিয়া মোঃ ওয়াদুদ এর নিকট হইতে মটর সাইকেলটি উদ্ধার করা হয়। তিনি আরও জানান, আটককৃত আসামীদের বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
সম্পর্কিত সংবাদ

অপরাধ
শাহজাদপুরে সরকারি গাছ বিক্রি করে ঋণের দায় শোধ স্কুল দপ্তরির!
শাহজাদপুরে ঋণের টাকা পরিশোধে ব্যর্থ হয়ে পাওয়ানাদারকে সরকারি ক্যানেলের ৫০টি সরকারি গাছ বিক্রি করে টাকা নিতে বলেছেন

জাতীয়
আজ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৫৫ তম জন্মবার্ষিকী
মোঃ মুমীদুজ্জামান জাহান, নিজস্ব প্রতিনিধিঃ উল্লাপাড়ায় ২২ দিন বয়সের একটি বকন বাছুর প্রতিদিন আধা কেজি করে দুধ দিচ্ছে। অবিশ... কোরবানী ঈদকে সামনে রেখে নিউজিল্যান্ডখ্যাত জনপদ শাহজাদপুর পৌরসদরসহ ১৩ টি ইউনিয়নের শত শত গ...
ফটোগ্যালারী
অলৌকিক ঘটনা!!! উল্লাপাড়ায় দুধ দিচ্ছে ২২ দিনের বকন বাছুর
অর্থ-বাণিজ্য
ঈদ ফ্যাশানে শাহজাদপুরের তাঁতের শাড়ী দেশে ব্যাপক সাড়া জাগিয়েছে!
অর্থ-বাণিজ্য
ঈদকে সামনে রেখে শাহজাদপুরে বৈজ্ঞানিক পদ্ধতিতে চলছে পশু মোটাতাজাকরণ