সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার পোতাজিয়া ইউনিয়নের রাউতারা স্লুইস গেট সংলগ্ন বন্যার পানিতে নৌকা নিয়ে গোসল করতে নেমে ফাহিম হোসেন অনিক (২২) নামের এক শিক্ষার্থী শুক্রবার দুপুরে পানিতে ডুবে নিখোঁজের ৫ ঘন্টা পর রাজশাহী ফায়ার সার্ভেসের ডুবুরি দল ২ ঘন্টা চেষ্টার পর সন্ধ্যা ৭টার দিকে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করেছে।
সে পাবনার সাঁথিয়া উপজেলা উপজেলার নাগডেমরা ইউনিয়নের সোনাতলা গ্রামের আকরাম হোসেনের ছেলে ও ঢাকার ডেফডিল ইউনিভার্সিটির কম্পিউটার ইঞ্জিনিয়ারিংয়ের ২য় বর্ষের ছাত্র।
এ বিষয়ে নিখোঁজ শিক্ষার্থীর মামা আতাউর রহমান জানান,এ দিন সকালে শাহজাদপুর পৌরসভার দ্বারিয়াপুর ভূষিপট্টি এলাকায় অবস্থিত তার বাড়িতে বেড়াতে আসে অনিক। এরপর দুপুরের দিকে অন্যান্যদের সাথে রাউতারা স্লুইস গেট সংলগ্ন বন্যার পানিতে নৌকা নিয়ে গোসল করতে নেমে নিখোঁজ হয়। তাকে অনেক খোজাখুজি করে না পেয়ে ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয়। এদিকে নিখোঁজের ঘটনা এলাকায় ছড়িয়ে পড়লে সেখানে উৎসুক জনতার ঢল নামে। এদিকে খবর পেয়ে নিখোঁজ শিক্ষার্থীর বাবা-মা ঘটনাস্থলে ছুটে এসে কান্নায় ভেঙ্গে পড়ে। এ সময় স্বজনদের আহাজারিতে এলাকার বাতাস ভারি হয়ে ওঠে।
এ বিষয়ে শাহজাদপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মঞ্জুরুল ইসলাম বলেন, খবর পেয়ে আমাদের একটি টিম ঘটনা স্থলে পৌছে প্রাথমিক উদ্ধার অভিযান শুরু করে। এতে ব্যার্থ হয়ে রাজশাহী ফায়ার সার্ভিসের ডুবুরি দলকে খবর দেওয়া হয়। এ ডুবুরি দলটি এনায়েতপুরে নিখোঁজ এক ছাত্রের উদ্ধার অভিযান শেষে বিকেল পৌনে ৫টার দিকে বাঘাবাড়ি নৌ-ফায়ার সার্ভিসের সহযোগিতায় ঘটনাস্থলে পৌছে উদ্ধার অভিযান শুরু করে। এর ২ ঘন্টা পর ডুবুরি দল ঘটনাস্থল থেকে ওই শিক্ষার্থীর লাশ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করে।
এ বিষয়ে বাঘাবাড়ি নৌ-ফায়ার সার্ভিসের ইনচার্জ মিনহাজ উদ্দিন জানান,খবর পেয়ে এদিন বিকেল পৌনে ৫টার দিকে বাঘাবাড়ি নৌ-ফায়ার সার্ভিসের সহযোগিতায় ঘটনাস্থলে পৌছে রাজশাহী ফায়ার সার্ভিসের ডুবুরি দল ওই নিখোঁজ শিক্ষার্থীকে উদ্ধার অভিযান শুরু করে। দীর্ঘ ২ ঘন্টা চেষ্টার পর রাজশাহী ফায়ার সার্ভিসের ডুবুরি দলটি লাশ উদ্ধারে শেষে স্বজনদের কাছে নিহতের লাশ হস্তান্তর করে।
সম্পর্কিত সংবাদ
সম্পাদকীয়
রাজনীতিতে উত্তরাধিকার প্রথা
সংবিধানের ৪ মূলনীতি-(১) গণতন্ত্র, (২) সমাজতন্ত্র, (৩) ধর্মনিরপেক্ষতা, (৪) জাতীয়তাবাদ এ সব কথা কাগজে কলমে উপহাস মাত্র। এর...
বাংলাদেশ
শেখ হাসিনার বিরুদ্ধে তদন্ত ২০ এপ্রিলের মধ্যে শেষ করার নির্দেশ
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনাল মঙ্গল...
জাতীয়
শাহজাদপুরে বাবা-মায়ের কবরের পাশেই চিরনিদ্রায় শায়িত এমপি স্বপন
সিরাজগঞ্জ-৬ (শাহজাদপুর) আসনের সংসদ সদস্য ও সাবেক শিল্প উপমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব হাসিবুর রহমান স্বপন সবাইকে শোক...
জাতীয়
শেখ হাসিনা কর্তৃক সকল গণহত্যার বিচার করতে হবে - মাওঃ রফিকুল ইসলাম খাঁন
বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারী জেনারেল মাওঃ রফিকুল ইসলাম খাঁন
শিক্ষাঙ্গন
স্থায়ী ক্যাম্পাসের দাবীতে রবি শিক্ষার্থীদের বিক্ষোভ : মহাসড়ক অবরোধ
সিরাজগঞ্জের শাহজাদপুরে ৮ বছর আগে প্রতিষ্ঠিত রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে স্থায়ী ক্যাম্পাস নির্মাণের কোনো উদ্যোগ আজ অবধি
শাহজাদপুর
মিষ্টান্ননগরী সিরাজগঞ্জের শাহজাদপুর
শাহজাদপুরে ছোট-বড় অনেক জমিদার ছিল। বিভিন্ন উৎসব-পূজা-পার্বণে তারা প্রজাদের নিমন্ত্রণ করে পেটপুরে মিষ্টি খাওয়াতেন। তারা ব...
