সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার পোতাজিয়া ইউনিয়নের রাউতারা স্লুইস গেট সংলগ্ন বন্যার পানিতে নৌকা নিয়ে গোসল করতে নেমে ফাহিম হোসেন অনিক (২২) নামের এক শিক্ষার্থী শুক্রবার দুপুরে পানিতে ডুবে নিখোঁজের ৫ ঘন্টা পর রাজশাহী ফায়ার সার্ভেসের ডুবুরি দল ২ ঘন্টা চেষ্টার পর সন্ধ্যা ৭টার দিকে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করেছে।
সে পাবনার সাঁথিয়া উপজেলা উপজেলার নাগডেমরা ইউনিয়নের সোনাতলা গ্রামের আকরাম হোসেনের ছেলে ও ঢাকার ডেফডিল ইউনিভার্সিটির কম্পিউটার ইঞ্জিনিয়ারিংয়ের ২য় বর্ষের ছাত্র।
এ বিষয়ে নিখোঁজ শিক্ষার্থীর মামা আতাউর রহমান জানান,এ দিন সকালে শাহজাদপুর পৌরসভার দ্বারিয়াপুর ভূষিপট্টি এলাকায় অবস্থিত তার বাড়িতে বেড়াতে আসে অনিক। এরপর দুপুরের দিকে অন্যান্যদের সাথে রাউতারা স্লুইস গেট সংলগ্ন বন্যার পানিতে নৌকা নিয়ে গোসল করতে নেমে নিখোঁজ হয়। তাকে অনেক খোজাখুজি করে না পেয়ে ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয়। এদিকে নিখোঁজের ঘটনা এলাকায় ছড়িয়ে পড়লে সেখানে উৎসুক জনতার ঢল নামে। এদিকে খবর পেয়ে নিখোঁজ শিক্ষার্থীর বাবা-মা ঘটনাস্থলে ছুটে এসে কান্নায় ভেঙ্গে পড়ে। এ সময় স্বজনদের আহাজারিতে এলাকার বাতাস ভারি হয়ে ওঠে।
এ বিষয়ে শাহজাদপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মঞ্জুরুল ইসলাম বলেন, খবর পেয়ে আমাদের একটি টিম ঘটনা স্থলে পৌছে প্রাথমিক উদ্ধার অভিযান শুরু করে। এতে ব্যার্থ হয়ে রাজশাহী ফায়ার সার্ভিসের ডুবুরি দলকে খবর দেওয়া হয়। এ ডুবুরি দলটি এনায়েতপুরে নিখোঁজ এক ছাত্রের উদ্ধার অভিযান শেষে বিকেল পৌনে ৫টার দিকে বাঘাবাড়ি নৌ-ফায়ার সার্ভিসের সহযোগিতায় ঘটনাস্থলে পৌছে উদ্ধার অভিযান শুরু করে। এর ২ ঘন্টা পর ডুবুরি দল ঘটনাস্থল থেকে ওই শিক্ষার্থীর লাশ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করে।
এ বিষয়ে বাঘাবাড়ি নৌ-ফায়ার সার্ভিসের ইনচার্জ মিনহাজ উদ্দিন জানান,খবর পেয়ে এদিন বিকেল পৌনে ৫টার দিকে বাঘাবাড়ি নৌ-ফায়ার সার্ভিসের সহযোগিতায় ঘটনাস্থলে পৌছে রাজশাহী ফায়ার সার্ভিসের ডুবুরি দল ওই নিখোঁজ শিক্ষার্থীকে উদ্ধার অভিযান শুরু করে। দীর্ঘ ২ ঘন্টা চেষ্টার পর রাজশাহী ফায়ার সার্ভিসের ডুবুরি দলটি লাশ উদ্ধারে শেষে স্বজনদের কাছে নিহতের লাশ হস্তান্তর করে।
সম্পর্কিত সংবাদ
দিনের বিশেষ নিউজ
বিষ্ময়কর এক ফল 'চালতা'
আবহমান গ্রাম বাংলার বিলুপ্তপ্রায় এক ফলের নাম চালতা! চালতা একটি বিষ্ময়কর ফল, যা তার অনন্য পুষ্টিগুণ এবং ঔষুধি গুণের জন্য
পৌর নির্বাচন
শাহজাদপুর পৌরসভা নির্বাচনে নৌকার পক্ষে গণজোয়ার!
শামছুর রহমান শিশির, শাহজাদপুর (সিরাজগঞ্জ) : শাহজাদপুর পৌরসভা নির্বাচনকে সামনে রেখে নৌকার পক্ষে গণজোয়ার সৃষ্টি হয়েছে বলে...
সিরাজগঞ্জ জেলার সংবাদ
সিরাজগঞ্জে পৃথক ঘটনায় এক দিনে ৬ জনের মৃত্যু
পবিত্র ঈদুল ফিতরের দ্বিতীয় দিনে সিরাজগঞ্জে নৌকাডুবিসহ তিনটি পৃথক ঘটনায় ৬ জনের মৃত্যুর ঘটনা ঘটেছে। এসব ঘটনায় আহত ও নিখোঁজ...
ইতিহাস ও ঐতিহ্য
১৯৭১ সালের নথি: ১
শাহজাদপুর সংবাদ ডেক্স: এলাকায় অমুক্তিযোদ্ধা বলে পরিচিত- সারাদেশে এমন অনেক ব্যাক্তি মুক্ত...
উল্লাপাড়া
উল্লাপাড়ার ১২০টি গ্রাম প্লাবিত- ১৪০ হেক্টর জমির ধান পানির নিচে
উল্লাপাড়া প্রতিনিধিঃ করতোয়া নদীতে পানি বৃদ্ধি অব্যাহত থাকায় উল্লাপাড়ার বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। গত ৩ দিনে উপজেল...
আইন-আদালত
উল্লাপাড়ার হাটিকুমরুল ইউনিয়ন আওয়ামীলীগের সম্পাদক নাসির ও তার সহযোগী ইয়াবাসহ গ্রেপ্তার
উল্লাপাড়া প্রতিনিধিঃ বুধবার রাতে উল্লাপাড়া উপজেলার হাটিকুমরুল ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ...
