

শাহজাদপুর উপজেলার পোতাজিয়া ইউনিয়নের আলোকদিয়ার গ্রামের শামীম হোসেন (২৯) ওরফে ফিরোজের বিরুদ্ধে একে একে চারটি বিয়ের অভিযোগ উঠেছে। প্রথম,দ্বিতীয় ও তৃতীয় স্ত্রীকে রেখে বর্তমানে চতুর্থ স্ত্রীকে সাথে নিয়ে সংসার করছেন। বাকী তিন স্ত্রীর সাথে সম্পর্ক না রাখায় ক্ষুব্দ প্রথম স্ত্রী দ্বিতীয় ও তৃতীয় স্ত্রী যৌথভাবে পুলিশের আইজি বরাবর অভিযোগ দাখিল করেছেন। ওই পুলিশ কনস্টেবলের প্রথম স্ত্রী উপজেলার নন্দলালপুর গ্রামের আবুল কালাম আজাদের কন্যা এক কন্যা সন্তানের জননী বিথী বেগম বাদী হয়ে পুলিশের আইজিপি ও পুলিশ সুপার পাবনা বরাবর গত ১৭ এপ্রিল একটি অভিযোগ দাখিল করেছেন। ওই অভিযোগে অপর দুই স্ত্রী স্বাক্ষী হয়ে নানা অভিযোগ তুলেছে।
শনিবার (১১ জুন) দুপুরে পুলিশ কনষ্টেবল শামীম হোসেন ওরফে ফিরোজের প্রথম স্ত্রী বিথী বেগম (২৩) সাংবাদিকদের অভিযোগে জানান, আলোকদিয়ার গ্রামের শামীম হোসেন ওরফে ফিরোজের সাথে ২০১৬ সালে পারিবারিকভাবে নগদ ৮ লাখ টাকা ও আসবাবপত্র, প্রদান করে ১০ লক্ষ টাকা কাবিনে তার বিয়ে সম্পন্ন হয়। বিয়ের পর শশুর বাড়ীতেই অবস্থান করতে থাকে। এরপর বিথী গর্ভধারন করলে পার্শ্ববর্তী শাকতোলা গ্রামে বাবার ভাড়া বাসায় অবস্থান করতে থাকে। এ ফাঁকে এক কন্যা সন্তানের জন্ম হলে পুলিশ কনস্টেবল শামীম বিথীর সাথে যোগাযোগ বন্ধ করে দেয়। বেশ কিছুদিন পর বিথী জানতে পারে তার স্বামী ঢাকা উত্তরার হাসিনা আক্তার হাসি খাতুনকে বিয়ে করে সংসার করছে। খবর পেয়ে সেখানে ছুটে গেলে বিথী ও তার মাকে ব্যাপক মারপিট করে তারিয়ে দেয় শামীম। পরে থানা পুলিশের স্মরণাপন্ন হলে শামীমকে আটক করে থানায় নিয়ে যায়। পরিস্থিতি বেগতিক দেখে শামীম বিথীর সাথে সমাঝোতায় আসে। কিছুদিন স্বাভাবিকভাবে যোগাযোগ রক্ষা করে নাটোরের বাগাতিপাড়া উপজেলার ক্যামিলি আক্তারকে বিয়ে করে তাকে নিয়ে সংসার করতে থাকে। পুলিশ কনস্টেবল শামীমের একের পর এক বিয়ের খবরে বিক্ষুব্দ হলে প্রথম স্ত্রী বিথিকে ডিভোর্স প্রদান করে। এনিয়ে আদালতের স্মরণাপন্ন হলে পুনরায় বিথীকে আবারও স্ত্রী হিসেবে গ্রহণ করে সংসার করতে থাকে শামীম। এরপর শামীম পাবনা পুলিশ লাইনে বদলী হয়ে ঢাকা জেলার ভাটারা থানার চাঁদনী আক্তারকে চতুর্থ স্ত্রী হিসেবে বিয়ে করে বর্তমান তাকে নিয়েই সংসার করছে ।
এ ব্যাপারে শামীমের দ্বিতীয় স্ত্রী হাসিনা আক্তার হাসি সাংবাদিকদের জানান, শামীম পুলিশ ছদ্দবেশী একজন প্রতারক। সুন্দরী ও ধনাঢ্য নারীদের টার্গেট করে বিয়ে করে লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছে। প্রথম বিয়ের খবর গোপন রেখে তাকে বিয়ে করে সাব-ইন্সপেক্টর পদে পদন্নতীর কথা বলে মোটর বাইকসহ নগদ ১৫ লাখ টাকা নিয়েছে। এরপর তার সাথে যোগাযোগ বন্ধ করে নাটোরে বিয়ে করে। পদন্নতীর কথা বলে তার নিকট থেকেও টাকা হাতিয়ে নিয়েছে শামীম। এরপর থেকে শামীম তার সাথেও যোগাযোগ বন্ধ করে দিয়েছে।
এদিকে প্রথম স্ত্রী বিথী আরও জানান ,তার ৫বছর বয়সী মেয়ে ফারিয়াকে নিয়ে বাবার বাড়ীতে মানবেতর জীবনযাপন করছি। ইতিমধ্যেই সহকারি পুলিশ সুপার বেড়া সার্কেল অফিসে তদন্ত সম্পন্ন হয়েছে। আমি এবং শামীমের ২য় স্ত্রী হাসি পুলিশী তদন্তে শামীমের যাবতীয় প্রতারণা তুলে ধরেছি। আর কোন নারী যেন এমন প্রতারণার শিকার না হন সেজন্য পুলিশ সদস্যের প্রতারণার বিরুদ্ধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট তদন্তপূর্বক দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানাচ্ছি।
এ ব্যাপারে পুলিশ কনস্টেবল শামীমের সাথে কথা বলতে চাইলে তিনি সাংবাদিকদের সাথে কথা বলতে অপরাগতা প্রকাশ করেন।

সম্পর্কিত সংবাদ

জাতীয়
আল্লাহর আইন চাই, সৎ লোকের শাসন চাই। রাসূল (সাঃ) এর হাদিস গেলো কই?
সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার পোতাজিয়া ইউনিয়নের নুকালী হাইস্কুল মাঠে বাংলাদেশ

জাতীয়
জাতীয় সম্প্রচার নীতিমালা না মানার ঘোষণা সাংবাদিকদের কপিতে আগুন দিলেন সাংবাদিক নেতারা
সিরাজগঞ্জ জেলার শাহজাদপুরের নাম মানুষের কাছে বেশ পরিচিত। তবে এখানে ঘুরে দেখার মতো আকর্ষণীয় অনেক জায়গা রয়েছে সেটি অনেকেই... সিরাজগঞ্জ-৫ (বেলকুচি-চৌহালী) আসনের সাবেক সংসদ সদস্য আলহাজ্ব আবদুল মজিদ মন্ডল (৭২) আর ন... চন্দন কুমার আচার্য, বেলকুচি (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ “ক্ষেতে-ক্ষেতে লাঙলের ধার, মুছে গেছে কতবার, কতবার ফসল কাটার সময় আসিয়া...
তৃতীয় প্রজন্মের ভাবনা
শাহজাদপুরকে পর্যটন কেন্দ্র হিসেবে দেখতে চান ইউটিউবার শাহরিয়ার
রাজনীতি
মন্ডল গ্রুপের চেয়ারম্যান সাবেক এমপি আবদুল মজিদ মন্ডল আর নেই
অর্থ-বাণিজ্য
জলের জমিনে তরমুজের সমারোহ