

ছোট পর্দার অভিনেতা মাহমুদ সাজ্জাদ আর নেই। প্রায় দুই মাস আইসিইউতে ছিলেন তিনি। আজ ২৪ অক্টোবর বেলা সাড়ে তিনটায় রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষনিশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। তাঁর বয়স হয়েছিল ৭২ বছর। কাল ময়মনসিংহে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হবে। তাঁর মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন তাঁর ভাই টেলিভিশন প্রযোজক ম হামিদ।
ম হামিদ বলেন, ‘প্রথম দিকে করোনা হয়েছিল। সেটা ভালোও হয়েছিল। কিন্তু শারীরিক কিছু জটিলতা থাকায় গত সেপ্টেম্বরের প্রথম দিকে তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসকেরা জানিয়েছিলেন, কোভিড–পরবর্তী জটিলতার কারণে তাঁর শারীরিক অবস্থা ভালো না। তখন থেকেই তাঁকে আইসিইউতে রাখতে হয়। কিন্তু তাঁর অবস্থার উন্নতি হচ্ছিল না। শেষ দিকে তিনি খেতে পারতেন না, কথাও বলতে পারতেন না। তাঁর চিকিৎসায় বেশ কয়েকবার মেডিকেল বোর্ডও গঠন করা হয়েছিল। কিন্তু শেষরক্ষা হলো না।’
সেপ্টেম্বর মাসের শুরুর দিকে এই অভিনেতা সস্ত্রীক করোনায় আক্রান্ত হন। এই মাসের প্রথম দিকে তাঁর ভাতিজি অভিনেত্রী তনিমা হামিদ জানান, ‘প্রথম দিকে চাচা-চাচি বাসায় চিকিৎসা নিচ্ছিলেন। হঠাৎ করেই চাচার শ্বাসকষ্ট বাড়তে থাকলে তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। তাঁর ফুসফুসের বড় অংশ সংক্রমিত হয়েছিল। আইসিইউতে রাখার পর গত মাসের শেষ দিকে তাঁর কোভিড নেগেটিভ আসে। এখন করোনা-পরবর্তী জটিলতার কারণে তিনি খুবই দুর্বল হয়ে পড়েছেন। একটি মেডিকেল বোর্ড গঠন করে তাঁর চিকিৎসা চলছে।’ গত সপ্তাহে কথা হলে এই অভিনেত্রী জানান, তাঁর চাচার শারীরিক অবস্থা ভালো নয়।
মাহমুদ সাজ্জাদ শৈশব থেকেই সংস্কৃতির সঙ্গে যুক্ত ছিলেন। পরে মঞ্চনাটকে অভিনয় শুরু করেন। তিনি খান আতাউর রহমানের ‘ঝড়ের পাখি’, ‘আপন পর’সহ বেশ কয়েকটি চলচ্চিত্রে অভিনয় করেছেন। একসময় টেলিভিশনে নিয়মিত অভিনয় করতেন। টেলিভিশনে তাঁর অভিনীত প্রথম ধারাবাহিক নাটক ‘সকাল সন্ধ্যা’। মাহমুদ সাজ্জাদ স্ত্রী এবং উবল ও অঞ্জন নামের দুই ছেলে রেখে গেছেন।
সূত্রঃ প্রথম আলোসম্পর্কিত সংবাদ

জীবনজাপন
চুলের প্রকৃতি বুঝে চিরুনি বাছায় করুন
শামছুর রহমান শিশির : বায়ান্নর ভাষা আন্দোলনের এক লড়াকু সৈনিক ডা. আলী আজমল বুলবুল। মায়ের ভাষার মর্যাদা রক্ষার দাবীতে ১৯... শামছুর রহমান শিশির : গতকাল শুক্রবার বাদ জুম্মা শাহজাদপুর উপজেলার হাবিবুল্লাহ নগর ইউনিয়নের শ্রীফলতলা গ্রামের শতাব্দি প্রা... নিজস্ব সংবাদদাতা: ১৩০ কোটি টাকা ব্যয়ে নির্মিত সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর উপজেলার কৈজুরী থেকে বিনোটিয়া পর্যন্ত যমুনা নদীর... সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার কৈজুরী ইউনিয়নে করোনা ভাইরাস (কোভিড-১৯) এর প্রভাবে কর্মহীন ও দুস্থদের জন্য সরকারের বরাদ্দকৃ... চন্দন কুমার আচার্য, বেলকুচি প্রতিনিধিঃ শীতের সকালে প্রকৃতি যখন শীতের চাদর মুড়িয়ে থাকে তখ...
জাতীয়
শাহজাদপুরের জনদরদী ভাষা সৈনিক ডা. আলী আজমল বুলবুল
ধর্ম
শাহজাদপুরে ৪ তলা মসজিদের নির্মাণ কাজ উদ্বোধন করলেন প্রফেসর ড. এমএ মুহিত
বন্যা
যমুনা নদীর তীর সংরক্ষণ বাঁধে ফের ধ্বস; দ্রুত সংস্কারের আশ্বাস দিলেন এমপি স্বপন
শাহজাদপুর
কৈজুরী ইউনিয়নে প্রধানমন্ত্রীর ঈদ উপহার ভিজিএফ এর চাল বিতরণ
শীতের চাদরে মুড়িয়ে গাঁদা ফুলের সমাহার