শুক্রবার, ০২ মে ২০২৫

সিরাজগঞ্জ সদর উপজেলার বনবাড়িয়া ইউনিয়নের কৈগারী-দোরতা এলাকার যমুনা নদীর বালু মহালের আধিপত্য নিয়ে আবারও নতুন করে দু‘পক্ষের মধ্যে চরম উত্তেজনা দেখা দিয়েছে। যে কোন মুহুর্তে আবারও লাশ পরার আশংকায় স্থানীয়রা আতংকিত ও দিশেহারা হয়ে পড়েছে। এ সব দিশেহারা মানুষ প্রতিকার চেয়ে সিরাজগঞ্জ জেলা প্রশাসক ও থানা পুলিশের কাছে অভিযোগ দাখিল করেছে।

এ বিষয়ে কৈগারী-দোরতা বালু মহালের তত্বাবধায়ক মো.একরামুল হক রিজভী বলেন, গত ১০ আগস্ট মঙ্গলবার দুপুরে সাবেক বিএনপি নেতা ও সিরাজগঞ্জ পৌরসভার ১০নং ওয়ার্ডের সাবেক কাউন্সিল আব্দুস ছাত্তারের নের্তৃত্বে ৫০/৫৫ জনের একটি শসস্ত্র সন্ত্রাসী দল ১টি স্প্রিটবোর্ট ও ১টি শ্যালো ইঞ্জিন চালিত নৌকা নিয়ে ওই বালু মহালে অতর্কিতে হামলা চালিয়ে বালু উত্তোলনের ড্রেজার মেশিন,ভাল্কহেড ও নৌকা ভাংচুর করে। এতে আমাদের লেবাররা বাঁধা দিলে তারা লেবারদের উপর হামলা চালিয়ে ব্যাপক মারপিট করে। 

এই ঘটনায় ১১ আগস্ট বুধবার সকালে আমি বাদী হয়ে সাবেক বিএনপি নেতা ও সিরাজগঞ্জ পৌরসভার ১০নং ওয়ার্ডের সাবেক কাউন্সিল আব্দুস ছাত্তার, সফর উদ্দিন, রিপন, টারজান, সোহেল, হেলালের নাম উল্লেখসহ অজ্ঞাত আরো ৫০/৫৫জনের বিরুদ্ধে সিরাজগঞ্জ জেলা প্রশাসক ও সিরাজগঞ্জ সদর থানায় পৃথক দু‘টি অভিযোগ দাখিল করেছি। 

তিনি আরো বলেন, এ বছর সরকারী টেন্ডারের মাধ্যমে কৈগারী দোরতা বালু মহালের ইজারা পেয়েছেন মেসার্স হক ট্রেডার্স। আমি তার তত্বাবধায়ক। গত ১৩ এপ্রিল সিরাজগঞ্জ সদর উপজেলার বনবাড়িয়া ভূমি অফিস কর্তৃপক্ষ নিয়ম অনুযায়ী ওই বালু মহালের সীমানা নির্ধারণ করে দেয়। এরপর আমরা সেখানে বালু উত্তোলন কাজ শুরু করি। ইজারা না পেয়ে প্রতিহিংসা পরায়ন হয়ে আব্দুল ছাত্তার গং বিভিন্ন কৌশলে তাদের নানা ভাবে হয়রানি করতে থাকে। 

এরই ধারাবাহিকতায় গত মঙ্গলবার দুপুরে সিরাজগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের কিছু অসাধু কর্মকর্তা-কর্মচারী কয়েকজন  আনসার সদস্য নিয়ে নতুন করে সীমানা নির্ধারণ করতে যায়। এ সুযোগে সশস্ত্র ছাত্তার বাহিনী অতর্কিতে হামলা চালিয়ে ভাংচুর ও মারপিট করে লেবারদের প্রাণনাশের হুমকি দিয়ে চলে যায়। এরপর থেকে আমরা প্রাণনাশের ভয়ে আতংকিত হয়ে পড়েছি। এ ছাড়া এ বালু মহাল নিয়ে আবারও লাশ পরার আশংকায় আমরা দিশেহারা হয়ে পড়েছি। 

তিনি আরও বলেন, ২০১২ সালের ২ সেপ্টেম্বর যমুনা নদীর এ বালু মহালের দ্বন্দের জের ধরে আওয়ামীলীগ নেতা, সিরাজগঞ্জ পৌরসভার ১১নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও সিরাজগঞ্জ জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন ও তার শ্যালক টিক্কা প্রতিপক্ষের হাতে নির্মম ভাবে খুন হয়। এর পর থেকেই এ বালু মহাল নিয়ে সবার মধ্যে চরম আতংক বিরাজ করছে। 

এরমধ্যে ছাত্তার গং নতুন করে হামলা চালিয়ে মারপিট,ভাংটুর ও প্রাণনাশের হুমকি দেওয়ায় আবারও লাশ পরার আশংকা দেখা দিয়েছে। এ ধরণের অনাকাঙ্খিত ঘটনা এড়াতে আমরা প্রশাসনের সার্বিক সহযোগিতা চেয়েছি।

এ বিষয়ে সিরাজগঞ্জ পৌরসভার ১০নং ওয়ার্ডের সাবেক কাউন্সিল ও সাবেক বিএনপি নেতা আব্দুস ছাত্তার বলেন,আমার বিরুদ্ধে আনিত অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট। ওই দিন আমি ও আমার কোন লোকজন ঘটনাস্থলে উপস্থিত ছিলাম না। তার পরেও প্রতিহিংসা পরায়ণ হয়ে তারা আমার বিরুদ্ধে মিথ্যা ও বানোয়াট অভিযোগ করেছে। আমি অচিরেই এর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেবো ও মানহানির মামলা দায়ের করবো। 

তিনি আরও বলেন, প্রকৃত ঘটনা হল, তারা বালু মহালের সীমানা ছেড়ে অবৈধ ভাবে বাঁধের পাশে থেকে বালু উত্তোলনের খবর পেয়ে সিরাজগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের লোকজন বাঁধা দেয়। এতে ক্ষুব্ধ হয়ে তারা আমার বিরুদ্ধে এ ষড়যন্ত্রমূলক মিথ্যা অভিযোগ দাখিল করেছে। 

এ বিষয়ে সিরাজগঞ্জ সদর উপজেলা ভূমি কর্মকর্তা রবিন শীষ জানান, বালু মহালের ঘটনায় একটি লিখিত অভিযোগ পেয়েছি। তদন্তের জন্য বালু মহালে ভুমি অফিস থেকে সার্ভেয়ার পাঠানো হয়েছে।

এ বিষয়ে সিরাজগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী শফিকুল ইসলাম জানান,এ বিষয়ে আমার কিছু জানা নেই। তাই এ ব্যাপাওে কিছু বলতে পারছি না।

এ বিষয়ে সিরাজগঞ্জ ২নং পুলিশ ফাঁড়ির ইনর্চাজ তরিকুল ইসলাম জানান, এ বিষয়ে একটি লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

এ বিষয়ে সিরাজগঞ্জের জেলা প্রশাসক ড. ফারুক আহাম্মদ জানান, বালু মহাল নিয়ে একটি অভিযোগ পেয়েছি। তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

সম্পর্কিত সংবাদ

শাহজাদপুরে সরকারি গাছ বিক্রি করে ঋণের দায় শোধ স্কুল দপ্তরির!

অপরাধ

শাহজাদপুরে সরকারি গাছ বিক্রি করে ঋণের দায় শোধ স্কুল দপ্তরির!

শাহজাদপুরে ঋণের টাকা পরিশোধে ব্যর্থ হয়ে পাওয়ানাদারকে সরকারি ক্যানেলের ৫০টি সরকারি গাছ বিক্রি করে টাকা নিতে বলেছেন

রবীন্দ্র অনুরাগী ভক্তের মিলনকেন্দ্র কবিগুরুর কাছারিবাড়ি

দিনের বিশেষ নিউজ

রবীন্দ্র অনুরাগী ভক্তের মিলনকেন্দ্র কবিগুরুর কাছারিবাড়ি

সিরাজগঞ্জ জেলার দুগ্ধশিল্প ও তাঁতসমৃদ্ধ শাহজাদপুর উপজেলার প্রাণকেন্দ্র দ্বারিয়াপুরে অবস্থিত উত্তরাঞ্চলের সর্ববৃহৎ

আজ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৫৫ তম জন্মবার্ষিকী

জাতীয়

আজ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৫৫ তম জন্মবার্ষিকী

অলৌকিক ঘটনা!!! উল্লাপাড়ায় দুধ দিচ্ছে ২২ দিনের বকন বাছুর

ফটোগ্যালারী

অলৌকিক ঘটনা!!! উল্লাপাড়ায় দুধ দিচ্ছে ২২ দিনের বকন বাছুর

মোঃ মুমীদুজ্জামান জাহান, নিজস্ব প্রতিনিধিঃ উল্লাপাড়ায় ২২ দিন বয়সের একটি বকন বাছুর প্রতিদিন আধা কেজি করে দুধ দিচ্ছে। অবিশ...

অসহায় বন্যাদুর্গতদের মাঝে সার্কেল শাহজাদপুরের উদ্দ্যোগে ত্রান বিতরন

বন্যা

অসহায় বন্যাদুর্গতদের মাঝে সার্কেল শাহজাদপুরের উদ্দ্যোগে ত্রান বিতরন

বৃহস্পতিবার সকালে শাহজাদপুর উপজেলার যমুনা নদী তীরবর্তী সোনাতুনী ইউনিয়নের প্রত্যান্ত অঞ্চল ও ভয়াবহ বন্যা কবলিত দুর্গম চরা...