সিরাজগঞ্জের বঙ্গবন্ধু সেতুর উপর রবিবার বেলা সাড়ে ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত প্রায় আড়াই ঘন্টা তীব্র যানজটের সৃষ্টি হয়। ফলে সেতুর উপর আটকে পড়া যানবহণের যাত্রীদের চরম দূর্ভোগ পোহাতে হয়। এদিন সকাল থেকেই উত্তরাঞ্চলের ১৬ জেলার গার্মেন্টসসহ রফতানিমুখী শিল্পকারখানার হাজার হাজার কর্মজীবি মানুষ ঢাকা অভিমুখে বাস, ট্রাক, পিকাপ, কভার্ডভ্যান, প্রাইভেটকার, মাইক্রেবাসসহ বিভিন্ন যানবহণে ঢাকাসহ বিভিন্ন শিল্পাঞ্চলে ছুটতে থাকায় বঙ্গবন্ধু সেতুর উপর অতিরিক্ত যানবহণের চাপ বেড়ে এ অবস্থার সৃষ্টি হয় বলে যাত্রীরা জানিয়েছেন।
এ বিষয়ে বঙ্গবন্ধু সেতুর উপর প্রাইভেটকারে আটকে পড়া ঢাকাগামী যাত্রী আলহাজ্ব এস এম শফিউল হক সিলিং জানান,সকাল ১০টার দিকে শাহজাদপুর থেকে জরুরী কাজে ঢাকার উদ্দেশ্যে রওনা হই। বেলা ১১টার দিকে কড্ডার মোড়ে পৌছাই। এরপর থেকে শুরু হয় যানজট। ধীরগতিতে সেতু পর্যন্ত যেতে পারলেও সেতুর উপর ওঠার পর তীব্র যানজটে আটকা পড়ি। মাঝে মাঝে ধীর গতিতে গাড়ি চললেও ১৫ মিনিটের সেতু পাড় হতে আড়াই ঘন্টা সময় লাগে। এরপর দীর্ঘ জ্যাম ঠেলে সাড়ে ৭ ঘন্টা পর বিকেল সাড়ে ৪টার দিকে ঢাকা পৌছাই।
এ বিষয়ে বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার ওসি মোসাদ্দেক হোসেন বলেন, বঙ্গবন্ধু সেতু পূর্ব লেনে গাড়ি টানতে না পাড়ায় স্বল্প সময়ের জন্য মাঝে মাঝে সেতুর উপর যানজটের সৃষ্টি হয়। তবে দ্রুত ব্যবস্থা নেওয়ায় তা আবার স্বাভাবিক হয়।
এ বিষয়ে বঙ্গবন্ধু সেতু কর্তৃপক্ষ জানায়,অতিরিক্ত যানবহণের চাপের কারণে সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৫টা পর্যন্ত ৪ দফায় ১ ঘন্টা সেতুর পূর্ব লেন ও বেলা ১১টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত ৩ দফায় পৌনে ১ ঘন্টা সেতুর পশ্চিম লেন বন্ধ তাকে। এ সময় কিছুটা যানজটের সৃষ্টি হয়। পরে তা আবার স্বাভাবিক হয়।
এদিকে যানবাহনের চাপ বৃদ্ধি পাওয়ায় বঙ্গবন্ধু সেতু পশ্চিম মহাসড়কের সয়দাবাদ থেকে হাটিকুমরুল পর্যন্ত ২০ কিলোমিটার মহাসড়কে দিনভর ধীরগতিতে চলে সকল যানবাহণ। অপরদিকে অতিরিক্ত যাত্রীর চাপে পরিবহণ গুলোতে স্বাস্থবিধি অমান্য করে অতিরিক্ত যাত্রী পরিবহণ করা হয়। এ ছাড়া জেলার চৌহালি উপজেলার এনায়েতপুর,জোতপাড়া,শাহজাদপুর উপজেলার মনাকষা,কৈজুরি,জগতলা ও জামিরতা ঘাট থেকে ইঞ্জিন চালিত শ্যালো নৌকায় গাদাগাদি করে ও স্বাস্থ্যবিধি অমান্য করে কর্মজীবি মানুষ ঢাকা,নারায়ণগঞ্জ সহ বিভিন্ন শিল্পাঞ্চলের উদ্দেশ্যে ছেড়ে যায়।
এ বিষয়ে হাটিকুমরুল হাইওয়ে থানার ওসি শাহজাহান আলী বলেন,মহাসড়কে অতিরিক্ত যানবাহণের চাপের কারণে ধীরগতিতে চলছে যানবাহণ। এ ধীরগতি থেকে মাঝে মধ্যে কিছু জায়গায় যানজটের সৃষ্টি হলেও আমরা দ্রæত পদক্ষেপ নেওয়ায় তা আবার স্বাভাবিক হচ্ছে।
এ বিষয়ে কড্ডা এলাকার দায়িত্বরত ট্রাফিক ইন্সপেক্টর (টিআই) মো. আব্দুল গণি বলেন,গার্মেন্টস কর্মীরা যে যেভাবে পারছে যাওয়ার চেষ্টা করছে। এ সুযোগে রযখানে সেখানে ট্রাক গুলো দাড়িয়ে যাত্রী তোলার কারণে কিছুটা যানজট হলেও আমরা পদক্ষেপ নিয়ে তা দ্রæত সমাধান করছি।
সম্পর্কিত সংবাদ
অপরাধ
রাতের আধারে শাহজাদপুরে ঢুকছে বাইরের মানুষ
করোনা ভাইরাসের প্রাদূর্ভাবে যখন গোটা দেশকে সরকার কর্তৃক ঝুকিপূর্ন ঘোষনা করা হয়েছে এবং সন্ধ্যা ৬ টার পরে লোক চলাচল সীমিত...
জাতীয়
করোনায় আক্রান্ত অ্যাটর্নি জেনারেল, হাসপাতালে ভর্তি
বাংলাদেশের প্রধান আইন কর্মকর্তা অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। শুক্রবার তাকে রাজধানীর সম্ম...
জাতীয়
অ্যাডমিরাল র্যাংক ব্যাজ পরানো হলো নৌবাহিনী প্রধানকে
ভাইস অ্যাডমিরাল থেকে পদোন্নতি পেয়ে অ্যাডমিরাল র্যাংক ব্যাজ পরানো হলো নৌবাহিনী প্রধান এম শাহীন ইকবালকে। বৃহস্পতিবার গণভব...
শাহজাদপুর
শাহজাদপুরে থানা পুলিশের মাস্ক বিতরণ
মোঃ আল আমিন হোসেন,শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি : 'আসুন সবাই মাস্ক পরি, স্বাস্থ্য বিধি মেনে চলি, করোনা মুক্ত দেশ গড়ি।'...
অর্থ-বাণিজ্য
আরো ৩ হাজার কোটি টাকা ঋণ পাচ্ছেন গার্মেন্টস মালিকরা
করোনায় সৃষ্টি হওয়া সংকট কাটানোর লক্ষ্যে বিশেষ তহবিল থেকে আরো তিন হাজার কোটি টাকা ঋণ দেয়া হচ্ছে গার্মেন্টসহ রপ্তানিমুখী শ...
জানা-অজানা
ওসি কিবরিয়ার মহানুভবতায় ধর্ষিত প্রতিবন্ধী পেলো সুখের সংসার
শামছুর রহমান শিশির,বিশেষ প্রতিবেদক : পুলিশ সম্পর্কে জনসাধারণের গতানুগতিক মনোভাব বেশিরভাগ ক্ষেত্রেই নেতিবাচক! পুলিশ মানে...
