বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫

সিরাজগঞ্জের বঙ্গবন্ধু সেতুর উপর রবিবার বেলা সাড়ে ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত প্রায় আড়াই ঘন্টা তীব্র যানজটের সৃষ্টি হয়। ফলে সেতুর উপর আটকে পড়া যানবহণের যাত্রীদের চরম দূর্ভোগ পোহাতে হয়। এদিন সকাল থেকেই উত্তরাঞ্চলের ১৬ জেলার গার্মেন্টসসহ রফতানিমুখী শিল্পকারখানার হাজার হাজার কর্মজীবি মানুষ ঢাকা অভিমুখে বাস, ট্রাক, পিকাপ, কভার্ডভ্যান, প্রাইভেটকার, মাইক্রেবাসসহ বিভিন্ন যানবহণে ঢাকাসহ বিভিন্ন শিল্পাঞ্চলে ছুটতে থাকায় বঙ্গবন্ধু সেতুর উপর অতিরিক্ত যানবহণের চাপ বেড়ে এ অবস্থার সৃষ্টি হয় বলে যাত্রীরা জানিয়েছেন।

এ বিষয়ে বঙ্গবন্ধু সেতুর উপর প্রাইভেটকারে আটকে পড়া ঢাকাগামী যাত্রী আলহাজ্ব এস এম শফিউল হক সিলিং জানান,সকাল ১০টার দিকে শাহজাদপুর থেকে জরুরী কাজে ঢাকার উদ্দেশ্যে রওনা হই। বেলা ১১টার দিকে কড্ডার মোড়ে পৌছাই। এরপর থেকে শুরু হয় যানজট। ধীরগতিতে সেতু পর্যন্ত যেতে পারলেও সেতুর উপর ওঠার পর তীব্র যানজটে আটকা পড়ি। মাঝে মাঝে ধীর গতিতে গাড়ি চললেও ১৫ মিনিটের সেতু পাড় হতে আড়াই ঘন্টা সময় লাগে। এরপর দীর্ঘ জ্যাম ঠেলে সাড়ে ৭ ঘন্টা পর বিকেল সাড়ে ৪টার দিকে ঢাকা পৌছাই।

এ বিষয়ে বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার ওসি মোসাদ্দেক হোসেন বলেন, বঙ্গবন্ধু সেতু পূর্ব লেনে গাড়ি টানতে না পাড়ায় স্বল্প সময়ের জন্য মাঝে মাঝে সেতুর উপর যানজটের সৃষ্টি হয়। তবে দ্রুত ব্যবস্থা নেওয়ায় তা আবার স্বাভাবিক হয়।

এ বিষয়ে বঙ্গবন্ধু সেতু কর্তৃপক্ষ জানায়,অতিরিক্ত যানবহণের চাপের কারণে সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৫টা পর্যন্ত ৪ দফায় ১ ঘন্টা সেতুর পূর্ব লেন ও বেলা ১১টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত ৩ দফায় পৌনে ১ ঘন্টা সেতুর পশ্চিম লেন বন্ধ তাকে। এ সময় কিছুটা যানজটের সৃষ্টি হয়। পরে তা আবার স্বাভাবিক হয়।

এদিকে যানবাহনের চাপ বৃদ্ধি পাওয়ায় বঙ্গবন্ধু সেতু পশ্চিম মহাসড়কের সয়দাবাদ থেকে হাটিকুমরুল পর্যন্ত ২০ কিলোমিটার মহাসড়কে দিনভর ধীরগতিতে চলে সকল যানবাহণ। অপরদিকে অতিরিক্ত যাত্রীর চাপে পরিবহণ গুলোতে স্বাস্থবিধি অমান্য করে অতিরিক্ত যাত্রী পরিবহণ করা হয়। এ ছাড়া জেলার চৌহালি উপজেলার এনায়েতপুর,জোতপাড়া,শাহজাদপুর উপজেলার মনাকষা,কৈজুরি,জগতলা ও জামিরতা ঘাট থেকে ইঞ্জিন চালিত শ্যালো নৌকায় গাদাগাদি করে ও স্বাস্থ্যবিধি অমান্য করে কর্মজীবি মানুষ ঢাকা,নারায়ণগঞ্জ সহ বিভিন্ন শিল্পাঞ্চলের উদ্দেশ্যে ছেড়ে যায়। 

এ বিষয়ে হাটিকুমরুল হাইওয়ে থানার ওসি শাহজাহান আলী বলেন,মহাসড়কে অতিরিক্ত যানবাহণের চাপের কারণে ধীরগতিতে চলছে যানবাহণ। এ ধীরগতি থেকে মাঝে মধ্যে কিছু জায়গায় যানজটের সৃষ্টি হলেও আমরা দ্রæত পদক্ষেপ নেওয়ায় তা আবার স্বাভাবিক হচ্ছে। 

এ বিষয়ে কড্ডা এলাকার দায়িত্বরত ট্রাফিক ইন্সপেক্টর (টিআই) মো. আব্দুল গণি বলেন,গার্মেন্টস কর্মীরা যে যেভাবে পারছে যাওয়ার চেষ্টা করছে। এ সুযোগে রযখানে সেখানে ট্রাক গুলো দাড়িয়ে যাত্রী তোলার কারণে কিছুটা যানজট হলেও আমরা পদক্ষেপ নিয়ে তা দ্রæত সমাধান করছি। 

সম্পর্কিত সংবাদ

রাজনীতিতে উত্তরাধিকার প্রথা

সম্পাদকীয়

রাজনীতিতে উত্তরাধিকার প্রথা

সংবিধানের ৪ মূলনীতি-(১) গণতন্ত্র, (২) সমাজতন্ত্র, (৩) ধর্মনিরপেক্ষতা, (৪) জাতীয়তাবাদ এ সব কথা কাগজে কলমে উপহাস মাত্র। এর...

শেখ হাসিনার বিরুদ্ধে তদন্ত ২০ এপ্রিলের মধ্যে শেষ করার নির্দেশ

বাংলাদেশ

শেখ হাসিনার বিরুদ্ধে তদন্ত ২০ এপ্রিলের মধ্যে শেষ করার নির্দেশ

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনাল মঙ্গল...

শাহজাদপুরে বাবা-মায়ের কবরের পাশেই চিরনিদ্রায় শায়িত এমপি স্বপন

জাতীয়

শাহজাদপুরে বাবা-মায়ের কবরের পাশেই চিরনিদ্রায় শায়িত এমপি স্বপন

সিরাজগঞ্জ-৬ (শাহজাদপুর) আসনের সংসদ সদস্য ও সাবেক শিল্প উপমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব হাসিবুর রহমান স্বপন সবাইকে শোক...

শেখ হাসিনা কর্তৃক সকল গণহত্যার বিচার করতে হবে - মাওঃ রফিকুল ইসলাম খাঁন

জাতীয়

শেখ হাসিনা কর্তৃক সকল গণহত্যার বিচার করতে হবে - মাওঃ রফিকুল ইসলাম খাঁন

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারী জেনারেল মাওঃ রফিকুল ইসলাম খাঁন

স্থায়ী ক্যাম্পাসের দাবীতে রবি শিক্ষার্থীদের বিক্ষোভ : মহাসড়ক অবরোধ

শিক্ষাঙ্গন

স্থায়ী ক্যাম্পাসের দাবীতে রবি শিক্ষার্থীদের বিক্ষোভ : মহাসড়ক অবরোধ

সিরাজগঞ্জের শাহজাদপুরে ৮ বছর আগে প্রতিষ্ঠিত রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে স্থায়ী ক্যাম্পাস নির্মাণের কোনো উদ্যোগ আজ অবধি

মিষ্টান্ননগরী  সিরাজগঞ্জের শাহজাদপুর

শাহজাদপুর

মিষ্টান্ননগরী সিরাজগঞ্জের শাহজাদপুর

শাহজাদপুরে ছোট-বড় অনেক জমিদার ছিল। বিভিন্ন উৎসব-পূজা-পার্বণে তারা প্রজাদের নিমন্ত্রণ করে পেটপুরে মিষ্টি খাওয়াতেন। তারা ব...