মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪

পাতিকুল (ফিলিপাইন), ৫ জুলাই, ২০২১ (বাসস ডেস্ক): ফিলিপাইনের দক্ষিণাঞ্চলে বিধ্বস্ত সামরিক বিমানের ডাটা বক্সের সন্ধানে সোমবার নিরাপত্তা বাহিনী তল্লাশি অভিযান চালায়। এদিকে নিহতের সংখ্যা বেড়ে ৫০ হয়েছে। 

রোববার সকালে  ৯৬ আরোহী নিয়ে বিমানটি বিধ্বস্ত হয়। কর্মকর্তারা এ খবর জানান।

সুলু প্রদেশের জোলো দ্বীপে সি-১৩০ হারকিউলিস বিমানটি অবতরণকালে রানওয়ে থেকে ছিটকে গেলে এতে আগুন ধরে যায়। নিহত ৫০ জনের মধ্যে ৪৭ জন সৈন্য এবং বাকী তিন জন বেসামরিক লোক। এছাড়া আহত হয়েছে ৪৯ জন সামরিক ও চারজন বেসামরিক লোক। তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদিকে সামরিক বাহিনীর পাঁচজন এখনও নিখোঁজ রয়েছে। 

গত ৩০ বছরের মধ্যে ফিলিপাইনে এটি সবচেয়ে ভয়াবহ সামরিক বিমান বিধ্বস্তের ঘটনা।

সশস্ত্র বাহিনীর মুখপাত্র মেজর জেনারেল এডগার্ড আরেভালো জানান, আমরা যেসব টুকরো বিশেষ করে ফ্লাইট ডাটা রেকর্ডারের টুকরোগুলো উদ্ধার করতে পারবো সেসব সমন্বয় করে খতিয়ে দেখার লোক আমাদের রয়েছে। 

তিনি বলেন, এছাড়া প্রত্যক্ষদর্শীর বর্ণনা ছাড়াও আমরা পাইলট এবং ক্েট্রাল টাওয়ারের সাথে পাইলটের কথোপকথনের রেকর্ডিংও পাওয়ার অপেক্ষায় রয়েছি।

তিনি আরো বলেন, দুর্ঘটনাস্থলের নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে যাতে জঙ্গিরা তল্লাশি প্রচেষ্টা ব্যাহত করতে না পারে। 

ফিলিপাইনের সশস্ত্র বাহিনীর প্রধান জেনারেল সিরিলিতো সোবেজানা বলেন, রোববার স্থানীয় সময় বেলা সাড়ে ১১টার দিকে সুলু প্রদেশের জোলো শহরের কাছে সামরিক বাহিনীর ওই বিমান বিধ্বস্ত  হয়। দুর্ঘটনার পরপরই বিমানটিতে আগুন ধরে যায়। কাগায়ান দে ওরো এলাকা থেকে দক্ষিণাঞ্চলীয় মিন্দানাও যাচ্ছিল বিমানটি।

এদিকে দুর্ঘটনার পর সামাজিক যোগাযোগমাধ্যমে বিধ্বস্ত বিমানটির ছবি ছড়িয়ে পড়ে। ছবিতে বিমানটিতে আগুন জ্বলতে দেখা যায়। গাছগাছালি পরিবেষ্টিত একটি স্থানে বিধস্ত হয় বিমানটি। দুর্ঘটনাস্থলের কাছে কিছু ভবনও দেখা যায়।

বিমানটির আরোহীর অধিকাংশই সেনা গ্রাজুয়েট। এরা সম্প্রতি সেনাবাহিনীর বুনিয়াদি প্রশিক্ষণ সম্পন্ন করেছিল। তাদের দেশটির মুসলিম সংখ্যাগরিষ্ঠ দক্ষিণাঞ্চলে সন্ত্রাস বিরোধী লড়াইয়ে অংশ নেয়ার জন্য পাঠানো হচ্ছিল।

সম্পর্কিত সংবাদ

ফিনিক্স পাখির মতো উঠে দাঁড়াবে বিএনপি : ফখরুল

রাজনীতি

ফিনিক্স পাখির মতো উঠে দাঁড়াবে বিএনপি : ফখরুল

বিএনপি কখনও মাথা নত করে বসে যায়নি বলে উল্লেখ করে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘আমি বিশ্বাস করি য...

কোহলির সাথে বন্ধুত্বের গল্প শোনালেন ইমরুল

খেলাধুলা

কোহলির সাথে বন্ধুত্বের গল্প শোনালেন ইমরুল

ইমরুল কায়েসের কাঁধে হাত দিয়ে খোশগল্পে মশগুল বিরাট কোহলি- এই ছবিটি দেখেননি এমন মানুষ পাওয়া ভার। বাংলাদেশের ভারত সফরের সময়...

আখেরী মোনাজাতের মধ্য দিয়ে মখদুম শাহদৌলা (রঃ) এর বাৎসরিক ওরশ শেষ হচ্ছে

ধর্ম

আখেরী মোনাজাতের মধ্য দিয়ে মখদুম শাহদৌলা (রঃ) এর বাৎসরিক ওরশ শেষ হচ্ছে

শামছুর রহমান শিশির ও রাজীব রাসেল : আখেরী মোনাজাতের মধ্য দিয়ে ইয়ামেন শাহাজাদা হযরত মখদুম শাহদৌলা শহিদ ইয়ামেনি (রহ.) এর...

সরকারী নির্দেশ অমান্য করে কামারখন্দে সহকারী গ্রন্থাগার নিয়োগ

শিক্ষাঙ্গন

সরকারী নির্দেশ অমান্য করে কামারখন্দে সহকারী গ্রন্থাগার নিয়োগ

কামারখন্দ প্রতিনিধিঃ কামারখন্দ উপজেলার রসুলপুর আদর্শ উচ্চবিদ্যালয়ের সহকারী গ্রন্থাগার পদ...

শাহজাদপুরবাসীকে ঈদ শুভেচ্ছা  জানিয়েছেন  ইউএনও মো.তরিকুল ইসলাম

শাহজাদপুর

শাহজাদপুরবাসীকে ঈদ শুভেচ্ছা জানিয়েছেন ইউএনও মো.তরিকুল ইসলাম

উল্লেখ মোঃ তরিকুল ইসলাম চলতি বছরের গত ২৫ মে শাহজাদপুর উপজেলা নির্বাহী অফিসার হিসেবে শাহজাদপুরে যোগদান করেছেন