

‘মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য, একটু সহানুভূতি কী মানুষ পেতে পারে না’ বরেণ্য কন্ঠশিল্পী ভূপেন হাজারিকার এ কালজয়ী গান এবং ‘সবার সুখে হাঁসবো আমি কাঁদবো সবার দুঃখে’ পল্লীকবি জসিমউদদীনের সবার সুখে কালজয়ী এ কবিতার মর্মবাণী মনেপ্রাণে ধারণ ও লালন করে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে শাহজাদপুরের সাধারন জনগণের মুখে একটু হাঁসি ফোঁটানোর প্রত্যয়ে, সবার সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে নিজ অর্থ ব্যায় করে টানা ১৬ দিন ধরে ধনী, গরীব, দল-মত-নির্বিশেষে শাহজাদপুরের বিভিন্ন শ্রেণিপেশার হাজার হাজার প্রান্তিক পর্যায়ের জনমানুষের হাতে ঈদ উপহার তুলে দিয়ে ঘরে ঘরে ঈদের আনন্দ ছড়িয়ে দিয়েছেন শাহজাদপুর উপজেলা আওয়ামী লীগের নবনির্বাচিত সভাপতি, বাংলাদেশ আওয়ামী যুবলীগ সপ্তম জাতীয় কংগ্রেসের আহবায়ক, বাঙালি সাংস্কৃতিক জোট কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সভাপতি, তৃণমূলের ভোটে বারবার নির্বাচিত সাবেক সফল জাতীয় সংসদ সদস্য জননেতা চয়ন ইসলাম। গত ১৬ এপ্রিল থেকে দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে দিনেরাতে অক্লান্ত পরিশ্রম করে চলেছেন শাহজাদপুরের মাটি ও মানুষের এই হেভিওয়েট নেতা। জননেতা চয়ন ইসলাম এ পর্যন্ত শাহজাদপুর উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠন ও উপজেলার ১৩ ইউনিয়ন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী ও সমর্থকসহ শাহজাদপুর উপজেলা প্রশাসন, থানা প্রশাসন, উত্তরবঙ্গ ট্যাংকলরি সমবায় শ্রমিক ইউনিয়ন, তাঁত শ্রমিক ইউনিয়ন, রিক্সা শ্রমিক ইউনিয়ন, মাইক্রোবাস মালিক শ্রমিক সমিতি, প্রেস ক্লাবসহ দল-মত-নির্বিশেষে হাজার হাজার আমজনতার মাঝে ব্যাক্তিগত অর্থায়নে ঈদ উপহার ও নগদ অর্থ বিতরণ করেছেন। বিতরণকৃত ঈদ উপহারের মধ্যে ছিলো, ৬ হাজার পাঞ্জাবি, আড়াই হাজার শাড়ি ও লুঙ্গি, ৫’শতাধিক শার্ট, ৩ হাজার শার্টপিছ প্যান্ট পিছ, থ্রিপিছ ও সিনথেটিক শাড়ি ৯’শ ও নগদ অর্থ। টানা ১৬ দিন দলীয় নেতাকর্মীসহ দল-মত-নির্বিশেষে উপজেলার হাজার হাজার ধনী, গরীব দুঃখী মেহনতী মানুষের মাঝে জননেতা চয়ন ইসলামের এ ঈদ উপহার বিতরণকাজে নিঃস্বার্থ ও নিরলসভাবে সহযোগীতা করেছেন তার বেশ কয়েকজন কমর্ঠ দলীয় কর্মী।
এ বিষয়ে জননেতা চয়ন ইসলাম বলেন, ‘প্রিয় জন্মভূমি শাহজাদপুরের প্রান্তিক জনমানুষের সাথে ঈদের আনন্দ ভাগাভাগিতে যে আত্মতৃপ্তি পাই, তা অন্য কিছুতে নয়! শাহজাদপুরে স্থায়ী বসবাসরত জনগণ ছাড়াও দেশের বিভিন্ন শিল্প প্রতিষ্ঠান ও কলকারখানায় চাকরি করা একটি বৃহৎ জনগোষ্ঠী নাড়ির টানে বাবা, মা, ভাই, বোন,আত্মীয় স্বজনের সাথে আনন্দঘন পরিবেশে ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে ইতিমধ্যেই বাড়ি ফিরেছে। এ জনগোষ্ঠীসহ শাহজাদপুর উপজেলা ও ইউনিয়ন আওয়ামী লীগ এবং এর সকল সহযোগী সংগঠনের নেতাকর্মী সমর্থকসহ শাহজাদপুরের ধনী গরিব দল-মত-নির্বিশেষে সকল শ্রেণিপেশার মানুষকে সাথে নিয়ে সাথে আমরা এই ঈদ আনন্দ উপভোগ করতে চাই। এবারের ঈদের আনন্দে ভাসবে পুরো দেশ, আনন্দে ভাসবে আমার প্রাণের শাহজাদপুর! শাহজাদপুরে প্রতিটি মানুষের ঘরে ঈদের আনন্দ আমার নিজের মাধ্যমে উপভোগ করতেই আমার টানা ১৬ দিনের এ ক্ষুদ্র প্রয়াস! এ কাজে সাথেপাশে থেকে যারা সবসময় সহযোগীতা করেছেন তাদের ধন্যবাদ জানাচ্ছি। পরিশেষে সবাইকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা, ঈদ মোবারক!’
ঈদ উপহার ও নগদ অর্থ সহায়তা পেয়ে শাহজাদপুরের হাজার হাজার জনমানুষ জননেতা চয়ন ইসলামের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছেন এবং জননেতা চয়ন ইসলামের সাথে ঈদ আনন্দে মেতে ওঠার আগ্রহ প্রকাশ করেছেন।
অপরদিকে, টানা ১৬ দিন জননেতা চয়ন ইসলামের এ মহতী কাজে সহযোগীতাকারী উপজেলা কৃষক লীগের সাবেক আহবায়ক সহকারী অধ্যাপক হুমায়ুন কবির টিপু, ছাত্রলীগ সভাপতি মারুফ হাসান সুনাম, সাবেক যুবলীগ নেতা আব্দুল আউয়াল, সাবেক জিএস আরিফুল ইসলাম পলাশ, আমিরুল ইসলাম সাগর, প্রদীপ, চন্দন, আহাদ খান রাসেল জানান, তারা নিজেরা যে আত্মতৃপ্তি পেয়েছেন তা ভাষায় প্রকাশযোগ্য নয়। জননেতা চয়ন ইসলামের নির্দেশনায় ভবিষ্যতেও এবাবেই মানুষের জন্য তারা ভালো কিছু করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

সম্পর্কিত সংবাদ

শাহজাদপুর
শাহজাদপুরে মেসার্স তৃপ্তি জর্দ্দা ফ্যাক্টরির নকল জর্দ্দা তৈরী প্রতিরোধে সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত
শাহজাদপুর গঙ্গা প্রসাদ এলাকায় অবস্থিত তৃপ্তি জর্দ্দা ফ্যাক্টরিতে মেসার্স তৃপ্তি জর্দ্দ...

শাহজাদপুর
রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মবার্ষিকীতে শ্রদ্ধা নিবেদন
২৫ বৈশাখ ১৪৩২ (৮ মে ২০২৫ ) বৃহস্পতিবার সকাল ৯টা ১৫ মিনিটে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৪তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে

তৃতীয় প্রজন্মের ভাবনা
শাহজাদপুরকে পর্যটন কেন্দ্র হিসেবে দেখতে চান ইউটিউবার শাহরিয়ার
সিরাজগঞ্জ জেলার শাহজাদপুরের নাম মানুষের কাছে বেশ পরিচিত। তবে এখানে ঘুরে দেখার মতো আকর্ষণীয় অনেক জায়গা রয়েছে সেটি অনেকেই...

শাহজাদপুর
শাহজাদপুর গাছ থেকে উদ্ধার হলো ১১ ফুট অজগর সাপ
সিরাজগঞ্জের শাহজাদপুর বাড়ির গাছ থেকে ১১ ফুট লম্বা অজগর সাপ উদ্ধার করা হয়েছে।আজ (সোমবার) দুপুরে উপজেলার গালা ইউনিয়নের বিন...

অর্থ-বাণিজ্য
শাহজাদপুরের বাঘাবাড়ী বিদ্যুৎ কেন্দ্রে দীর্ঘদিন ধরে বিদ্যুৎ উৎপাদন বন্ধ!
এম এ হান্নান শেখঃ সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার বাঘাবাড়ী নৌবন্দরের পূর্ব পাশে অবস্থিত পিডিবির ৩টি ও বেসরকারি ১টি মিলে মো...

জীবনজাপন
খানা-খন্দে ভরা বাঘাবাড়ী বড়াল সেতুর ওপর দিয়ে ঝূঁকিপূর্ণ চলাচল
শামছুর রহমান শিশির ও রাজীব রাসেল, শাহজাদপুর থেকে : সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর উপজেলার বাঘাবাড়ী নৌবন্দর এলাকার বড়াল সেতু...