বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫

স্বামী ও ৬ মেয়েকে নিয়ে ছোট্ট একটি পুরোনো ভাঙা ঘরে বসবাস নুরজান বেগমের(৪০)। ভ্যানচালক স্বামীর সামান্য উপার্জন দিয়ে খেয়ে না খেয়ে বড় কষ্টে টিকে আছেন জীবনযুদ্ধে। দীর্ঘদিন ধরে ৮ জনের থাকার একমাত্র ঘরটি ভেঙে থাকলেও টাকার অভাবে মেরামত করা সম্ভব হচ্ছিল না। অবশেষে নতুন ঘর করার আশায় বুক বাঁধেন তারা। আর স্বপ্নের সেই নতুন ঘর তৈরির জন্য এনজিও থেকে নেন ৪৫ হাজার টাকা ঋণ।

কিন্তু বিধিবাম, দীর্ঘদিনের লালিত স্বপ্ন পথেই হলো ভঙ্গ। ঋণের সেই ৪৫ হাজার টাকা নিয়ে বাড়ি ফেরা যে হবে না কে জানত। সড়কে টাকাগুলো হারিয়ে এখন পাগলপ্রায় নুরজাহান বেগম। শিশু মেয়েকে কোলে নিয়ে দরিদ্র নুরজাহানের আর্তনাদে ভারি হয়ে উঠেছে পুরো গ্রাম।

সরেজমিনে উপজেলার নরিনা ইউনিয়নের নারায়নদহ গ্রামের নুরজাহানের বাড়িতে গিয়ে জানা যায়, গতবুধবার (১৬ ফেব্রুয়ারি) তালগাছি বাজার এলাকায় অবস্থিত একটি বেসরকারি এনজিও থেকে ঋণের ৪৫ হাজার টাকা একটি পুটলিতে নিয়ে ৩টি শিশু মেয়ে সন্তানসহ বাঘাবাড়িতে বোনের বাড়িতে যাওয়ার উদ্দেশ্যে অটোভ্যানে ওঠেন। পথিমধ্যে পারকোলা নামক স্থানে এসে নুরজাহান বেগম বুঝতে পারেন যে তার টাকার পুটলিটা হারিয়ে গেছে। তৎক্ষনাত তিনি কান্নাকাটি শুরু করে দেন। আশপাশের লোকজন এগিয়ে এসে তার কাছে বিষয়টি জানতে পেরে সড়কে খোঁজ শুরু করেন তারা। কিন্তু ৪৫ হাজার টাকার সেই পুটলিটা আর পাওয়া যায়না। পরে কান্না করতে করতে নুরজাহান বেগম মেয়েদের নিয়ে বাড়ি ফিরে যান। প্রতিবেশীরা জানায়, বাড়িতে এসে নুরজাহান বেগম টাকার শোকে বারবার জ্ঞান হারাতে থাকেন।

নুরজাহান বেগমের বাড়িতে দেখা যায়, পাটখড়ের দীর্ঘদিন পুরনো একটি ঘর রয়েছে। এই ঘরেই গাদাগাদি করে ৬ মেয়েকে নিয়ে তারা খুব কষ্টে জীবনযাপন করে থাকেন। ঘরটির বাশের খুটিগুলো মাটির নিচ থেকে নষ্ট হয়ে যাওয়ার ফলে আলাদা হালকা বাঁশের খুটি দিয়ে বাইরে থেকে ধাক্কা দিয়ে রাখা হয়েছে যেনো পড়ে না যায়। ঘরের পাট খড়ের বেড়াটি নষ্ট হয়ে গেছে, বাইরে থেকে ঘরের ভেতরে দেখা যায় তাই চট দিয়ে ঢেকে দেওয়া হয়েছে।

নুরজাহান বেগমের স্বামী ভ্যানচালক সফিজ কান্নাজড়িত কন্ঠে বলেন, গরিবের কপালে সুখ সহ্য হয়না। ৬টি মেয়ে ও বৌ কে নিয়ে কষ্টে জীর্ণ ঘরে জীবনযাপন করি তাই আমার কুড়ে ঘর থেকে একটা নতুন ঘর করার স্বপ্ন দেখেছিলাম, নতুন ঘর হলে বড় মেয়ের একটা বিয়ে দিতে পারতাম আর অন্যান্য মেয়েদের ঝড় বৃষ্টিতে নিরাপদে থাকতে পারতাম।

তিনি তার অসহায়ত্ব থেকে মুক্তি ও একটি ঘরের জন্য সমাজের বিত্তশালী মানুষদের কাছে আবেদন জানিয়েছেন।

সম্পর্কিত সংবাদ

রাজনীতিতে উত্তরাধিকার প্রথা

সম্পাদকীয়

রাজনীতিতে উত্তরাধিকার প্রথা

সংবিধানের ৪ মূলনীতি-(১) গণতন্ত্র, (২) সমাজতন্ত্র, (৩) ধর্মনিরপেক্ষতা, (৪) জাতীয়তাবাদ এ সব কথা কাগজে কলমে উপহাস মাত্র। এর...

শেখ হাসিনার বিরুদ্ধে তদন্ত ২০ এপ্রিলের মধ্যে শেষ করার নির্দেশ

বাংলাদেশ

শেখ হাসিনার বিরুদ্ধে তদন্ত ২০ এপ্রিলের মধ্যে শেষ করার নির্দেশ

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনাল মঙ্গল...

শাহজাদপুরে বাবা-মায়ের কবরের পাশেই চিরনিদ্রায় শায়িত এমপি স্বপন

জাতীয়

শাহজাদপুরে বাবা-মায়ের কবরের পাশেই চিরনিদ্রায় শায়িত এমপি স্বপন

সিরাজগঞ্জ-৬ (শাহজাদপুর) আসনের সংসদ সদস্য ও সাবেক শিল্প উপমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব হাসিবুর রহমান স্বপন সবাইকে শোক...

স্থায়ী ক্যাম্পাসের দাবীতে রবি শিক্ষার্থীদের বিক্ষোভ : মহাসড়ক অবরোধ

শিক্ষাঙ্গন

স্থায়ী ক্যাম্পাসের দাবীতে রবি শিক্ষার্থীদের বিক্ষোভ : মহাসড়ক অবরোধ

সিরাজগঞ্জের শাহজাদপুরে ৮ বছর আগে প্রতিষ্ঠিত রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে স্থায়ী ক্যাম্পাস নির্মাণের কোনো উদ্যোগ আজ অবধি

মিষ্টান্ননগরী  সিরাজগঞ্জের শাহজাদপুর

শাহজাদপুর

মিষ্টান্ননগরী সিরাজগঞ্জের শাহজাদপুর

শাহজাদপুরে ছোট-বড় অনেক জমিদার ছিল। বিভিন্ন উৎসব-পূজা-পার্বণে তারা প্রজাদের নিমন্ত্রণ করে পেটপুরে মিষ্টি খাওয়াতেন। তারা ব...

এক দিনের সব নমুনা ‘পজিটিভ’, পরীক্ষা বন্ধ এক সপ্তাহ

বাংলাদেশ

এক দিনের সব নমুনা ‘পজিটিভ’, পরীক্ষা বন্ধ এক সপ্তাহ

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে করোনা পরীক্ষায় এক দিনের সব নমুনার প্রতিবেদন ‘পজিটিভ’ এসেছে। এ অবস্থায় সেই ফলাফল আর ঘোষণা...